সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

মাইরিকা-Myrica

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
মাইগেল ল্যাসিওডোরা-Mygale Lasiodora
হোমিও বই

মাইরিকা (Myrica)

চলতি নাম – বে বেরি (May berry)

ডা: উইলিয়াম বরিক।

ন্যাবা রোগসহ যকৃৎ এবং শ্লেম্মিক ঝিল্লীর উপর বিশেষ ক্রিয়া। দীর্ঘদিন ব্যাপী নিদ্রাহীনতা। ন্যাবা রোগ।

মন : হতাশ, উত্তেজনা, প্রবণ, উদাসীন। বিষণ্ণ

মস্কক : মস্কক, ত্বক আঁটা বোধহয়। ঘুম ঘুমভাবসহ শিরঃপীড়া, চক্ষুর শ্বেত পটল হরিদ্রাবর্ণ, চক্ষুগোলকে বেদনা। মস্ককশীর্ষে ও কপালে চাপ বোধ। প্রাতে নিদ্রাভঙ্গের পর মস্ককশীর্ষে ও কপালে ভারবোধসহ কামড়ানি। গীবাদেশে বেদনা ও আড়ষ্ঠতা।

বায়ো কম্বিনেশন ২৫

মুখমণ্ডল : হলুদবর্ণ, চুলকানি ও হুলবিদ্ধবৎ জ্বালা, কোন কিছু চলিয়া বেড়ানর ন্যায় সুড়সুড়ি।

মুখগহ্বর : জিহ্বাকন্টক, তৎসহ মুখে জিস্বাদ ও বমি বমিভাব। দুশ্ছেদ্য, গাঢ় স্রাব, তৎসহ  বিবমিষা। দন্তমাড়ি কোমল, ফোঁপরা এবং রক্তস্রাবী (মার্ক)।

গলগহ্বর : অবিরত গলাধঃকরণ প্রবৃত্তিসহ সঙ্কোচন ও খসখসে ভাব। দড়ির মত শ্লোম্মা, অতিকষ্টে তুলিয়া ফেলিতে হয়।

আরও পড়ুন – শিশুর ন্যাবা বা জন্ডিস

পাকস্থলী : মুখে বিস্বাদ, বমি বমিভাব, তৎসহ দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস। সম্পুর্ণ ক্ষুধালোপ, কিন্ত উদর পুর্ণ করিয়া খাওয়ার পর পাকস্থলীতে পুর্ণতা বোধ। অম্ল দ্রব্য খাইবার প্রবল ইচ্ছা। উদরোর্ধ্ব প্রদেশে দুর্বলতা ও নিমগ্নতা বোধ, উহার ফলে বমি বমিভাব, আহারের পর বৃদ্ধি, দ্রুতপদে হাঁটিলে উপশম।

উদরগহ্বর : যকৃৎপ্রদেশে অপ্রবল বেদনা। প্রকৃত কামলা রোগ, চর্ম ব্রোঞ্জের ন্যায় হরিদ্রাবর্ণ, ক্ষুধা লোপ। পাকস্থলী ও উদরগহ্বরে পুর্নতা বোধ। মুত্র অল্প, হরিদ্রাবর্ণ ও ফেনাযুক্ত।

মল : চলিবার সময় অবিরত বাতকর্ম। মলবেগ, কিন্ত অনেকখানি বায়ু নিঃসরণ ব্যতীত আর কিছুই হয় না। পাতলা, ফ্যাকাশে, ছাইবর্ণ এবং পিত্তশূন্য মল।

মুত্রযন্ত্র : কাল, ফেনাযুক্ত, অল্প পরিমাণ, উগ্রবর্ণ ও পিত্তময় মুত্র।

আরও পড়ুন –  সিরোলন (প্রস্টেট প্রদাহ, ব্যথাযুক্ত মুত্রে কার্যকর)

নিদ্রা : সুনিদ্রা হয় না, বিশ্রী স্বপ্ন দেখিয়া, মাঝে মাঝেই জাগিয়া উঠে, অনিদ্রা।

হস্ত-পদাদি : টলমল করিয়া চেলে। ঘাড়ে এবং স্কন্ধ্যাস্থিপ্রদেশের নীচে বেদনা, ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপেশীতে ও দক্ষিণ পায়ের ডিমে বেদনা।

চর্ম : হরিদ্রাবর্ণ এবং চুলকানিযুক্ত। কামলা। পোকা চলার ন্যায় অনুভুতি।

সম্বন্ধ : তুলনীয় – টিলিয়া, কর্ণাস সারসি, চেলিডো, লেপ্টণ্ড্রা, ফ্যাগোপ।

দোষঘ্ন : ডিজি (কমলা রোগে)।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev