মুখমন্ডল, মুখ এবং ঠোটের ক্যানসার (Ear, Face, Mouth and Lips cancer)
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডাঃ অরবিন্দ সরকার
লিউপাস :- এটি এপিথেলিয়াল ক্যানসার শ্রেণীর। একে খেয়ে ফেলা ক্যানসার (Eating Cancer) বলা হয়। এটি পাশ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে বিশেষ করে মুখের বহিরাংশের এবং অত্যন্ত বেশী টিস্যু সমুহ ধ্বংস করে। অনেকে বলেন লিউপাস ক্যানসার নয়, লিউপাস একমাত্র অন্য শ্রেণীর ক্যানসার। বলতে কি এটি টিউবার কুলার অরিজিন যেখানে দেহাভ্যন্তরে কোন টিউবার কুলোসিস দেখা যায় না বা অনুমাণ করা যায় না। তবে যিনি অধিক রোগী পরীক্ষা করেছেন তার পক্ষে এটা বোঝা শক্ত নয় ৷
মুখের মধ্যে ক্যানসার স্বভাবতই গালের পার্শ্বে অথবা তালুতে দেখা যায়। ঠোঁটের ক্যানসার বিস্তারিত হয়ে মুখের মধ্যেও যেতে পারে। গালের ক্যানসার ঐ স্থানের টিস্যুসমূহ নষ্ট হয়ে ফুটো হয়ে যায়। এপিডারময়েড কার্সিনোমা যাহা বৃদ্ধি হয় প্রাথমিক ভাবে স্কুয়ামাস সেলে।
ঠোঁটের ক্যানসার – একে এপিথেলিওমা বলে। ঠোটের কোনে অথবা একস্থানে সামান্য ক্ষত হয়ে ক্রমে ওটা বেড়ে উঠে, যা আরোগ্য হতে চায়না। প্রবল যন্ত্রনা ও রক্তস্রাব হয়ে থাকে ।
ঠোঁটের ক্যাসারের চিকিৎসা :
ডাঃ কেন্ট এর মতে :-
মুখমন্ডল :- আর্স, অরাম, কার্বো-এ্যানি, কোনি, কেলি-আর্স, কেলি-কার্ব, আয়োড, ল্যাকে, নাই-এসি, ফস, সাইলি, জিঙ্ক, সালফ।
ঠোটের – আর্স, অরাম, অরাম-মিউ, ক্যান্থ, কার্বো-এ্যানি, কস্টিকাম, সিষ্টাস, ক্লিমেটিস, কোনি, কন্ডুরাঙ্গো, কেলি-ফ্লোর, কেলি-সালফ, ক্রিয়োজোট, ল্যাকে, লাইকো, ফস, ফাইটো, সিপি, সাইলি, সালফ।
ডাঃ ফাটকের মতে :-
লিউপাস-আর্স, ক্যালক, গ্রাফা, লাইকো, মার্ক, ন্যাট্রাম-মি, রাস, সিপি, সাইলি, স্ট্যাফি, সালফ।
ডাঃ লিলিয়েস্থাল এর মতে :-
ক্যানসার নিচের ঠোঁটের-আর্স, অরাম, কন্ডুরাঙ্গো, কেলি-মি, কেলি-সা, ক্রিয়ো, ল্যাকে, লাইকো, সিপিয়া, সাইলি ।
ডাঃ জে.এইচ. ক্লার্ক এর মতে :-
এন্টি-মি, হাইড্রাস, লাইকো, ট্যাবে।
ডাঃ নারের মতে :-
ঠোঁটের ক্যানসার-আর্স, অরাম-মেট, সিকুটা, সিস্টাস, কোনি, কন্ডুরাঙ্গো, কেলি-মিউ, কেলি-সালফ, ক্রিয়োজোট, ল্যাকে, লাইকো, ফাইটো, সিপি, সাইলি ।
ক্যানসার পিউপাস :- এ্যাপারি, এলু, অন্টিম-ক্রু, আর্স, আর্স- আনো, অরাম, ব্যারা-কার্য, বেল, ক্যালক, ক্যাল-আর্স, কোনি, ফস, কার্বো=ভেজ, কার্ব-এসি, কার্ব-সালফ, কষ্টি, সিকুটা, সস্টিাস, কন্ডুরাগঙ্গো, গ্রাফা, হিপার, হাইড্রাস, হাইড্রো- কোটাইল, কেটাইল,কেলি-বাই, কেলি-কার্ব, কেলি -মিউ, ক্রিয়ো, মার্ক-আয়োড, রুব্রাম, নাই-এসি, গুলিজেক, ফাইটোলেক্কা, রাস, স্যাবােইনা, সিপি, সাইলি, স্পাঞ্জিয়া, স্ট্যাফি, সালফ, থুজ, ইউরেনিয়াম-নাই, কার্ব- এনি।
আর্সেনিক :- নিচের ঠোঁটের ক্যানসার, মুখমন্ডলের চামড়ায় ক্যানসারের বর্ধন, তারা তারি ক্ষতে পরিনত, পাতলা রক্ত, অপ্রীতিকর স্থরন। তীক্ষ্ণ জাপা, বেদনা এবং ঠান্ডা বাতাসে অত্যন্ত সাবেদনশীল। ডান পার্শ্বে ম্যাক্সিপারী-ভেইনে প্রচন্ড ব্যাথা। যখন পানি পান করে ডিগবাজীর মত কামড়ায়। ঠোঁটে ক্ষত এবং মুখে ঘা, সংকোচন, কম্পন অথবা ঝাকুনী উপরে কোঁটের পাশে বিশেষ করে ঘুমাবার সময়। (টি, এস, লায়ার)।
ঠোঁটের এপিথেপিতমা আর্সেনিক আরোগ্য করে। অনেক ক্যানসার রোগে ইহা ব্যবহৃত হয় জুত ও শক্তিতে। যখন আর্সেনিক এর সাবজেক্টটিভ পক্ষপ পাওয়া যায় তখন শক্তিতে ব্যবহৃত হলে আরোগ্য হয়। নিম্ন শক্তিতে আরও ভাল আরোগ্য করে যখন হোমিও পক্ষপ মিলে। এ নিম্ন শক্তি সরাসরি ক্যানসারের টিস্যুর উপর কাজ করে। কাঁটে নীলাভ, কালো, শুকगा এবং জगন্ত বেদনাতে। (ক্লার্ক)।
আর্সেনিক-আয়োডেটাম :- ঠোঁটের এপিথেলিওমাতে এটা ব্যবহার হয়। (বরিক)।
অরাম মেটালিকাম :- স্কিরাস জাতীয় শক্ত ক্যানসার নিচের ঠোঁটে, বেদনাযুক্ত, ফুলা সাব-ম্যাক্সীলারী গ্লান্ড। (টি, এস, লায়ার)।
প্যালেটে দুষ্ট ঘা, মানসিক দুরাবস্থা, আত্ম হত্যার মেজাজ, সবুজাব পূজ, চুলকানি, পচন, রাত্রে এবং সকালে অধিকতর মন্দ অবস্থা ঠান্ডায় ও বিশ্রামে বাড়ে। গরমে, চলাফেরায় ও হাটলে উপশম (লিলিয়েন্থাল)।
বেঞ্জোইকাম-এসিডাম :- মুখের বাম পার্শ্বে ঘা জাতীয় টিউমার, চোয়ালের নরম কমিসারে এবং শেষ মোলারের পিছনে। (ক্লার্ক)।
কষ্টিকাম :- স্কিরাস ক্যানসার, ঠোঁটে চুলকানি, ক্ষত, যখন ঘায়ে পরিনত হয় তখন তীব্র জলন্ত বেদনা, রক্তাক্ত পূজ অথবা সবুজাভ অথবা ক্ষারকীয় অথবা পাতলা পানিযুক্ত হলুদ রং (লিলিয়েন্থাল)।
সিষ্টাস (Cistus) :- ক্যানসার উন্মুক্ত এবং রক্তক্ষরণ মুখমন্ডলে । (বরিক)।
নিচের ঠোঁটের উন্মুক্ত ক্যানসার রক্ত ক্ষরণসহ । (ক্লার্ক)।
রক্তক্ষরন ক্যানসার নিচের ঠোঁট, লিউপাস পরিব্যপ্ত মুখমন্ডলে নাকে ও মুখের মধ্যে । (লিলিয়েন্থাল)
কন্ডুরাঙ্গো :- নিচের ঠোঁটের ক্যানসার। উন্মুক্ত ক্যানসারের ঘায়ে এটি অত্যাধিক ফলদায়ক, এটি কঠোর বেদনা প্রশমিত করে। ঠোঁটের কার্সিনোমা, অপরিস্কৃত এবং সাইনাসের ঘা-যার চারিপার্শ্বে শক্ত এবং ফোলা, জ্বালাকর যন্ত্রনা, ঠোঁট উল্টানো, বেদনা যুক্ত ফাটল মুখের কোনে। চিবুকের ঘা, মাড়ি ছিদ্র, চিবুকের লাম্পস এবং জিহ্বার ক্যানসার। (টি,এস,লায়ার)।
ইউপিওনাম (Eupionum) :- ডানপার্শ্বের গালের নিচের অংশে ভিতরের দিকে একটি শক্ত নডুল বা গোটা মটর দানার মত, উপরের ঠোঁট ফাটা এবং বেদনা যুক্ত যদি কাঁচা হয়। গলা ও এটি শুকনা যদিও তৃষ্ণা হীন । (ক্লার্ক)।
হেক্লা-লাভা (Hecla-lava) :- চোয়ালে শক্ত অস্তির মত টিউমার এ, এটা ব্যবহার হয়। ৬x তিন চার বার দিনে দিতে হয়। ডাঃ চুগা)।
ল্যাকেসিস (Lachesis) :- নিচের ঠোঁটের ক্যানসার, শুকনা, কি (cracked) রক্ত পাত হয় (টি.এস.লায়ার)।
লাইকোপোডিয়াম (Lycopodium) :- নিচের ঠোঁটের ক্যানসার, নিচের ঠোঁট ফোলা বড় ক্ষত সহ ভারমিলিয়ন বর্ডারের উপর, এই ক্ষতের চারিদিকে লাল সিঁদুরের মত। (টি.এস.লায়ার)।
কেলি-ক্লোরেটাম (Kali-chloratum) :- ক্যানসার এরিস। জিহ্বার মাঝ খানে সাদা। জিহ্বার পাশে আরা আরি মা। জিহ্বা ঠান্ডা, গলা জড়ির মত। জিহ্বার উপর দহন বা জ্বালা। মুখের এবং গলার মিউকাস সংস্কারক (Tanned) চামরার মত দেখতে। জিহ্বার স্থান জলন্ত, ক্ষার যেমন তুতে, লবনাক্ত, টক ও তিক্ত। কাশিতে কফ্ উঠলে উপশম। তিতা স্থান যুক্ত ঠাণ্ডা জিহ্বা (ক্লার্ক)।
মারকিউরাস-করোসিভাস (Murcurius Corrosivus) :- ক্যানসার এরিস। গাল ও মুখমণ্ডল ফোলা, শক্ত, উজ্জ্বল লাল, ফলমলে, দাগ, মোচরানো মুখায়র। রক্ত শূন্য বিকৃত মুখ। পোসোপ্যালজিয়া, কদাকার, চোয়ালে। দিনে উপশম রাহে অধিকতর খারাপ অবস্থা এবং বিকাল ৪টা থেকে রাত ১০ টা। সাথী ছাড়া উৎকণ্ঠিত বোধ করে। এক্রোমেটাস মোষে লিং মুখমণ্ডল। ঠোঁট আধারী লাল, ফোলা এবং কোমল। জিহ্বা সাদাটে এবং সংকুচিত। জিহ্বার সাদা শ্লেষ্মাযুক্ত প্রলেপ এবং পাল পেপিলি যুদ্ধ। মুখ শুদ্ধ, জনির্বানীয় তৃষ্ণা। মুখে এবং মাড়িতে জ্বালা। দূর্গন্ধ যুক্ত বিশ্বাস। পাকস্থলী থেকে আঠালো পদার্থ বেড় হয়। ফোলা জিহ্বা সহ গালা পরে।
মারকিউরিয়াস-সুলুবিলিস (Murcurius Solubilis):- ক্যানসার এরিস। মুখ মন্ডপ গুদ বর্ণের বা তামার রং এর। চোখের চারিপাশে নীলাভ লাল রং। দাঁতে যন্ত্রনা সহ মুখ ফোলা । ঠোঁট শুষ্ক, কর্কস, কালচে । মুগের কোন কাটা, যন্ত্রনাযুক্ত, যা যুক্ত ঠোঁট এবং মুখের কোনে জ্বালা, ফোস্কা, ক্ষত এবং এ্যাপথাই মুখের মধ্যে। স্যালাইভারী ডাকট অরিফিলের ঘা হইতে দূর্গন্ধযুক্ত অতিরিক্ত পাপা যাব। জিহ্বা সাদা মোটা শ্লেষ্মা যুক্ত প্ৰলেপ সহ। জিহ্বায় নালী ঘা। তাড়াতাড়ি এবং তোতলায়ে কথা বলা। কথা বলতে পারেনা এবং স্বর অঙ্গ। অন্ধকার ভবিষ্যৎ ভেবে কান্নাকাটি করে। অত্যন্ত নিঃশেষিত অনুভব করে। ঘুমাতে পারেনা। ভাল ক্ষুধা এবং বিয়ার এর জন্য তৃষ্ণা। শিশুদের জিহ্বায় চামড়া ছারানো দ্বীপের মত জ্যাবরা দাগ তীব্র আকাঙ্খা চর্বির জন্য ।
ফসফরিকাম- এসিডাম (Phosphoricum acidum):- ক্যানসারাস ওরিফিস। সাধারণতঃ সিফিলিটিক শিশুদের হামের পরে। (টি, এস, লায়ার) কেপি-মিউরেটিকাম
কেলি-মিউরেটিকাম (Kali-Muriaticum) :- ঠোঁটে এপিথেলিওমা। মুখে নালী ঘা, গাল ছিদ্র হওয়া এবং মূলদেশে ক্যানসার হওয়ার আশঙ্কা বা সংঙ্কেত। তীব্র দুর্গন্ধ যুক্ত ক্ষত হইতে রস ক্ষরণ। শুকনা বা কৃষ মানুষের শরীরে দুর্বলতা। (লিলিয়েস্থাল)।
ফাইটোলেক্কা (Phytolecca):- ঠোঁটে ক্যানসারের ক্ষত। মুখমণ্ডল বিবর্ণ, অন্ধকারাচ্ছন্ন, হিপোক্রেটিক, মোচরানো নির্বোধ প্রকৃতির। কপালে ঠাণ্ডা ধর্ম। উপরের ঠোঁটে উদ্ভেদ। শক্তি- ১X, 20থকে উচ্চতর। (ক্লার্ক)।
সিপিয়া (Sepia) :- নিচের ঠোঁটে ক্যানসার। তরুনাস্থির মত দেখতে শক্ত মত টিউবারকেল, কোন কোন সময় রক্ত স্রাব হয় এবং কিরামের মত দেখতে। অনেকখানি চওরা মূলসহ। নিচের ঠোঁটে খেলিয়ান ক্যানসার। জ্বালা যন্ত্রনা, সূচ ফোটানো বা কাঠের জেলা বিদ্ধ করনের মত ব্যাথা অথবা ঘা যা বড়, মোটা মাথারী দিয়ে ঢাকা। মামরীর নিচে ক্ষতকারী রস চুবাইয়া পরে। মুখের ও দেহের বর্ণ হলদে মাটির মত। শক্তি ৩০, ২০০ থেকে উচ্চতর। (টি, এস, লায়ার)।
