সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

বিভীষিকা-দর্শন ও মানসিক লক্ষণ

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ

৬৬

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

বিভীষিকা-দর্শন ও মানসিক লক্ষণ

এখানে যে-সব উপসর্গের কথা বলা হচ্ছে সেগুলি স্বপ্নে বিভীষিকা-দর্শন ও মানসিক লক্ষণজনিত। এই সঙ্গে অন্য কোনো পীড়া-লক্ষণও থাকতে পারে। পীড়া-লক্ষণ থাক বা না থাক, ওষুধগুলি সেবনে রোগীর উপকার হবে। তা

উপসর্গ

রোগী জেগে চোখ বুজিয়ে থাকে

রোগী বিকট ধরনের মুখ দেখে

রোগী ময়ূর দেখে

রোগী মনে করে সে সাঁতার কাটছে

রোগী মনে করে সে বিদেশে আছে

রোগী মনে করে সে স্বর্গে আছে

রোগী মনে করে কোথায় যেন মন্ত্রপাঠ হচ্ছে

রোগী মনে করে তার শরীরটা ছোট হয়ে পড়েছে

রোগী সাপ দেখে

ওষুধ ও সেবনের সময়

লিডাম ২০০

(প্রত্যহ রাত্রে সেব্য)

এসিড-পিক্রিক ৩০ বা ফসফরাস ৩০ বা ক্যানাবিস-ইন্ডিকা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

হায়োসিয়ামস ৩০

:

FITAT

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) TRY ক্যানোবিস-ইন্ডিকা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ভ্যালেরিয়ানা ২০০ (প্রত্যহ সকালে খালি পেটে সেব্য) ক্যানোবিস-ইণ্ডিকা ২০০ বা ওপিয়াম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) কফিয়া-টোস্টা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্যানাবিস-ইণ্ডিকা ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)

বেলেডোনা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

রোগী নিজেকে জ্ঞানী বলে মনে

করে

রোগী নিজের মৃত আত্মীয়-স্বজনকে

দেখে

রোগী নিজের মৃতদেহ দেখে

রোগী জন্তু-জানোয়ার দেখে

রোগী নরকে আছে মনে করে

রোগী বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে মনে করে

রোগী মনে করে তার কানের কাছে মধুর শব্দ হচ্ছে রোগী মনে করে তার শরীর আকারে দীর্ঘ হয়ে গেছে

রোগীর পাশে কেউ নেই অথচ মনে করে তার পাশে কে যেন শুয়ে আছে রোগী মনে করে সে হাওয়ায় ভাসছে

ওষুধ ও সেবনের সময়

ক্যানাবিস-ইণ্ডিকা ২০০

(প্রত্যহ রাত্রে সেব্য)

৬৭

কোনিয়াম ২০০ বা এগারিকাস ২০০ বা বেলেডোনা ২০০ বা আর্সেনিক এলবাম ২০০ বা হিপার সলফার ২০০ বা ক্যানাবিস ইন্ডিকা ২০০

(প্রত্যহ রাত্রে সেব্য)

কেলি ব্রোমাইড ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এসিন্থিয়াম ৩০ বা ট্যারেন্টুলা ৩০ বা স্যান্টোনাইন ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এগারিকাস ২০০

(প্রত্যহ রাত্রে সেব্য)

মার্ক-সল ৩০ বা একোনাইট ৩০ বা ন্যাট্রম-মিউর ৩০ বা চেলিডোনিয়াম ৩০ বা ক্যানাবিস ইণ্ডিকা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) হায়োমিয়ামস ২০০

(প্রত্যহ রাত্রে সেব্য) স্ট্র্যামোনিয়াম ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)

পেট্রোলিয়াম ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)

বেলেডোনা ৩০ বা কেলি-ব্রোমাইড ৩০ বা ক্যানাবিস ইন্ডিকা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

৬৮

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

ওষুধ ও সেবনের সময়

রোগী অপদেবতা দেখে

রোগী পোকা-মাকড় দেখে

রোগী প্রজাপতি দেখে

রোগী পাখি দেখে

রোগী পিপীলিকা দেখে

রোগী নিজেকে রাজা মনে করে

রোগী মনে করে যেন বাড়িতে চোর-ডাকাত ঢুকছে

রোগী মনে করে কেউ যেন তার পিছনে পিছনে আসছে

রোগী ডাক্তার আসছে মনে করে

রোগী শত্রুপক্ষের লোককে দেখে

রোগী আগুন লাগা দেখে

রোগী মনে করে কেউ যেন ঘরে ঢুকলো

ক্যানাবিস-ইণ্ডিকা ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)

বেলেডোনা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্যানাবিস-ইণ্ডিকা ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

বেলেডোনা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

প্লাম্বাম মেট ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্যানাবিস-ইন্ডিকা ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)

অ্যালকোহল

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এসিন্থিয়াম ৩০ বা প্লাম্বাম-মেট ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) সিপিয়া ২০০

(প্রত্যহ রাত্রে সেব্য) অ্যামোনিয়াম-মিউর ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) অ্যামেনিয়াম-মিউর ৩০ বা স্ট্র্যামোনিয়াম৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) কেনিয়াম ৬০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

রোগী মনে করে কেউ যেন কিছু খাচ্ছে

রোগী ভূত-প্রেত দৈত্য-দানব দেখে

রোগী দেবমূর্তি দেখে

রোগী মনে করে তার অসুখ আর সারবে না

রোগী কোনো পুরুষ বা মহিলাকে কাঁদতে দেখে অথবা নিজে কাঁদছে এমন দেখে

ওষুধ ও সেবনের সময়

এট্রোপিন ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

৬৯

ফাইজসটিগ্‌মা ৩০ বা আর্সেনিক-অ্যালবাম ৩০ বা মার্ক-সল ৩০ বা ব্রোমিয়াম ৩০ বা ট্যারেটুলা ৩০ বা এট্রোপিনা ৩০ বা ওপিয়াম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ইথুজা ৩০ বা ক্যানাবিস-ইন্ডিকা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) প্লাম্বাম-মেট ২০০

(প্রত্যহ রাত্রে ও সকালে সেব্য) ভিরেট্রাম-অ্যালবাম ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

রোগী দেখে কোনো জন্তু যেন তাকে হায়োসিয়ামস ৩০

খেয়ে ফেলছে

রোগী মানুষ দেখে

রোগী ইঁদুর দেখে

রোগী মাছ দেখে

রোগী নানা রকমের মূর্তি দেখে

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

আর্সেনিক অ্যালবাম ৩০ বা ক্যানাবিস ইন্ডিকা ৩০ বা লরোসিরেসাস ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এসিন্থিয়াম ৩০ বা ইথুজা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এসিন্থিয়াম ৩০ বা ইথুজা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

বেলেডোনা ৩০ বা প্লাম্বাম মেট ৩০ বা ন্যাট্রাম-কার্ব ৩০ বা লাইকোপোডিয়াম ৩০ বা সালফার ৩০ বা স্যান্টোনাইন ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

রোগ ও যৌন চিকিৎসা

१०

উপসর্গ

রোগী নানা রকমের ভয়ানক

মূর্তি দেখে

রোগী কোনো কিছু ধরার চেষ্টা

করে কিন্তু ধরতে পারে না

ওষুধ ও সেবনের সময়

স্ট্র্যামোনিয়াম ৩০ বা এট্রোপিনাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

আর্সেনিক ৩০ বা হায়োসিয়ামস ৩০ বা বেলেডোনা ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

বি. দ্র. : ওষুধগুলি নির্দিষ্ট সময়ে সেবন করাতে হবে। ২/৩ দিন সেবনেই উপকার আশা করা যায়। উপকার না হলে ৮/১০ দিন ওষুধ বন্ধ রেখে পুনরায় ২/১ দিন ওষুধ সেবন করাতে হবে।

বিভিন্ন পীড়া-উপসর্গ সহ মানসিক লক্ষণ

সকল পীড়ার সঙ্গেই কিছু-না-কিছু মানসিক লক্ষণ থাকে। দাঁতের, কানের চোখের, নাকের, গলার—সকল পীড়া-উপসর্গের সঙ্গেই ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা, উদ্বেগ প্রভৃতি থাকে।মানসিক  পীড়া-উপসর্গগুলিকে দূর করতে পারলে ঐসব মানসিক লক্ষণও আর থাকে না। সকল পীড়া সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। এখানে মাত্র কয়েকটি পীড়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev