মোমোডিকা ব্যলসামিনা (Momordica Balsamina)
চলতি নাম – ব্যালসাম আপেল (Balsamina)
ডা: উইলিয়াম বরিক।
মস্কক : মুর্চ্ছাভাব, মস্তিস্ক হালকা বোধ হয়, চক্ষুর সম্মুখে কুয়াশা দেখে।
উদরগহ্বর : গড়্ গড়্ করে, চিন্ চিন্ করে, শূলের মত বেদনা, পৃষ্ঠদেশে আরম্ভ হইয়া তলপেট পর্যন্ত বিস্তৃত হয়।
স্ত্রী-জননেন্দ্রিয় : প্রচুর ও বেদনাযুক্ত রজঃস্রাব, প্রসববেদনার ন্যায় বেদনা, তৎপর এক ঝলক রক্ত বাহির হয়। পৃষ্ঠের নিন্মাংশে বেদনা, ঐ বেদনা বস্তিগহ্বরের দিকে প্রসারিত হয়।
সম্বন্ধ : মোমোডিাক চ্যারান্টিয়া-ভারতীয় কাঁকরোল (লক্ষণগুলি আরও তীব্র, অন্ত্র অলুদবর্ণ জলীয় পদার্থে পুর্ণ-শব্দ করিয়া নির্গত হয়, খিলধারা, তৃষ্ণা, ঘর্ম। কলেলার মত লক্ষণ। ক্রোটোন, ইলেটেরিয়াম প্রভৃতির সমগুণ। (৩x শক্তি ব্যবহার্য)।
মাত্রা : মুল অরিষ্ট। পোড়া ও হাতকাটায় বাহ্যিকভাবে মালিশ অথবা পুলটিসরুপে ব্যবহার করা চলে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।