ঠোঁটের উপর এপিথেলিয়াল ক্যানসারে সিপিয়া দিতে বলেন যেখানে পুনঃ পুনঃ রক্তপাত হয় এবং অনেক মূলদেশে পরিব্যাপ্ত। জ্বালা যন্ত্রনা, সূচ ফুটানো বা গাছের চেলা বিদ্ধ করনের মত ব্যাথা। (ডাঃ চূগা)।
সাইলিসিয়া (Silicea) :- নিচের ঠোঁটের ক্যানসার। স্কিরাস জাতীয় শক্ত ফোনা উপরের ঠোঁটে এবং মুখমন্ডলে। নিচের ঠোঁটের ক্যানসার। যা ভাষা ভাষা, চর্বী মাখান রং এর মত। তীব্র যন্ত্রনাদায়ক বেদনা । (টি, এস, লায়ার)।
স্কিরাস জাতীয় শক্ত ফোলা মুখমন্ডলে এবং উপরের ঠোঁটে। মূখমন্ডল জিরা এবং র্যাগডস্। ঠোঁটে ঘা এবং কমিসারস। সাব- ম্যাক্সিলারী গ্লান্ড ফোলা, স্পর্শে বেদনা এবং ইনডুরেশন । (ক্লার্ক)।
উপরের ঠোঁটে এবং মুখমন্ডলে স্কিরাস জাতীয় শক্ত ফোলা। করাতের ন্যায় কাঁটা কাঁটা ঘা, চর্বী মাখান রং। গাল চুলকানো এবং ছিদ্র হওয়ার আশঙ্খা, চারিপাশ শক্ত। আক্রান্ত गा খুব চুলকানি। (লিলিযেস্থাল)।
সালফার (Sulpher) :- এটি গলার এবং মুখের ক্যানসারে প্রসিদ্ধ ফলাফল দেয়। (ক্লার্ক)।
ষ্ট্যাফিসেগ্রিয়া (Staphysagria):- ঠোঁট ঘায়ে পূর্ন, মামরী পূর্ণ, জ্বালাকর ব্যাথা, সহ। গালের ভিতরে ব্যাথা সহ আঁচিল বা অস্বাভাবিক মাংসপিন্ড। শরীর দুর্বল, সিফিলিস এবং পারদের অতি ব্যবহার। (ক্লার্ক)।
ট্যাবেকাম (Tabacum) :- ঠোঁটের ক্যানসার। ঠোঁট শুকনা, জ্বালা অমসৃন এবং চিরা। এপিথেলিওমা ঠোঁটের। ঠোঁটের কমিসারসে উদ্ভেদ। ছুরি দিয়ে কাটার মত বেদনা ম্যাক্সিলারী জয়েন্টে যখন হাসে। (ক্লার্ক)।
খুজা অক্সিডেন্ট (Thuja-oxident) :- উপরের ঠোঁট মোটা, মটর দানার মত টিউমার প্যারাংকাইমার মধ্যে, ঠান্ডায় বৃদ্ধি । ঠোঁট বিবর্ণ, ফোলা ছাল উঠানো (Peeling). (ক্লার্ক)।
জিঙ্কাম (Zincum) :- শরীরের যে কোন জায়গায় স্কিরাস জাতীয় শক্ত ক্যানসার। সীসা বর্ণের মুখমন্ডল। ডান গালে স্কিরাস এবং ঠোঁটে স্কিরাস জাতীয় শক্ত ক্যানসার। মুখের কোন ফাটা হলদে রং এর (লিলিয়েন্থাল)।
এন্টিমোনিয়াম ক্লোরাইড (Antimonium-Chloride) :- ইহা ক্যানসার পীড়ার ঔষধ, রোগী অত্যন্ত দুর্বল হইয়া পড়ে, শরীরের তাপের হ্রাস হয়। কোন ক্ষতের মিউকাস-মেব্রেন ধ্বংস এবং তৎসহ রোগী হিমাঙ্গের মত হইলে, ও অত্যন্ত নিস্তেজ হইয়া পড়িলে ইহা প্রযোজ্য। ক্রম- ৩x বিচূর্ন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।