শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

ব্রানুলা সিরাপ (Branula Syrup) স্মৃতিশক্তি বর্ধক

আরোগ্য হোমিও হল / ২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন
ব্রানুলা সিরাপ (Branula Syrup)
ব্রানুলা সিরাপ (Branula Syrup)

ব্রানুলা সিরাপ-Branula Syrup স্মৃতিশক্তি বর্ধক।

ক্যাটাগরি :  প্যাক ইমেজ -ব্রাহ্মী রসায়ন (আয়ুর্বেদিক ঔষধ)।

ব্রানুলা সিরাপ (Branula Syrup)

ব্রানুলা সিরাপ (Branula Syrup) এর ইঙ্গিত :

 

এতে ইঙ্গিত করা হয়েছে-

(ক) স্মৃতিশক্তির ঘাটতি।

(খ) প্রতিবন্ধী বক্তৃতা।

(গ) রুক্ষ এবং ত্রুটিপূর্ণ ভয়েস।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান : প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)-

(১) ব্রাহ্মী (বাকোপা মননিয়ারা) ১.১২ গ্রাম

(২) শাটোমুলি (অ্যাসপারাগাস রেসমোসাস) ০.৩০গ্রাম।

(৩) ভূমি কুসমান্ডো (আইপোইমা প্যানিকুলাটা) ০.৩০ গ্রাম,।

(৪) হরিতকি (টার্মিনালিয়া চেবুলা) 0.৩০ গ্রাম।

(৫) বেনিয়েটিভ। zezanoides) 0.৩০ গ্রাম।

(৬) Shunthi (Zingiber officinale) 0.৩০ gm,

(৭) Mouri (Foeniculam Valgare) 0.30 gm,

(৮) Dhaiful (Woodfordia Fruticosa) 0.3 g।

(৯) রেণুকা (Piper aurantiacum) ১৫.৭৮ মিলিমিটার।

আরও পড়ুন – আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল)

(১০) মিলিগ্রাম, পিপুল (পাইপার লংগাম) ১৫.৭৮ মিলিগ্রাম।

(১১) লাবাঙ্গো (সিজিজিয়াম অ্যারোমাটিকাম) ১৫.৭৮ মিলিগ্রাম।

(১২) বোচ (অ্যাকোরাস ক্যালামাস) ১৫.৭৮ মিলিগ্রাম।

(১৩) কুর (সসুরিয়া লাপ্পা) ১৫.৫৮ মিলিগ্রাম।

(১৪) অশ্বগন্ধা (উইথানিয়া সোমিনিফের, ৫৮ মিলিগ্রাম।

(১৫) বেলেরিকা) ১৫.৭৮ মিলিগ্রাম।

(১৬ গুরুচি (টিনোস্পোরা কর্ডিফোলিয়া) ১৫.৭৮ মিলিগ্রাম,।

(১৭) ইলাচ (এলেটিরিয়া এলাচ) ১৫.৭৮ মিলিগ্রাম।

(১৮) বিরাঙ্গো (এমবেলিয়া রিবস) ১৫.৭৮ মিলিগ্রাম।

(১৯) দারুচিনি (সিনামোমাম জেইলানিকাম) ১৫৭ মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান।

আরও পড়ুন – এইচ আর – ৯০ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

ঔষধের বর্ণনা :  ভেষজের সাহায্যে স্বাভাবিকভাবেই মানসিক সতর্কতা উন্নত করা যেতে পারে। বহু আগে, ভারতীয় উপমহাদেশের ভেষজবিদরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকলাপকে প্রভাবিত করে এমন ভেষজগুলি চিহ্নিত করেছিলেন। ব্রানুলা সিরাপ (Branula) বা ব্যাকোপা মননিয়ারা এই নিউরোপ্রোটেক্টিভ ভেষজগুলির মধ্যে একটি যা আয়ুর্বেদিক গ্রন্থে নিউরাল টনিক হিসাবে ব্যাপকভাবে সুপারিশ করা হয়েছে। এটি কার্যকর, নিরাপদ এবং সকল বয়সের পুরুষ এবং মহিলা উভয় রোগীর জন্যই প্রযোয্য।

