বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

মাসুখ–MASUKH মাথাব্যথা ও মাইগ্রেনের চিকিৎসায় কার্যকরী

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
মাসুখ–MASUKH
মাসুখ–MASUKH

মাসুখ – MASUKH মাথাব্যথা ও মাইগ্রেনের চিকিৎসায় কার্যকরী।

ক্যাটাগরি : মাইগ্রেন ও মাথাব্যথা নিবারক (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবারণ দেখুন

মাসুখ (MASUKH) ছুদা।

ক্যার্যকারিতা : মাথাব্যথা ও মাইগ্রেনের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী

প্রস্তুত প্রণালী : মাসুখ মূল্যবান প্রাকৃতিক উপাদান যেমন- উসতূখূদূস, ধনিয়া, গোলমরিচ এর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা :  মাসুখ (MASUKH) ঔষধটি  শ্লেষ্মা নিঃসারক, বায়ুনাশক, শান্তকারক, স্নিগ্ধকারক, স্নায়ু শক্তিবর্ধক, মস্তিষ্কের শক্তিবর্ধক, খিঁচুনীরোধক, দুশ্চিন্তা প্রশমক, ব্যথানাশক, প্রদাহ নিবারক, অ্যান্টিঅক্সিডেন্ট ও হজমকারক হিসেবে মাসুখ (MASUKH) ঔষধটি  অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখে।

আরও পড়ুন – অ্যাডল-১ (মাথা ব্যথা ও মাইগ্রেন)

উপাদান: প্রতি ক্যাপসুলে আছে-

(1) Lavandula stoechas (উসতূখূদূস) ২৮৫.০০ মিগ্রা।

(2) Coriandrum sativum (ধনিয়া) ১৯০.০০ মিগ্রা।

(3)  Piper nigrum (গোলমরিচ) ১২.৫০ মিগ্রা।

আরও পড়ুন – এন – ১০০ (মাইগ্রেন এবং স্নায়ুশূল ড্রপস)

ঔষধটি নির্দেশনা : মাথাব্যথা (কপাল ও ভ্রুর ব্যথা), মাইগ্রেন, সাইনুসাইটিস, পেটফাঁপা ইত্যাদি।

ঔষধ সেবনবিধি : ২টি ক্যাপসুল দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

সতর্কতা : শিশুদের থেকে দুরে ও নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাকে ৫ X ৬ =৩০টি ক্যাপসুল।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev