ভ্যাদাল ব্যথা
যৌনি পুরাতন পীড়া
হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা
ডা: জে. এন. পাত্র
ডি. এম. এস (কলকাতা ) ও
ডা: আর. এন. চন্দ্র
এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।
(১) সমস্যা : ভ্যাদাল ব্যথা, রোগিণী উগ্র ভাবাপন্ন।
সাধান : এই সমস্যায় সেবন করতে দিন ক্যামোমিলা ৬। দিনে ৩ বার সেব্য।
(২) সমস্যা : ভ্যাদাল ব্যথা, রক্তস্রাব হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্নিকা ৬। দিনে ৩/৪ বার সেব্য।
(৩) সমস্যা : ভ্যাদান ব্যথা, নম্র ও ধীর স্বভাবের রোগিণী।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পালসেটিলা ৬। দিনে ৩/৪ বার সেব্য।
(৪) সমস্যা : যে-সব রমণী অনেক সন্তানের জননী তাদের ভ্যাঁদাল ব্যথা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যুপ্রম-মেট ৩০। দিনে ৩ বার সেব্য।
(৫) সমস্যা : সকল প্রকার ভ্যাদাল ব্যথা।
সমাধান : এক্ষেত্রে সেবন করতে দিন সিকেলি-কর ৬। ২ ঘন্টা অন্তর সেব্য।
প্রসব বেদনা
(১) সমস্যা : অনিয়মিত বেদনা, বেদনার জোর না থাকায় জরায়ুর মুখ খোলে না।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পালসেটিলা ৬। ২ ঘন্টা অন্তর সেব্য।
(২) সমস্যা : অত্যন্ত বেদনা, রোগিণী ভয়ে কাঁদে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কফিয়া ৬। ১ ঘন্টা পর পর সেব্য।
(৩) সমস্যা : জরায়ুর মুখ শক্ত হয়ে থাকে, বেদনা ক্ষীণপ্রকারের, চিনচিনে ব্যথা ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলোফাইলম ৬। ২ ঘন্টার অন্তর সেব্য।
(৪) সমস্যা : প্রসবের ৩ মাস আগে থেকে কৃত্রিম প্রসব বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন মিচেলা ২০০। প্রতিদিন রাত্রে ১ বার করে সেব্য।
(৫) সমস্যা : বেদনা অনেকক্ষণ ধরে চললেও জরায়ুর মুখ খোলে না।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিকেলি-কর । ২ ঘন্টা অন্তর সেব্য।
(৬) সমস্যা : জরায়ুর মুখ শক্ত, বেদনা হঠাৎ খুব জোরে আসে ও হঠাৎ থেমে যায়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য ।
(৭) সমস্যা : উড়ো বেদনা ৷
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলোফাইলম ৬ বা ৩০। ২/৩ ঘন্টা অন্তর সেব্য ।
(৭) সমস্যা : জরায়ু মুখ খোলে না, জরায়ু ফোলাভাব ও নরম মনে হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন জেলসিমিয়াম ৬। ২ ঘন্টা অন্তর সেব্য।
প্রসবান্তিক স্রাব
(১) সমস্যা : প্রচুর পরিমাণে ক্লেদস্রাব হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ট্রিলিয়াম ৩০। দিনে ৩ বার সেব্য।
(২) সমস্যা : টকটকে লাল বর্ণের রক্ত, অধিক দিন ধরে নির্গত হতে থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যাবাইনা ৬। দিনে ৩/৪ বার সেব্য ।
(৩) সমস্যা : দুর্গন্ধযুক্ত স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিকেলি-কর ৬। দিনে ৩ বার সেব্য ।
(৪) সমস্যা : ভয়ানক দুর্গন্ধযুক্ত স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পাইরোজেন ৬। দিনে ৩ বার সেব্য ।
(৫) সমস্যা : স্রাব হঠাৎ বন্ধ হয়ে যায় ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ২০০। দিনে ২ বার সেব্য।
সূতিকা পীড়া
(১) সমস্যা : পেটে তীব্র বেদনা, অত্যন্ত পেট কাঁপে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলোসিন্থ ৬ বা ৩০। দিনে ৩ বার সেব্য।
(২) সমস্যা : পীড়ার প্রথম অবস্থায় প্রবল জ্বর, শীত ও কম্পন, গা শুকনো, ভয়ানক পিপাসা থাকে, নাড়ী দ্রুত ও কঠিন, জরায়ুতে বেদনা ৷
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ৬। দিনে ৩ বার সেব্য।
(৩) সমাস্যা : প্রচণ্ড কম্পন, খেঁচুনি থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ভিরেট্রাম-ভিরিডি ৬। দিনে ৩ বার সেব্য ।
(৪) সমস্যা : পেটে ভয়ানক বেদনা, নিদ্রা থেকে জাগরিত হলে বেদনার বৃদ্ধি।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ল্যাকেসিস ৬। দিনে ৩ বার সেব্য।
(৫) সমস্যা : পেটে কাটাছেঁড়ার মতো বেদনা, ভয়ানক পিপাসা থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন মার্ক-কর ৬। দিনে ৩ বার সেব্য।
(৬) সমস্যা : জরায়ুতে প্রদাহ, নিম্নাঙ্গে অবসন্নকর বেদনা, দুর্গন্ধ স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন রাস-টক্স ২০০। দিনে ২ বার সেব্য।
(৭) সমস্যা : প্রবল জ্বর, হাত-পা বরফের মতো ঠাণ্ডা, হাড়ে বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্নিকা ৬। দিনে ৪ বার সেব্য।
(৮) সমস্যা : সূতিকা পীড়ায় জরায়ু বিশেষভাবে আক্রান্ত হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স-ভম ৬ বা ৩০। দিনে ৩ বার সেব্য।
(৯) সমস্যা : সূতিকা পীড়া, ভয়ানক দুর্গন্ধ স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পাইরোজেন ৬। দিনে ৩ বার সেব্য।
(১০) সমস্যা : জ্বরের সঙ্গে তৃষ্ণা-প্রচুর জলপান করে, নিঃশ্বাসে দুর্গন্ধ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্নিকা ৩০। দিনে ৩ বার সেব্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।