মাইগেল ল্যাসিওডোরা (Mygale Lasiodora)
কিউবা দেশীয় কাল মাকড়সা (Black Cuban Spider)
ডা: উইলিয়াম বরিক ।
অন্যান্য মাকড়সা বিষের ন্যায় দুর্বলতা, বুক ধড়ফড়ানি ও স্নায়বিকতা। তাণ্ডব রোগেই এই ঔষধটির আময়িক ব্যবহার। জননে্িদ্রয় লক্ষণ বিশেষভাবে মুল্যবান।
মন : প্রলাপ, অস্থিরতা, বিষণ্ণতা, মৃত্যুভয়, হতাশা।
মুখমণ্ডল : মুখমণ্ডলের পেশীর স্পন্দন। মুখগহ্বর এবং চক্ষু দ্রুত ভাবে পর পর খুলিতে থাকে। মুখমণ্ডল উত্তপ্ত ও রক্তিমাভ। জিহ্বা শুস্ক ও পোড়া, অতি কষ্টে বাহির করিতে পারে। মাথা একদিকে ঝাঁকি মারিতে থাকে। রাত্রিকালে দাঁত কড়মড় করে।
পাকস্থলী : গা বমি বমি, তৎসহ অস্পষ্ট দৃষ্টি। খাদ্যদ্রব্যে বিতৃষ্ণা অতিশয় পিপাসা।
পুং-জননেন্দ্রিয় : ভয়ানক লিঙ্গোখান, লিঙ্গোচ্ছাস (ক্যালি ব্রোম, ক্যাম্ফর)।
হস্ত-পদাদি : টলমলে চলন, সব সময়েই দেহের মধ্যে একটা গতি অনুভব করে। কম্পনশীল। লসিকাগ্রন্থিসমুহের উপর দিয়া ডোরা ডোরা লালবর্ণ দাগ। হস্ত-পদ স্পন্দিত হয়। হস্তদ্বয় অস্থির। হস্ত-পদ অনৈচ্ছিক ভাবে আক্ষিপ্ত হয়। চলিবার সময় অঙ্গ-প্রত্যাঙ্গ টানিয়া চলিতে হয়।
উপচয়, উপশম : উপশ – নিদ্রাকালে।
বদ্ধি – প্রাতে।
সম্বন্ধ : তুলনীয় – এগরিকাস, ট্যারেন্টুলা, কুপ্রাম, জিজিয়া।
মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।