শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

মস্তক, মস্তিষ্ক এবং শিরত্বক (Head, Sensorium and Scalp)

আরোগ্য হোমিও হল / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

মস্তক, মস্তিষ্ক এবং শিরত্বক (Head, Sensorium and Scalp)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

 

মস্তক, মস্তিষ্ক এবং শিরত্বক (Head, Sensorium and Scalp)

মস্তিষ্কে রক্তহীনতা—কেলিফস ।

মাথায় টাকের দাগ—কেলি সালফ, ক্যালকেরিয়া ফস ।

আনন্দস্ফুর্তিতে মাথার পীড়ার উপশম – কেলি ফস ।

হঠাৎ মাথায় রক্ত উঠা–ফেরাম ফস, নেট্রাম সালফ ।

শিরত্বকের উপর টিউমার—ক্যালকেরিয়া ফ্লোর।

মস্তিষ্কে আঘাত হেতু পীড়া—কেলি ফস ।

মনে হয় মস্তিষ্ক আল্‌ল্গা হইয়া গিয়াছে—নেট্রাম সালফ ।

মস্তিষ্কের স্ফীতি প্রথম অবস্থায়—ফেরাম ফস।

মনে হয় মস্তিষ্ক খুব নরম হইয়া গিয়াছে—কেলি ফস ।

শিশুদের মস্তিষ্ক রোগ—ম্যাগনেশিয়া ফস ।

মস্তিষ্কে ভয়ানক ব্যথা—নেট্রাম সালফ ।

মস্তিষ্কে জল সঞ্চয়—কেলি ফস ।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তিষ্কের ক্লান্তি (Brain-Fag)—ক্যালকেরিয়া ফস, কেলিফস, নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

মাথার তালুতে জ্বালা—নেট্রাম সালফ ।

মাথার যন্ত্রণা তৎসহ পিত্তযুক্ত উদরাময়—নেট্রাম সালফ ।

মাথার যন্ত্রণা তৎসহ পিত্তবমন—নেট্রাম সালফ ।

মাথার যন্ত্রণা তৎসহ কোষ্ঠকাঠিন্য—নেট্রাম মিউর ।

মাথার যন্ত্রণা তৎসহ  শূল বেদনা—নেট্রাম সালফ ।

মাথায় শীত তায় অনুভূতি—ক্যালকেরিয়া ফস ।

মাথার চাঁদি ব্যথা করে—নেট্রাম ফস, নেট্রাম সালফ ।

আরও পড়ুন – মাথার ক্যানসার

ঋতুর পর মাথা ঘোরে—নেট্রাম মিউর।

হাঁটার পর মাখা ঘোরে— নেট্রাম মিউর ।

ঋতু পরিবর্তনে মাথার যন্ত্রণা—ক্যালকেরিয়া ফস।

মাথার যন্ত্রণা তৎসহ মাথা ঠাণ্ডাবোধ—ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া।

মাথার যন্ত্রণা তৎসহ  হতাশার ভাব—কেলি ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ  ঘুম ঘুম ভাব—নেট্রাম মিউর।

মাথার যন্ত্রণা তৎসহ নিস্তেজ ভাব—ক্যালকেরিয়া ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ পেটে শূণ্যভাব—কেলি ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ গা বমি বমি করে—ক্যালকেরিয়া ফ্লোর।

মাথার যন্ত্রণা তৎসহ পেট ফাপা—ক্যালকেরিয়া ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ  স্মৃতি বিভ্রম—ক্যালকেরিয়া ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ পূর্ণতা বোধ—ক্যালকেরিয়া ফস।

মাথার যন্ত্রণা তৎসহ  খিটখিটে ভাব—কেলি ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ  দৃষ্টিশক্তির অভাব— ম্যাগনেসিয়া ফস।

আরও পড়ুন – আর ১৮৭ (মাথা ব্যথা ড্রপস)

মাথার যন্ত্রণা তৎসহ  চোখ রক্তিম—ফেরাম ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ  দপ দপ করিয়া ব্যথা—ফেরাম ফস, সাইলিসিয়া ।

মাথার যন্ত্রণা তৎসহ  মাথা ঘোরে—ফেরাম ফস, নেট্রাম ফস, কেলি ফস, সাইলিসিয়া।

মাথার যন্ত্রণা তৎসহ কোঁথানি—কেলি ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ মূৰ্চ্ছাভাব—ক্যালকেরিয়া ফ্লোর।

অম্ল হওয়া—নেট্রাম ফস ।

মাথার যন্ত্রণা ঠাণ্ডায় বৃদ্ধি—ক্যালকেরিয়া ফস ।

মাথার যন্ত্রণা সঞ্চালনে বৃদ্ধি—সাইলিসিয়া ।

মাথার যন্ত্রণা গরমে বৃদ্ধি—ক্যালকেরিয়া ফস।

মাথার যন্ত্রণা  আলোতে বৃদ্ধি—সাইলিসিয়া ।

মাথার যন্ত্রণা মানসিক পরিশ্রমে বৃদ্ধি—ক্যালকেরিয়া ফস, ম্যাগনেসিয়া ফস, সাইলিসিয়া ।

মাথার যন্ত্রণা গরম ঘরে বৃদ্ধি—কেলি ফস ।

মাথার যন্ত্রণা  এপাশ ওপাশ করিলে বৃদ্ধি— কেলি সালফ ।

মাথার যন্ত্রণা  আনন্দে উপশম—কেলি ফস ।

মাথার যন্ত্রণা ঠাণ্ডায় উপশম—ফেরাম ফস।

আরও পড়ুন – অ্যাডল-১ (মাথা ব্যথা ও মাইগ্রেন)

মাথার যন্ত্রণা ঠাণ্ডা হাওয়ায় উপশম—কেলি সালফ ।

মাথার যন্ত্রণা  খাবার পর উপশম—কেলি ফস ।

মাথার যন্ত্রণা  উত্তাপে উপশম—ম্যাগনেসিয়া ফস, সাইলিসিয়া।

মাথার যন্ত্রণা নাক হইতে রক্তপাতে উপশম—ফেরাম ফস।

মাথার যন্ত্রণা মাথা ঢাকিয়া রাখিলে উপশম—সাইলিসিয়া ।

মাথার যন্ত্রণা উপর হইতে নীচের দিকে—ক্যালকেরিয়া ফস ।

সম্মুখ দিকের মস্তিষ্কের বেদনা—নেট্রাম ফস ।

মাথায় হাতুড়ি পেটার ন্যায় যন্ত্রণা—নেট্রাম মিউর, ফেরাম ফস।

অনিয়মিত মাথার যন্ত্রণা—ম্যাগনেসিয়া ফস ।

স্নায়বিক দুর্বলতার জন্য মাথার যন্ত্রণা—কেলি ফস, ম্যাগনেসিয়া ফস, নেট্রাম ফস ।

গণ্ডমালা গ্রস্ত ব্যক্তির মাথার যন্ত্রণা—সাইলিসিয়া ।

পশ্চাত মস্তকে যন্ত্রণা—কেলি ফস, ম্যাগনেশিয়া ফস, নেট্রাম ফস, সাইলিসিয়া, কেলি সালফ ।

শিশুদের মাথায় যন্ত্রণা—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস।

স্কুলের বালকদের মাথায় যন্ত্রণা—কেলি ফস, ম্যাগনেসিয়া ফস ।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১২ (মাথাব্যথা ও নিদ্রাহীনতা)

বালিকাদের মাথায় যন্ত্রণা—ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর।

মাথার যন্ত্রণা তৎসহ প্রচুর চোখের জল— নেট্রাম মিউর ।

মাথার যন্ত্রণার স্থান পরিবর্তন—কেলি সালফ, ম্যাগনেসিয়া ফস ।

গুলিবিদ্ধের মত যন্ত্রণা—ম্যাগনেসিয়া ফস ।

মাথার যন্ত্রণা তৎসহ নিদ্রাহীনতা— ফেরাম ফস, কেলি ফস ।

মাথা স্পর্শ করিলেই যন্ত্রণা—ফেরাম ফস।

মাথার যন্ত্রণা তৎসহ চোখের সম্মুখে অগ্নিস্ফুলিংগ—ম্যাগনেসিয়া ফস ।

মাসিক ঋতুর পরে মাথার যন্ত্রণা—নেট্রাম মিউর ।

মাথার যন্ত্রণা তৎসহ বমি—কেলি মিউর ।

মাথার যন্ত্রণা তৎসহ আঁঠাল বমি— নেট্রাম ফস ।

মাথার যন্ত্রণা তরল স্বচ্ছ বমি—ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর ।

মাথার যন্ত্রণা বমির সংগে অজীর্ণ দ্রব্য—ফেরাম ফস ।

মাথার যন্ত্রণা সাদা শ্লেষ্মার মত বমি—কেলি মিউর ।

মাথার যন্ত্রণা হাই তোলা—কেলি ফস ।

সকালে ঘুম হইতে উঠিলেই মাথার যন্ত্রণা—নেট্রাম ফস ।

থাকিয়া থাকিয়া মাথায় যন্ত্রণা—ম্যাগনেসিয়া ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev