ব্রঙ্কোলাইফ
Broncholfe
(একোনাইটাম ন্যাপেলাস)
ক্যাটাগরি – বাংলাদেশ।
প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
মুখে সেব্য তরল হোমিপ্যাথিক ঔষধ।
পরিচিতি : ব্রঙ্কোলাইফ এর নিজস্ব ব্রান্ড নাম। নিনেরিক নাম একোনাইটাম ন্যাপেলাস।
কার্যকারিতা : ব্রঙ্কোলাইফ জ্বর স্নায়ুশুল, পেরিকার্ডিয়ামের প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা, রক্তের অধিক্য, অস্থিরতা, এবং সংশ্লিষ্ট অন্যান্য লক্ষনের জন্য নির্দেশিত।
শুস্ক-ঠান্ডা আবহাওয়ায় রোগ যন্ত্রনা: শারীর ও মানসিক অস্থিরতা, অবিরাম জ্বর, প্রবল জ্বর, তরুণ রোগে হঠাৎ ও ভীষণ আক্রমণ। অতি গরম আবহাওয়ায় রোগ লক্ষণ : ঝিনঝিন করা, ধবণীর টান ভাব লক্ষণে কার্যকর।
পার্শ্ব প্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
ভেষজ বিরুদ্ধতা : সঠিক মাত্রায় সেবনে এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।
সেবনবিধি : অপ্রাপ্ত বয়স্করা ১০ ফোঁটা করে এবং প্রাপ্তবয়স্কদের ২০ ফোঁটা ঔষধ দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
সতর্কতা : আলো থেকে দুরে, শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুস্কস্থনে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।