বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ব্রোলাক্স কফ সিরাপ (নতুন-পুরাতন কাঁশি ও ব্রংকাইটিস)

আরোগ্য হোমিও হল / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ২:৪৭ অপরাহ্ন
ব্রোলাক্স কফ সিরাপ (নতুন-পুরাতন কাঁশি ও ব্রংকাইটিস)

Brolax Cough Syrup (ব্রোলাক্স কফ সিরাপ)

Soothes and Relieves Bronchial Spasm and congestion

নতুন ও পুরাতন কাঁশি-বায়ুনালীর প্রদাহ (ব্রংকাইটিস) ও কফ নিঃসারক।

কার্যকারিতা : তরুণ এবং পুরতান কাাঁশ, বায়ুনালীর প্রদাহ (ব্রংকাইটিস), হুফিং কফ, এ্যাজমা, ধুপানকারীদে কাঁশি, হাঁপানি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা শ্বাস নিতে কষ্ট, শুস্ক ও কফযুক্ত কাঁশি, কাঁশির ধমকে দমবন্ধ হয়ে যায়, ক্রফ কফ, সর্দি, বায়ুনালী সংক্রান্ত প্রদাহ এবং কফ নিঃসারক হিসাবে ব্রোলাক্স কফ সিরাপ বেশ কার্যকর।

সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ১ চামচ ঔষধ, ছোটদের ১/২ চা-চামচ ঔষধ  প্রতিদিন ২ থেকে ৩ বার সেবন করুণ। অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্রয়োজনে আরও ভালো রেজাল্টের জন্য এন- ০৯ ড্রপস সেঙ্গে দিতে পারেন পারেন।

বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : ব্রোলাক্স কফ সিরাপ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev