মা’জুন মুচরস (লিকুরিন)-Ma’jun Moochras (Likurin) শ্বেতপ্রদর রোধে কার্যকরী
ক্যাটাগরি : শ্বেতপ্রদর রোধে (হামর্দদ ঔষধ)।
মা’জুন মুচরস (লিকুরিন)-Ma’jun Moochras (Likurin)
কার্যকারিতা : জরায়ুর দুর্বলতা, শ্বেত প্রদর, অনিয়মিত ঋতু স্রাব এবং তজ্জনিত শারীরিক দুর্বলতায় বিশেষ ভাবে কার্যকরী।
উপাদান : প্রতি ৫ গ্রামে আছে –
(1) Bombux Malabaricum (শিমুল) ৭২.৫ মিগ্রা।
(2) Areca Catechu (সুপারি) ৭২.৫ মিগ্রা।
(3) Bambusa arundinacea (বাঁশ) ৭২.৫ মিগ্রা।
(4) Quercus infectoria (মাফুফল) ৭২.৫ মিগ্রাভ
(5) Rasa domascena (গোলাপ ফুল) ৭২.৫ মিগ্রা।
(6) Phyllanthus emblica (আমলকি) ৭২.৫ মিগ্রা এবং অন্যান্য উপাদন পরিমাণমত।
সেবন বিধি : ১ বা ২ চা-চামচ আহারের পূর্বে প্রতিদিন ২ বার ১ মাস সেবন করুণ অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দুরে রাখুন।
সর্তকতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।
পরিবেশনা : প্লাস্টিকের কন্টেইনারে ১০০ গ্রাম।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।