মেজেরিয়াম (Mezereum)
চলতি নাম – স্পার্জ অলিভ (Spurg Olive)
ডা: উইলিয়াম বরিক।
চর্মরোগ, অস্থিপীড়া এবং স্নায়ুশূল, বিশেষতঃ দন্ত ও মুখমণ্ডলের স্নায়ুশূল রোগে বিশেষভাবে উপযোগী। সন্ধিস্থানে ছড়িয়া যাওয়া, দুর্বলতা বোধ, তৎসহ টানিয়া ধরার মত বেদনা ও আড়ষ্টতা। নানা প্রকারের বেদনা, তৎসহ শীত শীতবোধ এবং শীতল বায়ুস্পর্শ অসহ্য। অস্থিবেদনা। টিকা দেওয়ার পরবর্তী উদ্ভেদ। পেশীসমুহের দাহকর চিড়িকমারা বেদনা, পেশীকম্পন। বেদনা তীরবৎ উপর দিকে উঠে এবং মনে হয় রোগীকে বিছানা হইতে বাহির করিয়া আনিবে একাঙ্গিক রোগী। রোগীর নিকট শীতল বাতাসা অসহ্য বোধ হয়।
মস্কক : কথা বলিতে অত্যান্ত পরিশ্রম হয়। শিরঃপীড়া, কথা বলিলে বাড়ে। ডান দিকের শিরঃপীড়া, রোগীকে হতবুদ্ধি করিয়া তোলে। মস্ককের বহির্ভাগের পীড়া, সশঙ্ক উদ্ভদ, সাদা মামড়ি পড়ে। মস্কক চামড়ার মত পুরু মামড়িতে ঢাকা, তার নীচে পুঁজ জন্মে। মুখমণ্ডল, দন্তে প্রবল স্নায়ুশূল ঐ বেদনা রাত্রিকালে কানের দকে প্রসারিত হয়, আহারে বৃদ্ধি, জ্বলন্ত উনুনের নিকট বসিলে উপশম। দাঁতের গোড়া ক্ষয়িয়া যায়। দাঁত লম্বা মনে হয়।
নাসিকা : হাঁচি, সর্দি, নাসিকার ভিতরে হাজিয়া যায়। নাসিকার পশ্চাতে গ্রন্থিবৎ স্ফীতি।
কর্ণ : মনে হয় কানের ছিদ্র বড় হইয়া গিয়াছে, কর্নপটহে শীতল বায়ুর স্পর্শ লাগে, মনে হয় কানের ভিতরে বাতাস ঢুকিতেছে। কানে আঙ্গুল ঢুকাইতে ইচ্ছ হয়।
চক্ষু : অস্ত্রোপাচারের পর অক্ষিপুটের স্নায়ুশূল, বিশেষতঃ চক্ষুগোলক তুলিয়া ফেলিবার বরবর্তী বেদনা। বেদনা ছাড়াইয়া পড়ে, এবং নীচের দিকে প্রসারিত হয়, তৎসহ শীতলতা বোধ এবং অস্থির কঠিনতাপ্রাপ্ত।
মুখমণ্ডল : রক্তবর্ণ। মুখের চারিদিকে পীড়কা, তৎসহ সর্দি।
পাকস্থলী : চর্বিযুক্ত খাদ্য স্পৃহা। জিহ্বায় জ্বালা, উহা পাকস্থলী পর্যন্ত বিস্তৃত। মুখে জল আসে। গলমধ্যে বমি বমি ভাব, আহারে উপাশম। পুরাতন পাকাশয়-প্রদাহ, জ্বালা, ক্ষতকর বেদনা, বমি বমিভাব, বমন-উহার বর্ণ চকোলেটের ন্যায়। অতীব জ্বালাযুক্ত পাকাশয়ের ক্ষত।
উদরগহ্বর : শিশুদের গ্রন্থিস্ফীতিসহ পেটটি বড়। কুঁচকিগ্রন্থিতে চাপ বোধ। পেটফাঁপাসহ শূল বেদনা, তৎসহ শিহরণ ও কষ্টকৃত শ্বাসক্রিয়া।
সরলান্ত্র : প্রসবের পরবর্তী কোষ্ঠবদ্ধতা। সরলান্ত্র নির্গমন। উদরাময়, মলের মধ্যে সাদা সাদা টুকরা মিশিয়া থাকে সবুজবর্ণের স্রাব। যৃক ও জরায়ু জড়তাহেতু কোষ্ঠবদ্ধতা। গুহ্যদেশের সঙ্কোচন, খোঁচা-মারা ব্যথা, গুহ্যদেশ নির্গমন।
মুত্র : মুত্রের উপর লাল লাল আঁইশের মত পদার্থ ভাসিতে থাকে। মুত্র গরম, রক্তাক্ত। মুত্রত্যগের পরে মুত্রনলীর অগ্রভাগে মামড়ানবৎ জ্বালাকর বেদনা। মুত্রশয়ে খিলধরার ন্যায় মুত্রনলী বেদনার পর রক্তমুত্র। মুত্রপাতের শেষে কয়েক ফোঁটা রক্ত নির্গত হয়।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব নিয়মিত সময়ের পুর্বে এবং প্রচুর। অণ্ডলার ন্যায় প্রদরস্রাব, অত্যান্ত ক্ষতকর।
পুং-জননেন্দ্রিয় : অণ্ডকোষদ্বয়ের বিবর্ধন। প্রবল সঙ্গমপ্রবৃত্তি। গণোরিয়া তৎসহ রক্তমুত্র।
শ্বাসযন্ত্র : বক্ষকোটরের অস্থিতে টাটানি ও জ্বালা। বক্ষের ভিতরে সঙ্কোচন বোধ। কাশি, আহারে বৃদ্ধি, এক বাটি গরম দুধ খাইলে কাশির আবেগ সম্পুর্ণ বাড়িতে পারে না।
হস্ত-পদাদি : ঘাড়ে ও পৃষ্ঠদেশে বেদনা-নড়িলে চড়িলে এবং রাত্রিকালে, স্পর্শ সহ্য করিতে পারে না। অনুজঙ্ঘাস্থি ও অন্যান্য লম্বা অস্থিতে বেদনা।
চর্ম : একজিমা, অসহ্য চুলকানি, চুলকানির সহি শীত শীতবোধ, শয্যার উত্তাপে বৃদ্ধি। ক্ষত চুলকায় এবং জ্বালা করে। ক্ষতের কটিবিদ্ধবৎ দদ্রু, তাহাতে জ্বালাকর বেদনা। অস্থিসমুহ, বিশেষথঃ লম্বা অস্থির প্রদাহ ও স্ফীতি। অস্থিক্ষয়, অস্থিতে অর্বুদ, রাত্রিকালৈ, স্পর্শে ও ভিজা অঅবহাওয়ায় বৃদ্ধি (মার্ক, সিফিলি)। উদ্ভেদসমহুহ ক্ষতে পরিণত হয় ক্ষতের উপর পুরু মামড়ি পড়ে, ঐ মামড়ির নীচে হইতে পুঁজ নির্গত হয় (ক্রাইসোফনিক এসিড)।
উপচয়, উপশম : বৃদ্ধি – ঠাণ্ডা বাতাসে, রাত্রে, সন্ধ্যাকাল হইতে মধ্যরাত্রি পর্যন্ত, গরম খাদ্যে, স্পর্শে, চলাফেরায়,
উপশম : খোলা বাতাসে।
সম্বন্ধ : তুলনীয় – ডির্কা প্যালুষ্ট্রিস, লেদার উড (পাকাশয় ও অন্ত্রের উত্তেজনা জন্মাইয়া লালস্রাব, বমন, ভেদ, মস্তকে রক্তাধিক্য, স্নায়ুশূল বেদনা উৎপান্ন করে, তৎসহ অবসাদ, বুক ধড়ফড়ানি ও শ্বাসকৃচ্ছ লক্ষণ থাকে), মার্ক, ফাইটো, রাস, গুয়াইকাম, সিফিলিনাম।
দোষঘ্ন : ক্যালি হাইড্রো, মার্ক।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।