ঔষধের ফার্মাকোলজি
(ক) অশ্বগন্ধা (উইথানিয়া সোমনিফেরা) : এতে রয়েছে অ্যাসোমনাইন ও স্টেরয়েডাল ল্যাকটোন, উইথফেরিন এ এবং উইথ্যানোলাইড এবং এছাড়াও গ্লাইকোসাইড ও উইথানিওল রয়েছে। এটি টনিক, অ্যাডাপটোজেনিক, উপশমকারী এবং ব্যাকটেরিওস্ট্যাটিক। এটি স্মৃতিশক্তির ক্ষতি পুনরুদ্ধার করেও স্নায়বিক ক্লান্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। অভ্যন্তরীণভাবে এটি শিশুদের মধ্যে marasmus দেওয়া হয়

(খ) শাটোমুলি (অ্যাসপারাগাস রেসমোসাস) : টাটকা শিকড় থেকে ডায়োসজেনিন পাওয়া যায়। গাছ থেকে শতভারিন I থেকে IV ফলন পাওয়া যায়। এটি একটি টনিক এবং মিষ্টি। সাতাভারি একটি শক্তিশালী ওষুধ যা স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা এবং শারীরিক শক্তির উন্নতি করতে সাহায্য করে।

(গ) পিপুল (পাইপার লংগাম) : এটিতে লং-চেইন হাইড্রোকার্বন, মনো- এবং সেসকুইটারটেনস, পাইপারলংগুমিন, সেসামিন ও পিপারিন সমন্বিত অপরিহার্য তেল রয়েছে। এটি টনিক, পরিপাক, ক্ষুধাবর্ধক এবং অ্যান্থেলমিন্টিক। পিপ্পালি বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতি করে এবং রোগ দূর করে স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সক্ষম।

(ঘ) বোচ (অ্যাকোরাস ক্যালামাস) : এতে রাইজোম থেকে প্রয়োজনীয় তেল রয়েছে যা ক্যালামাস তেলে ক্যালামেন, ক্যালামেনল ও ক্যালামোনের সাথে প্রধান উপাদান হিসাবে বি-এসারোন রয়েছে। আসারোন একটি মৃদু প্রশমক, একটি শক্তিশালী প্রশান্তিদায়ক। বাচ একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা স্মৃতিশক্তি এবং বুদ্ধির উন্নতি করতে সক্ষম।

(ঙ) ব্রাহ্মী (Bacopa monniera) : এতে রয়েছে অ্যালকালয়েড ব্রাহ্মাইন, প্ল্যান্ট স্যাপোনিন, ব্যাকোসাইড A & B; monniem, betulic অ্যাসিড, ß-sitosterol ও stigmastanol. এটি একটি শক্তিশালী স্নায়ু টনিক, উদ্বেগ নিউরোসিসের ক্ষেত্রে অত্যান্ত কার্যকরী।  এটি একটি উদ্বেগ-বিরোধী এজেন্ট যা অ্যাডাপটোজেনিক প্রভাব রয়েছে। এর কান্ড ও পাতা হল ব্রেন টনিক যা নিস্তেজ স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে। এটি বুদ্ধিকে উন্নত করে এবং তারুণ্যের জীবনীশক্তি ও দীর্ঘায়ু প্রদান করতে সক্ষম।

আরও পুড়ন – এন – ৫৪ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

ঔষধ সেবন বিধি :
প্রাপ্তবয়স্করা :  চা-চামচ প্রতিদিন ২/৩ বার খাওয়ার পরে।

শিশুরা : 1 চা-চামচ প্রতিদিন 2-3 বার খাওয়ার পর।
অথবা রেজিস্টার্ড রিপোর্টের পরামর্শে  ওষুধ সেবন করুন।

পার্শ্ব প্রতিক্রিয়া : প্রস্তাবিত মাত্রায় ব্যবহার করলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত  হয়নি।

শর্তাবলী : গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভাবস্থায় সুপারিশ করা হয় না।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev