শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

ম্যাগ্নেশিয়া মিউরিয়েটিকা-Magnesia Muriatica

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৮:০০ অপরাহ্ন
ম্যাগ্নেশিয়া কার্বোনিকা-Magnesia Carbonica
হোমিও বই

ম্যাগ্নেশিয়া মিউরিয়েটিকা (Magnesia Muriatica)

চলতি নাম – মিউরেট অব ম্যাগ্নেশিয়া (Muriate of Magnesia)

উইলিয়াম বরিক।

যকৃৎ রোগের ঔষধ তৎসহ বিশেষ প্রকারের চরিত্রগত কোষ্ঠবদ্ধতা। পুরাতন যকৃৎ পীড়া, তৎসহ স্পর্শদ্বেয় ও বেদনা, বেদনা মেরুদণ্ড ও উদরোর্ধ্ব প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়, আহারের পর বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে সকল স্ত্রীলোক অনেক দিন যাবৎ অগ্নিমান্দ্য ও জরায়ু পীড়ায় ভুগিতেছে, তাহাদের পক্ষে এবং যে সকল শিশু দুগ্ধ হজম করিতে পারে না তাহাদের পক্ষে বিশেষ উপযোগী। সমুদ্র স্নাযের মন্দ ফল।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : গোলমান অসহ্য। ফাটিয়া যাওয়ার ন্যায় শিরঃপীড়া, চলাফেরা ও খোলা বাতাসে বৃদ্ধি, চাপে ও গরমে কাপড় দিয়া মাথা জাড়াইয়া রাখিলে উপশম (সাইলি, স্ট্রনাসিয়া) মাথায় প্রচুর ঘর্ম (ক্যাল্ক, সাইলি) মুখের স্নায়ুশূল, অপ্রবল, কা মড়ানি, বৃদ্ধি- ভিজে আবহওয়ায়, সমান্য বাতাসে। উপশম- চাপে, উত্তাপে।

নাসিকা : নাসারন্ধ্রে ক্ষত। সর্দি, নাসিকা অবরুদ্ধ অথবা অবারিত স্রাব। সর্দি প্রকাশের পর নাকে গন্ধ ও মুখে স্বাদ পায় না। শুইয়া থাকিতে পারে না। মুখে দিয়া শিঃশ্বাস লইতে বাদ্য হয়।

আরও পড়ুন – জিহ্বা-পীড়ার নানা রকম উপসর্গ ও ওষুধ

মুখগহ্বর : ওষ্ঠের উপর ফোস্কা। মাড়ি স্ফীত, সহজেই রক্তপাত হয়। জিহ্বা দগ্ধবৎ ঝলসান বোধ হয়। গলগহ্বর শুস্ক তৎসহ স্বরভঙ্গ।

পাকস্থলী : ক্ষুধা অল্প, মুখে বিস্বাদ। পচা ডিমের গন্ধ উদ্গার। সর্বদা মুখে সাদা ফেনা উঠে। দুধ হজম করিতে পারে না। তলপেটের পেশীতে চাপ দিয়া মুত্র নিঃসরণ করিতে হয়।

উদরগহ্বর : যকৃত প্রচাপনবৎ বেদনা, পার্শ্বে চাপিয়া ‍শুইলে বৃদ্ধি। যকৃৎ বদ্ধিত, তৎসহ তলপেট স্ফীত। জিহ্বা হরিদ্রাবর্ণ। বংশগত অণ্ডকোষের অন্ত্রবিদ্ধ। মুত্রত্যাগ করিতে নিন্মোদরের পেশীতে চাপ দিতে হয়।

মুত্রযন্ত্র : মুত্র কষ্টে নির্গত হয়। মুত্রাশয় থালি করিতে কোঁথ ও চাপ দিতে হয়।

অন্ত্র : শিশুদের দন্তোদ্গকালে কোষ্ঠবন্ধতা, অল্প পরিমাণ মল নির্গত হয। মল গাঁট গাঁট ভেড়ার নাদির মত,  গুহ্যদ্বরের মুখ হইতে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে। অর্শবলিতে চিড়িকমারা বেদনা।

আরও পড়ুন – আর ১৯২ (কোষ্ঠকাঠিন্য ড্রপ)

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব কাল চাপ চাপ। পৃষ্ঠে ও উরুদেশে বেদনা। অতিরজঃ রাত্রিকালে বৃদ্ধি। প্রত্যেকবার ঋতুকালে প্রবল উত্তেজনা। প্রতিবার মলত্যাগ কালে এবং শ্রমসাধ্য কার্যের পরে প্রদর স্রাব। চক্ষুর পাতায় দদ্রুবৎ পীড়কা, মুখমণ্ডল ও কপালে ব্রণ – ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি।

হৃৎপিণ্ড : বসিয়া থাকিলে বুক ধড়ফড়ানি ও হৃৎপ্রদেশে বেদনা, চলা ফেরায় উপশম (জেলস)। যকৃৎ বৃদ্ধিসহ হৃৎপিণ্ডের বিধানগত রোগ।

শ্বাসযন্ত্র : আক্ষেপিক শুস্ক কাশি, প্রথম রাত্রিতে অধিক, তৎসহ জ্বালা ও গলবেদনা।

হস্ত-পদাদি : পৃষ্ঠে ও কটিদেশে বেদনা, বাহু ও জঙ্ঘাদ্বয়ে বেদনা। সকালে ঘুম হইতে উঠিলে বাহুদ্বয় অসাড় হইয়া যায়।

আরও পড়ুন – অ্যাডাল-৩৯ (সায়াটিকা, বাত ব্যথা)

নিদ্রা : দিবাভাগে নিদ্রা, উত্তাপ ও মনোবেদনার জন্য রাত্রে ঘুম হয় না, উদ্বেগপুর্ন স্বপ্ন।

উপচয়, উপশম : বৃদ্ধি – আহারের অব্যবহিত পরে, দক্ষিণ পার্শ্বে চাপিয়া শুইলে সমুদ্র স্নানে।

উপশম – চাপে, চলাফেরায়, খোলা বাতাসে, শিরঃপীড়া ব্যতীত।

সম্বন্ধ : দোষঘ্ন : ক্যাম্ফর, ক্যামো।

তুলনীয় : নেট্রাম মিউর, পালস, সিপিয়া, এমন মিউর, ন্যাস্টুরটিরাম একোয়াটিকাম – ওয়াটার-ফস (স্কাভি রোগ এবং কোষ্ঠবন্ধতায় উপযোগী, মুত্ররোধে ফলপ্রদ। ইহাকে কামোত্তেজক ঔষধ বলিয়া মনে করা হয। তামাজনিত নেশার বিষঘ্ন ঔষধ। স্নায়ুবিকার ও ধাতুদৌর্বল্যে অবসাদক। হিষ্টিরিয়া। যকৃতের বিশুস্কতা ও শোথ রোগ)।

মাত্রা : মুল অরিষ্ট ৫ বিন্দু মাত্রায়। ৩য় হইতে ২০০তম শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev