বায়োকেমি রেপার্টরী।
ডাঃ আবু হোসেন রসকার।
মুখমণ্ডলে ব্যথা—ক্যালকেরিয়া সালফ, কেলি মিউর, সাইলিসিয়া, কেলি সালফ ।
মুখমণ্ডলে ব্যথা, কুইনাইন সেবনের পর স্নায়বিক ব্যথা—নেট্রাম মিউর ।
মুখমণ্ডলে ব্যথা রাত্রে বৃদ্ধি পায়—ক্যালকেরিয়া ফস ।
নীচের মাড়ির দাঁতে ক্ষয়—সাইলিসিয়া ।
মুখমণ্ডল নীলাভ—নেট্রাম ফস ।
মুখমণ্ডলে ফুস্কুড়ি— নেট্রাম ফস ।
মুখমণ্ডলে রক্তহীনতার ভাব—ক্যালকেরিয়া ফস ।
মুখমণ্ডল রক্তিম, দেখিতে বিকৃত—কেলি সালফ ।
মুখমণ্ডল রক্তাভ—নেট্রাম ফস, কেলি ফস, ফেরাম ফস।
হঠাৎ মুখমণ্ডলে রক্ত উচ্ছ্বাস—ফেরাম ফস ।
মুখমণ্ডল ফোস্কাবৃত—–নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।
মুখমণ্ডলে জ্বালাপোড়া ভাব—কেলি ফস ।
মুখমণ্ডলে উদ্ভেদ—ক্যালকেরিয়া সালফ ।
মুখমণ্ডল মাটির ন্যায় বর্ণ–ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, সাইলিসিয়া ।
অপরিষ্কার মুখমণ্ডল—ক্যালকেরিয়া ফস ।
আকুঞ্চিত পাণ্ডুর বর্ণ মুখ—কেলি ফস ।
মুখমণ্ডলের পেশীর শক্তিহীনতা—কেলি ফস ।
চিবুক বেদনাময়—ক্যালকেরিয়া সালফ, কেলি মিউর ।
চিবুক ভীষণ শক্ত—ক্যালকেরিয়া ফ্লোর ।
মুখমণ্ডল সবুজাভ সাদা—ক্যালকেরিয়া ফস।
গালে শক্ত স্ফীতি—ক্যালকেরিয়া ফ্লোরিকা।
গরম ঘরে মুখমণ্ডলের ব্যথা বাড়ে—কেলি সালফ ।
মুখমণ্ডলে হার্পটিক জাতীয় উদ্ভেদ—ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর ।
গাল দুইটি গরম—ফেরাম ফস।
প্রদাহজনিত মুখমণ্ডলের স্নায়ুশূল—ফেরাম ফস।
মুখমণ্ডলে চুলকানি—নেট্রাম মিউর, কেলি ফস ।
মুখমণ্ডল দেখিতে সীসার মত—নেট্রাম মিউর ।
ঠোঁটের উপর দীর্ঘদিনের বেদনাহীন ক্ষত–ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম মিউর ।
নিম্ন ঠোঁট স্ফীত—কেলি সালফ ।
উপরের ঠোঁট স্ফীত—ক্যালকেরিয়া ফস ।
ঠোঁটে টিউমার—সাইলিসিয়া ।
ঠোঁটের চামড়া উঠে—কেলি ফস, কেলি সালফ ।
মুখমণ্ডলের উপর লাম্পস্—সাইলেসিয়া ।
মুখমণ্ডলে লোহিতাভা—নেট্রাম ফস, ফেরাম ফস, কেলি ফস।
রোগীর ক্ষত মুখ—কেলি ফস, ক্যালকেরিয়া ফস।
মুখমণ্ডলের চামড়া ফাটিয়া যাওয়া—সাইলিসিয়া ।
গালে ক্ষত–ফেরাম ফস।
মুখ বসিয়া যাওয়া— কেলি ফস ।
মুখমণ্ডলের ব্যথা যখন শরীরে ঠাণ্ডা লাগে—ম্যাগনেসিয়া ফস ।
দক্ষিণদিকের মুখমণ্ডলে ব্যথা—ম্যাগনেসিয়া ফস ।
বিছানায় শুইয়া থাকিলে মুখমণ্ডলে ব্যথা—ম্যাগনেসিয়া ফস ।
গরম ঘরে মুখমণ্ডলের ব্যথা বৃদ্ধি—কেলি সালফ ।
সঞ্চালনে মুখমণ্ডলের ব্যথা বৃদ্ধি—ফেরাম ফস।
ঠাণ্ডায় মুখমণ্ডলের ব্যথার উপশম—কেলি সালফ ।
ঠাণ্ডা হাওয়ায় উপশম—কেলি ফস ।
গরমে উপশম—ম্যাগনেসিয়া ফস, সাইলিসিয়া ।
মুখমণ্ডলের স্নায়শূল—কেলি মিউর, ম্যাগনেসিয়া ফস ।
কোষ্ঠকাঠিন্য সহ মুখমণ্ডলে ব্যথা—নেট্রাম মিউর ।
মুখমণ্ডল স্ফীত এবং বেদনার ভাব—কেলি মিউর ।
মুখমণ্ডল পিংগলবর্ণ—কেলি ফস, নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।
খাওয়ার সময় মুখমণ্ডলে ঘাম—নেট্রাম ফস, কেলি ফস ।
খাওয়ার সময় মুখমণ্ডলে ঠাণ্ডা ঘাম—ক্যালকেরিয়া ফস।
মুখমণ্ডলের স্ফীতি—কেলি মিউর ।
মুখমণ্ডলে ফোস্কা—নেট্রাম সালফ ।
মুখমণ্ডল মোমের ন্যায় সাদা—ক্যালকেরিয়া ফস ।
মুখমণ্ডল হলুদবর্ণ–ক্যালকেরিয়া ফস, নেট্রাম সালফ, কেলি ফস ।
মুখমণ্ডল ফাটা ফাটা—সাইলিসিয়া ।
মুখমণ্ডল ক্ষুদ্র পিণ্ডবৎ স্ফীতি—সাইলিসিয়া ।
ঠোঁটের উপর অর্বুদ—সাইলিসিয়া ।
উর্ধ ঠোঁটের স্ফীতি ও বেদনা—ক্যালকেরিয়া ফস।
মুখমণ্ডলে পূঁজময় উদ্ভেদ – ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ।
মুখমণ্ডলে বাতের পীড়া—ক্যালকেরিয়া ফস ।
মুখমণ্ডলে দপদপানি বেদনা—ফেরাম ফস ।
কপালে উদ্ভেদ ও ব্রণ—নেট্রাম মিউর ।
মুখ চোখ বসিয়া যাওয়া—কেলি ফস ।
গালের উপর উদ্ভেদ এবং পূজময় ভাব—ক্যালকেরিয়া সালফ ।
উপরের ম্যাজিলারী (হনু) হাড়ের ব্যথা—ক্যালকেরিয়া ফস ।
গাল ফোলা—কেলি মিউর ।
প্যারোটিড গ্রন্থিস্ফীতি এবং শক্ত—ক্যালকেরিয়া ফস ।
সাব ম্যাজিলারী গ্রন্থি স্ফীতি ও শক্ত—ক্যালকেরিয়া ফস।
উপরের ঠোঁট স্ফীত ও শক্ত—ক্যালকেরিয়া ফস।
সাইকোসিস রোগীর মুখমণ্ডলের পীড়া—নেট্রাম মিউর, সাইলিসিয়া ।
মুখমণ্ডলের দাড়ি গোঁফের চুল পড়িয়া যাওয়া—নেট্রাম মিউর ।
নাকের চারিদিকে সাদা হইয়া যাওয়া—নেট্রাম ফস ।
মুখমণ্ডলের উপর যেন পিঁপড়া হাঁটিতেছে—ক্যালকেরিয়া ফস ।
মুখমণ্ডলে বাতের বেদনা—ক্যালকেরিয়া ফস।
স্নায়বিক দুর্বলতার জন্য মুখমণ্ডলে ব্যথা—নেট্রাম ফস ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।