মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

বোরাক্স Q (লিউকোরিয়া সিরাপ)

আরোগ্য হোমিও হল / ৪৪৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৭:৩৯ পূর্বাহ্ন
বোরাক্স Q

বোরাক্স Q
Borax Q
(লিউকোরিয়া)

ক্যাটাগরি – বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

লিউকোরিয়া ও শ্বেতপ্রদরের অব্যর্থ ঔষধ

ভুমিকা : মহিলা ও তরুণীদের সকল ধরনের শ্বেতাংশের ন্যায় প্রদর স্রাব, চুনের পানির মত সাদাস্রাব, গাড়, আঠালো এবং অত্যান্ত ক্ষত ও জ্বালাকর শ্বেতপ্রদর, হলুদ বর্ণের দুর্গন্ধযুক্ত শ্বেত প্রদার যা শরীরে এবং কাপড়ে লাগলে অত্যান্ত চুলকায়, জ্বালাকরে এবং কাপড়ে দাগ পড়ে যায়। রমনীদের ঋতুস্রাবের পূর্বে ও পরে কোমরে ব্যাথা সহ ভেজাইনাল ডিসচার্জ এবং জরায়ু সংক্রান্ত যাবতীয় সমস্যায় লিউকোরিয়া সিরাপ অত্যান্ত কার্যকরী।

 

উপদান : Natural Herbs and Borax 6X

কার্যকারিতা : মহিলা ও তরুণীদের যে কোন ধরনের শ্বেতপ্রদর, অনিয়মিত রক্তস্রাব এবং জরায়ু সংক্রান্ত যাবতীয় পীড়ায় কার্যকর।

সেবনবিধি : ১ চামচ ঔষধ সামান্য পানিসহ দিনে ৩বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সতর্কতা : শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev