মেন্থা পিপারিটা (Menthha Piperita)
চলতি নাম – পিপারমিন্ট (Peppermint)
ডা: উইলিয়াম বরিক।
শীত অনুবোধক স্নায়ুমণ্ডলের উপর এরুপ ক্রিয়া করে যে উহা সেবন করিবামাত্র সাধারণভাবে উষ্ণ বায়ুও শীতল বোধ হয়। চর্ম ও শ্বাসযন্ত্রের উপর বিশেষ ক্রিয়া। উদরশূল ও তরল সর্দিতে উপযোগী।
উদরগহ্বর : স্ফীত, সে জন্য নিদ্রার ব্যঘাত হয়। শিশুদের শূল বেদনা। পেটে অত্যাধিক বায়ুসঞ্চয়সহ পিত্তশূল বেদনা।
শ্বাসযন্ত্র : কন্ঠস্বর ভাঙ্গা ভাঙ্গা, নাসিকাগ্র স্পর্শ করা যায় না। গলমধ্যে শুস্ক, টাটান, যেন একটা পিন আড়াভাড়িভাবে রহিয়াছে। শুস্ক কাশি বৃদ্ধি- স্বরযন্ত্রে বায়ু প্রবেশ করিলে, তামাকের ধোঁয়ায়, কুয়াশায়, কথা বলিলে, তৎসহ বক্ষস্থির উপস্থির গহ্বররের উত্তেজনা (রিউমেক্স)। কন্ঠনলী স্পর্শ করিলে বেদনা লাগে।
চর্ম : সমান্য আঁচড়ে ক্ষত জন্মে। লিখিবার সময় বাহু ও হাত চুলকায়। স্ত্রী জননেন্দ্রিয়ে চুলকানি। পোড়া নারাঙ্গা (আর্স, রেনান বাল্ব)।
সম্বন্ধ : তুলনীয় – রিউমেক্স, ল্যাকে, মেন্থা পুলেজিয়াম – ইউরোপীয় পেনী-রয়াল (কপালের অস্থিতে এবং নিন্মাঙ্গে বেদনা), মেন্থা ভিরিডিস- স্পিয়ার মিন্ট (অল্পমুত্র তৎসহ পুনঃপুনঃ মুত্রবেগ)।
মাত্রা : মুল অরিষ্ট ১ হইতে ২০ ফোঁটা, মুল অরিষ্ট হইতে ৩০শ শক্তি পর্যন্ত। যোনিদেশের চুলকানিতে বাহ্যিকভাবে ব্যবহার্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।