বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ম্যাগ্নোলিয়া গ্র্যাণ্ডিক্লোরা-Magnolia Grandifiora

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
ম্যাগ্নোলিয়া গ্র্যাণ্ডিক্লোরা-Magnolia Grandifiora
হোমিও বই

ম্যাগ্নোলিয়া গ্র্যাণ্ডিক্লোরা (Magnolia Grandifiora)

চলিত নাম – ম্যাগ্নোলিয়া (Magnolia)

ডা: উইলিয়াম বরিক।

এই ঔষধটির প্রধান ক্রিয়া বাতরোগ ও হৃৎযন্ত্রের পীড়ায়। কঠিনতা ও বেদনা। প্লীহা ও হৃৎপিণ্ডে পর্যায়ক্রমে একটির পর অপরটিতে বেদনা। রোগী ক্লান্ত ও অবশ। চুপ করিয়া থাকিলে বেদনা। বেদনা আকস্মিকভাবে স্থান পরিবর্তন করে।

আরও পড়ুন – অ্যাডাল-৪৩ (হার্টের দুর্বলতা ড্রপস)

হৃৎপিণ্ড : বক্ষে বেদনা, ফুসফুস বিস্তৃত করিতে পারে না। মনে হয় যেন একটি খাদ্যের গোলা পাকস্থলীকে চাপ দিতেছে। দ্রত হাঁটিলে অথবা বাম পার্শ্বে শয়ন করিলে শ্বাসরোধ ভাব। শ্বাসকৃচ্ছ। হৃৎপিণ্ডে খিলধরার ন্যায় ব্যথা। হৃৎশূল। হৃৎবেষ্ট ও হৃৎ-অভ্যন্তরবেষ্টের প্রদাহ। মুর্ছাপ্রবণতা। মনে হয় যেন, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছে। হৃৎপিণ্ডের চারিদিকে বেদনা, তৎসহ পদদ্বয়ে ‍চুলকানি।

হস্ত-পদাদি : কঠিনতা ও তীব্র সঞ্চরণশীল বেদনা, সন্ধিসমুহে অধিক বদদ্বয় চুলকায়। বাম বাহুর অবশতা। কন্ঠস্থিতে আমবাতিক বেদনা। সকল অঙ্গ-প্রত্যাঙ্গে তীরবিদ্ধবৎ বেদনা।

আরও পড়ুন – এন – ৭৩ (সন্ধিবাত রোগে কার্যকরী)

উপচয়, উপশম : বৃদ্ধি – স্যাঁৎসেঁতে আবহাওয়ায়, বামপার্শ্বে শয়নে, প্রাতে নিদ্রাভঙ্গে।

উপশম : শুস্ক আবহাওয়ায়, চলাফেরায়, ঋতুদ্বয়ের মধ্যবতীকালে রজঃপ্রবাহ দেখা দিলে (হ্যামামে, বোভিষ্টা, বেল, ইলাপ্স)।

সম্বন্ধ : তুলনীয় – রাস, ডালকা, অরম।

মাত্রা : ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev