শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

বোভিস্টা- Bobista

আরোগ্য হোমিও হল / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
ব্যাপ্টিশিয়া-Baptisia
হোমিও বই

বোভিস্টা (Bobista)

চলতি নাম – পাফ বল (Puff-Ball)

ডা: উইলিয়াম বরিক।

চর্মের উপর বিমেষ ক্রিয়া থাকায়, একজিমার মত উদ্ভেদ জন্মে। রক্ত সঞ্চালনের উপর ক্রিযা থাকায়, রক্তস্রাব, লবসন্নতা এবং অলস্য দেখা দেয়।  এই ঔষধটির ক্রিয়া তোতলা শিশু বুকধড়ফড়ানি-রোগযুক্তা বৃদ্ধা রমণী এবং চর্মরোগগ্রস্ত রোগীর উপর বিশেষভাবে প্রকাশ পায়। দেহের বহুস্থানে স্নায়ু-প্রদাহ জন্য, অসাড়তা ও ঝিঁঝিঁ ধরা লক্ষণ দেখা দেয়। কয়লা ধুম হইতে শ্বাসরোধ।

মন : অনুভুতিশক্তি বড়িয়া উঠে (আর্জে-নাই)। অগোছাল হাত হইতে জিনিসপত্র পড়িয়া যায়। সমান্যেই অভিভুত হয়।

মস্তক : মনে হয় মাথাটি যেন বড় হইতেছে, বিশেষভাবে পিছনের দিক। মাথা ফুলিয়া উঠিতেছে এরুপ বোধসহ শির:পীড়া – ভোরবেলা খোলা বাতাসে এবং শয়নে বৃদ্ধি। নাসিকা হইতে দড়ির মত আঠাল স্রাব। মস্তিস্কে অপ্রবল ছড়িয়া যাওয়ার ন্যায় বেদনা। তোতলামি (স্ট্রামো, মার্ক)। মাথার ত্বক চুলকায়, উত্তাপে বৃদ্ধি। স্পর্শকাতর, ক্ষত না হওয়া পর্যন্ত চুলাকাইতে থাকে।

আরও পড়ুন –  শিশুর মুখমণ্ডলে ঘা

মুখমণ্ডল : নাসারন্ধ্রে এবং মুখের কোণে চুমটি জন্মে। ওষ্ঠ ফাটা ফাটা। নাসিকা ও দন্তমাড়ি হইতে রক্তস্রাব। গণ্ডদ্বয় স্ফীত মনে হয়। কসমেটিক ব্যবহারের ফলে বায়:ব্রণ, গ্রীস্মকালে বাড়ি।

পাকস্থলী : মনে হয় যেন একখণ্ড বরফ চাপান আছে। কোমড়ে পাকড় আঁটিয়া পড়িতে পারে না।

স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুর পূর্বে ও ঋতুকালে উদরাময়। ঋতুস্রাব নিয়মিত সময়ের পুর্বে, প্রচুর এবং রাত্রিকালেই অধিক। ঋতুস্রাব অন্তে ঝাঁঝাল, গাঢ়, দড়ির মত, সবুজাভ শ্বেতপ্রদর স্রাব। কোমরে কাপড় আঁটিয়া পরিতে পারে না (ল্যাকে)। উভয ঋতুকালের মধ্যবর্তী সময়েও কাপড়ে রক্তের দাগ লাগে। ঋতুকালে মোমাবৃত  স্থানে বেদনা। অতিরজঃ। ডিম্বকোষের অর্বুদ।

উদরগহ্বর : শূলব্যথা, তৎসহ মুত্র লালবর্ণ, আহারে উপশম। রোগীকে বেদনায় দ্বিভাজ হইতে হয়। নাভির চারিদিকে বেদনা। মুলাধারের ভিতর দিয়া সরলান্ত্র ও জনিনেন্দ্রিয় পর্যন্ত সুচীবিদ্ধবৎ বেদনা।

আরও পড়ুন-  মার্কুরিয়ালিস পেরিনিস-Mercurialis Perennis

হস্ত-পদাদি : সন্ধি স্থানগুলিতে দুর্বলতা, হাত হইতে জিনিষ পড়িয়া যায়। হাত ও পা দুর্বল। বগলের ঘর্মে পেঁয়াজের গন্ধ। মরুদণ্ডের সর্বোচ্চ অস্থির উপর অসহ্য চুলকানি। হাতের পিছনে আর্দ্র একজিমা। পা ও জঙ্ঘায় চুলকানি। কোন জঙ্ঘায় আঘাত লাগার পর ঐ স্থানটি ফুলিয়া থাকে।

চর্ম : কোন ভোঁতা অস্ত্র চর্মে চাপিয়া ধরিলে গভীর দাগ বসিয়া যায়। উত্তেজিত হইলেই আমবাত প্রকাশ পায়, সেই সঙ্গে বাতজ খঞ্জতা বুক ধড়ফড়ানি এবং উদরাময় উপস্থিত হয় (ডালকা)। বিছানার গরমে চুলকাইতে থাকে। আর্দ্র একজিমা উপরে মোটা মামড়ি পড়িয়া থাকে। সারা দেহে পীড়কা, স্কাভি রোগ, পোড়া লাঙ্গা, হুহ্যদ্বারে চুলকানি। সকালে বেড়াইবার সময় শীতপ্তিত, স্থানে বৃদ্ধি। রৌদ্রাত্নক রোগ (Pellagra)।

সম্বন্ধ : বোভিস্টা আলকাতরা লাগিবার কুফল ও গ্যাস হইতে শ্বাসরোধের প্রতিকার করে। পুরাতন শীতপিত্ত রোগে রাস-্টক্সের পর ব্যবহার্য।

তুলনীয় : ক্যাল্কে, রাস, সিপিয়া, সাইকুটা।

মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev