বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

বিষম লিউকিমিয়া

আরোগ্য হোমিও হল / ২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

বিষম লিউকিমিয়া

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”
ডাঃ অরবিন্দ সরকার

প্রথম ৫ বছরের শিশুদেরই বেশী দেখা যায়। তারপর বয়স অনুপাতে কমতে থাকে।

বায়ো কম্বিনেশন ২৫

লক্ষণ :- সাধারণত শিশুদের দীর্ঘস্থায়ী জ্বর, ফ্যাকাসে হয়ে যায়, মুখে ঘা দেখা দেয়, বিভিন্ন শ্লৈষ্মিক ঝিল্লি থেকে রক্তপাত, নাক থেকে, দাঁতের মাড়ি থেকে, রক্ত বমি, টনসিল বড়, গলার লসিকা গ্রন্থি স্ফীতি, প্লীহা যকৃত বড় হয়। রক্তে শ্বেত কনিকার পরিমান তুলনামূলকভাবে তেমন বেশী নয়- ১৫০০০ এর বেশী কিউবিক মিলিমিটারের এক তৃতীয়াংশ ক্ষেত্রে ঐ সংখ্যা ৫,০০০ এর কম হতে পারে, অপর এক তৃতীয়াংশ ৫,০০০ থেকে ১৫০০ হতে পারে। খুব কম ক্ষেত্রেই ১০০,০০০ হয়।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১১ (জ্বর)

কখনও ১০০০ কিউবিক মিলিমিটার কমে যেতে পারে Leucopanic or sub- leukaemic leukaemia-তে। এদের ক্ষেত্রে বেশীর ভাগ কোষই কিন্তু রক্ত কণিকা সৃষ্টি আদি কোষ, পূর্ণতা প্রাপ্ত হয়নি (Myeloblast cell)। কোন কোন ক্ষেত্রে রক্তে মোট পৃথক শ্বেত কণিকার পরিমান স্বাভাবিক থাকে, যেন মৃত্যু কোষগুলি এখনও রক্তকে আক্রমন করেনি । এ রকম মনে হয় (Aleukoemic leukacmia) হিমোগ্লোবিন কমে ৩০% হয়ে যায়। বিষম লিউকোমিয়াতে বেশী পাওয়া যায়-লিম্ফোসাইট ও লিম্ফোব্লাস্ট ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev