রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

মাইরিষ্টিকা সেবিফেরা-Myristica Sebifera

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
মাইরিষ্টিকা সেবিফেরা-Myristica Sebifera
হোমিও বই

মাইরিষ্টিকা সেবিফেরা-Myristica Sebifera

চলতি নাম –  ব্রাজিল দেশীয় উকুবা (Brazilian Ucuba)

ডা: উইলিয়াম বরিক।

একটি শক্তিশালী পচননিবারক ঔষধ। চর্ম, কৌষিক ঝিল্লী এবং অস্থি আবরকে প্রদাহ। আঘাত হইতে বিষাক্ততা। কর্ণমুলগ্রন্থির স্ফীতি। নালী-ক্ষথ। কার্বঙ্কল। আঙ্গুলহাড়া রোগে বিশেষ উপযোগী। আঙ্গুলের নখে বেদনা, তৎসহ আঙ্গুলের অস্থির স্ফীতি। হস্তদ্বয় শক্ত, অনেকক্ষণ ধরিয়া কোন কিছু মোড়াইলে যেরুপ হয়। গলমধ্যে তামার দ্বাদ এবং জ্বালা। জিহ্বা সাদা ও ফাটা ফাটা। অতি শীঘ্র পুঁজোৎপত্তি করে এবং উহার স্থিতিকাল কামাইয়া আনে। অনেক সময় ইহার ব্যবহার অস্ত্রোপাচারের প্রয়োজন হয় না। মধ্যকর্ণের প্রদাহ, পুঁজোৎপত্তি অবস্থা। ভগন্দর। অনেক ক্ষেত্রে হিপার অথবা সাইলেসিয়া অপেক্ষা ভাল কাজ করে।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev