মেথিলিন ব্লু (Methylene Blue)
এক প্রকার আলকাতরাজাত রঞ্জক পদার্থ
(One of Aniline Dyes)
ডা: উইলিয়াম বরিক।
স্নায়ুশূল, স্নায়বিক দুর্বলতা, ম্যালেরিয়া জ্বরের ঔষধ। টাইফয়েড জ্বরে, ইহা পেটফাঁপা, প্রলাপ, দৈহিক উত্তাপ এবং পুঁজ বিষাক্ততা কমাইয়া আনে। কম্পন, নর্তন রোগ, মৃগী রোগ প্রবণাতয় উপযোগী। মুত্রগ্রন্থিপ্রদাহ (সান্তর) বিধান সংশ্লিষ্ট), আরক্ত জ্বর সংক্রান্ত মুত্রগ্রন্থিপ্রদাহ। মুত্রের বর্ণ সবুজ হইয়া যায়। মেথিলিন প্রয়োগে মুত্রাধারের উত্তেজনা দেখা দিলে অত্যল্প পরিমাণে নাটমেগ (নাক্স মস্কেটা) প্রয়োগে দোষ নষ্ট করে। মুত্রগ্রন্থিতে অস্ত্রোপাচারের পরবর্তী, মুত্রের সহিত পুঁজ নির্গমন। গণোরিয়াজাত বাতরোগ ও মুত্রশয়-প্রদাহ। পৃষ্ঠবেদনা, সায়েটিকা। সন্ন্যাস রোগের পরবর্তী অবস্থা (সিসেভিয়াস)।
মাত্রা : ৩x বিচুর্ণ। ১০০ ভাগে ২ ভাগ দ্রবণ পুরতাতন কর্ণ-প্রদাহ ও দুর্গন্ধযুক্ত পুঁজ নিঃস্রাবে ব্যহিৃকভাবে ব্যবহার্য। ১০০ ভাগে ১ ভাগ জলীয় দ্রবণ কনীনিকার ফোড়া ও ক্ষতে ব্যবহার্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।