মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

মেন্থল-Menthol

আরোগ্য হোমিও হল / ২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
মেনিসপার্মাস-Menispermum
হোমিও বই

মেন্থল (Menthol)

মেন্থা তৈলের সত্বা হইতে প্রস্তুত সাধারণ উত্তাপসহ কঠিন পদার্থ বিশেষ)।

ডা: উইলিয়াম বরিক।

নাসিকা ও গলকোষের শ্লৈম্মিক ঝিল্লী, এবং মেরুদণ্ডের স্নায়ুগ্রন্থিতে  স্নায়বিক বেদনা ও অনুভুতিশলন্যতা উৎপন্ন করে। মেন্থল নাসিকার তুরণ সর্দি, কর্ণের ইউষ্টেচিয়াননলীর তরুণ সর্দি, স্ববযন্ত্র-প্রদাহ, গলনলীরপ্রদাহ, এবং স্নায়ুশূল রোগে উপযোগী বলিয়া প্রমাণিত হইয়াছে (উইলিয়ম বি, গ্রগ্স. এম.ডি)। চুলকানি বিশেষতঃ যোনিকপাটে চুলকানি।

মস্কক : সম্মুখ-কপালে বেদনা, তৎসহ অসাড়তা। চক্ষুগোলক বেদনা, সর্দি, নাসিকার পশ্চাৎরন্ধ্র হইতে স্রাব। নাসিকায় শীতলতা বোধ। ইউষ্টেচিয়াননলীর অবরোধ বোধ এবং আংশিক বধিরতা।

আরও পড়ুন – বায়ো-কম্বিনেশন ৫ (সর্দি)

শ্বাসযন্ত্র : গলগহ্বরে সুড়সুড়ি, হৃদপ্রদেশে ছুড়ি মারার ন্যায় বেদনা, ঐ বেদনা সমগ্র বক্ষদেশে ছড়াইযা পড়ে। শুস্ক অল্পক্ষণস্থায়ী কাশি, তামাক খাইলে বৃদ্ধি। হাঁপানির মত শ্বাসক্রিয়া, তৎসহ রক্তসঞ্চয়জনিত শিরঃপীড়া

হস্ত-পদাদি : গ্রীবদেশের পেশীতে বেদনা। কটিদেশের পেশীতে টাটানি।

সম্বন্ধ : তুলনীয় – ক্যালি বাই, স্পাইজে।

মাত্রা : ৬ষ্ঠ শক্তি। চুলিকানি জন্য ১ ভাগ দ্রবণ অথবা মলম ব্যবহার্য।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev