সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

বিভিন্ন মানসিক অবস্থার ওষুধ

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

বিভিন্ন মানসিক অবস্থার ওষুধ

যে কোনো পীড়ার সঙ্গে এইসব মানসিক লক্ষণ থাকলে ওষুধগুলি প্রয়োগে উপকার হবে। তবে লক্ষণানুসারে ওষুধ প্রয়োগ বাঞ্ছনীয় ।

মানসিক অবস্থা

বিষ খেয়ে আত্মহত্যা করার ভয়, কোনো জন্তু

দেখলে ভর

অসহিষ্ণুতা। অন্যের ক্ষতি করার ইচ্ছা। মূর্ছা ও দুর্বলতা

কোনো গোলযোগপূর্ণ স্থানে যেতে ভয়—লোক-

সমাকীর্ণ স্থানে যেতে ভয়, মৃত্যুভয়, পড়ে যাবার

আশঙ্কা। মনে আঘাত লাগা

ওষুধ

হায়োসিয়ামস

ক্যামোমিলা

একোনাইট

 

 

মানসিক অবস্থা

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

হাঁটাচলার সময় যেন ধাক্কা খেয়ে পড়তে থাকে,

ভয়াতুর, নীরবে বসে থাকে, কথা বলার ইচ্ছা

থাকে না, স্মৃতিশক্তি দুর্বল, একা থাকতে চায়,

কিছু খেতে বা পান করতে চায় না, শ্রবণশক্তি স্থূল, উদ্দেশ্যহীন দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকে, স্বর কম্পিত

৩৭

ওষুধ

ইগ্নেসিয়া

অত্যন্ত আহ্লাদে মনাসিক উত্তেজনা, উন্মাদ অবস্থার প্রথম দিক, আনন্দপূর্ণ মানসিক অবস্থা, শিরঃপীড়া মানসিক উত্তেজনা—তারপর শুরু হয় মাথার যন্ত্রণা ভয়ানক মানসিক পীড়া—তারপর লিভারের পীড়া, মানুষ দেখলে ভয় পায়, একা থাকতে চায়—কিন্তু একা থাকলে ভয়ানক খিটখিটে মেজাজের হয়ে ওঠে, খামখেয়ালী, ক্রুদ্ধ, অবাধ্য

নীরবে কাঁদে, মনে স্ফূর্তি থাকে না, অতিরিক্ত মানসিক পরিশ্রম জনিত ভয়ানক নিদ্রালুতা,

শুতে ভয় পায়

নীরবে কাঁদে, কাশতে থাকে, রোগীর কম্পন লক্ষণ থাকে

ভবিষ্যৎ ঘটনার জন্য ভয়, মৃত্যুভয়, দারিদ্র্যের জন্য মানসিক বিকৃত অবস্থা, পড়ে যাবার ভয় জেলে গিয়ে বন্ধ হয়ে থাকার ভয়, ধরে নিয়ে

যাবার ভয়

বাড়ির জন্য মন কাঁদে, অতৃপ্তিকর নিদ্রা, দুঃখে নিয়ে কাতর হয়—নীরবে কাঁদে, কোনো বিপদ ঘটবে মনে হয়, নীরবে কাঁদার সময় মনে হয় সে একা আছে

মার্ক-সল

কোকা

লাইকোপোডিয়াম

নাক্স-মস্কেটা

মার্ক-সল

ক্যালকেরিয়া কার্ব

রুটা-গ্রেভি

ম্যাগ্নেসিয়া-মিউর

 

কাল্পনিক অনিষ্টের ভয়

ভয় ও আশঙ্কা থেকে কোনো অসুখের উৎপত্তি পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না, যে কখনো তাদের অপমানিত করেছে মনে করে কিন্তু কখন ও কিভাবে যে সে অপমান করেছে তা সে জানে না, ক্রন্দনশীল ও ব্যাকুল স্বভাব, মানসিক বিকৃতি পাগল হওয়ার ভয়, কোনো জন্তু কামড়ানোর ভয়, কোনো ভয়াবহ প্রতিমূর্তি দেখার ভয়

তাড়াতাড়ি হাঁটার সময় ভবিষ্যৎ সম্বন্ধে ভয় হয়

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

৩৯

মানসিক অবস্থা

ওষুধ

সন্দেহপ্রবণ মন, অসুখকর প্রণয়, অবিশ্বাসী মন,

ল্যাকেসিস

জীবনে ক্লান্তি, মূর্ছা ও মৃতপ্রায় অবস্থা

শোক ও সেই সঙ্গে রাত্রে ভয়, ভয়জনক মুখ দেখে

মার্ক-সল

ঘুম ভেঙে যায়, ঝগড়াটে স্বভাব

ক্যান্থারিস

ওপিয়াম

আর্সেনিক অ্যালবাম –

স্ট্র্যামোনিয়াম

স্ট্যাফিসেগ্রিয়া

ভুতের ভয়, কোনো কাজ ভালো করে করতে অসমর্থ হওয়ার ভয়

কার্বো-ভেজ

ইগ্নেসিয়া

শোক ও দুঃখের সঙ্গে লজ্জা, নানা ধরনের কাল্পনিক কষ্ট, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, সেই সঙ্গে মানসিক কষ্ট

বিষ খেয়ে মরার ভয়

ভবিষ্যৎ বিষয়ে ভয়, মানসিক উদ্বেগ

কষ্ট সহ্য করতে পারে না—কষ্টের জন্য ভয়

দিনে ঘুম কিন্তু রাত্রে ঘুম হয় না, মাথার চুল উঠে যায়, দুর্বল ও ক্ষীণ স্বর, ভবিষ্যৎ বিষয়ে ভয়

ড্রসেরা

ডালকামারা কলচিকম

স্ট্যাফিসেগ্রিয়া

 

80

মানসিক অবস্থা

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

চোর বা সামান্য কোনো তুচ্ছ বিষয়ে ভয়

মৃত্যুর ভয়

কেউ যেন একাকে ফেলে রেখে গেছে—ক্ষুব্ধচিত্ত, তাকে কোনোভাবে শাস্ত করা যায় না

বন্ধুদের জন্য শোক বা দুঃখের কারণে শারীরিক পীড়া, চুপচাপ থাকে, কারো সঙ্গে কথা বলে না, নৈরাশ্য

সব সময় ঘুমাতে ইচ্ছা, অল্প বয়সে চুল পাকে, কথা বলতে অক্ষম, শরীর ক্ষীণ, বাড়িতে মন পড়ে থাকে, নীরবে কাঁদে, রাত্রিশেষে ঘাম হয় দুর্বলতা, ক্লান্তি, মূর্ছা—সেই সঙ্গে প্রস্রাবজনিত উদ্বেগ, সবাই বাড়িতে থাকা সত্ত্বেও বাড়ির জন্য চিন্তা

প্রতিহিংসা-সহ ভয়ানক রাগ ও খিটখিটে স্বভাব, প্রতিবার খাওয়ার পর বমি

মানসিক উদ্বেগজনিত উদরাময়, থিয়েটারে বা

অন্য কোথাও যাবে—এমন সময় মলত্যাগের বেগ উপস্থিত হয়, মিষ্ট দ্রব্য খেতে ইচ্ছা

মলত্যাগের পর আরাম বোধ হয়, কিন্তু ভয় ও ব্যাকুলতা থাকে, দিনে গরম ও রাতে শীত এবং ভয় কিংবা রাগের কারণে পীড়ার উৎপত্তি

মাংসে অরুচি, তলপেটের মধ্যে ঢেলা বা গোঁজ পোতা আছে মনে হয়

মানসিক কারণে ও ভয় থেকে পীড়ার উৎপত্তি ও সেই সঙ্গে কপালে ঠাণ্ডা ঘাম

ওষুধ ইগ্নেসিয়া ডিজিটেলিস কার্বো-এনিমেলিস

কস্টিকাম

ফসফরিক এসিড

ইউপেটোরিয়াম- পাপিউরা

কালোসিন্থ

আর্জেন্ট নাইট্রিকাম

একোনাইট নেপিলাস

এলোজ

ভিরেট্রাম-এলবাম

 

41

মানসিক অবস্থা

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

পুরাতম উদরাময়—রোগীর লবণ খাবার নিতান্ত ইচ্ছা

পেটে সেঁটে ধরার মতো বেদনা, ঘুম পায় কিন্তু

ঘুমাতে পারে না, ঘুমোতে ঘুমাতে হঠাৎ

 

ওষুধ

ন্যাট্রম-মিউর

বেলেডোনা

চমকে ওঠে

মন বা শরীর একটু চঞ্চল হলে মুখখানা

লাল হয়ে ওঠে

ফেরম-মেট

হঠাৎ শোক, ভয়, দুঃসংবাদ, মনঃক্ষুণ্ণতা প্রভৃতি থেকে উদরাময় পীড়ার উৎপত্তি, রোগী চুপ

জেলসিমিয়াম

করে থাকতে চার

সিনা

রোগী নাক খোঁটে, অস্থির নিদ্রা, বার বার এপাশ ওপাশ করে ও চিৎকার করে কেঁদে ওঠে

ঝিনুকের মাংস ও ঠান্ডা দ্রব্য খেতে ইচ্ছা, শারীরিক ব্যায়াম সম্বন্ধে রাত্রে স্বপ্ন দেখে

টক দ্রব্য খেতে ভয়ানক ইচ্ছা, সব জিনিসই মিষ্টি মনে হয়

রাস-টক্স

স্কুইলা

 

 

40

মানসিক অবস্থা

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

হৃৎপিণ্ডের কম্পন-সহ ব্যাকুলতা, অসুখকর প্রণয়, নীরবে কাঁদতে চায়, হঠাৎ ক্রোধ, নৈরাশ্য, আত্ম- হত্যা করার ইচ্ছা, মন কখনো আনন্দপূর্ণ—কখনো দুঃখকাতর, ঝগড়াটে স্বভাব, চোখের কাছে জোনাকি পোকা জ্বলছে মনে হয়

মানসিক দুঃখে কেঁদে ফেলে, রোগী জলে ডুবে

মরতে চায়, কিছুতেই শান্তি পায় না, সহজেই রেগে যায়, চিন্তাকুল স্বপ্ন দেখে

ওষুধ

অরাম মেট

পালসেটিলা

বিদেশে চলে যাবার ইচ্ছা, খিদে থাকে না — মন্দাগ্নি, কিছুই ভালো লাগে না

মার্ক-সল

আনন্দে হাসে, কাঁদে ও স্তম্ভিত হয়

হায়োসিয়ামস

রোগী দুশ্চিকিৎসা পীড়ায় আক্রান্ত হবে বলে

লিলিয়াম-টিগ

আশঙ্কা করে

সব সময় শৃঙ্গার বিষয়ে আলোচনা করে, স্মৃতিশক্তি

দুর্বল, নিজের কাজকর্ম করতে নিজেই রেগে যায়, স্নায়বিক দুর্বলতা, ভবিষ্যতের কথা আগে থেকে মনে হয়, কোনো বিষয়ে গ্রাহ্য করে না রোগী ভয়োৎপাদক প্রতিমূর্তি দেখে

কাল্পনিক বিভীষিকা ও মূর্তি দেখার ভয়

একা থাকতে ভয়, বিদ্যুতের ভয়, সন্ধ্যাবেলায় ভূতের ভয়

সন্ধ্যাবেলায় ভূতের ভয়

বিভিন্ন রকমের ভয়—কষ্ট সহ্য করার, হঠাৎ চমকে ওঠার, উন্মত্ত হওয়ার প্রভৃতি

স্ট্যাফিসেগ্রিয়া

ফসফরাস

লাইকোপোডিয়াম

র‍্যানানকিউলাস

পালসেটিলা

ক্লোরিন্

 

 

40

মানসিক অবস্থা

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

হৃৎপিণ্ডের কম্পন-সহ ব্যাকুলতা, অসুখকর প্রণয়, নীরবে কাঁদতে চায়, হঠাৎ ক্রোধ, নৈরাশ্য, আত্ম- হত্যা করার ইচ্ছা, মন কখনো আনন্দপূর্ণ—কখনো দুঃখকাতর, ঝগড়াটে স্বভাব, চোখের কাছে জোনাকি পোকা জ্বলছে মনে হয়

মানসিক দুঃখে কেঁদে ফেলে, রোগী জলে ডুবে

মরতে চায়, কিছুতেই শান্তি পায় না, সহজেই রেগে যায়, চিন্তাকুল স্বপ্ন দেখে

ওষুধ

অরাম মেট

পালসেটিলা

বিদেশে চলে যাবার ইচ্ছা, খিদে থাকে না — মন্দাগ্নি, কিছুই ভালো লাগে না

মার্ক-সল

আনন্দে হাসে, কাঁদে ও স্তম্ভিত হয়

হায়োসিয়ামস

রোগী দুশ্চিকিৎসা পীড়ায় আক্রান্ত হবে বলে

লিলিয়াম-টিগ

আশঙ্কা করে

সব সময় শৃঙ্গার বিষয়ে আলোচনা করে, স্মৃতিশক্তি

দুর্বল, নিজের কাজকর্ম করতে নিজেই রেগে যায়, স্নায়বিক দুর্বলতা, ভবিষ্যতের কথা আগে থেকে মনে হয়, কোনো বিষয়ে গ্রাহ্য করে না রোগী ভয়োৎপাদক প্রতিমূর্তি দেখে

কাল্পনিক বিভীষিকা ও মূর্তি দেখার ভয়

একা থাকতে ভয়, বিদ্যুতের ভয়, সন্ধ্যাবেলায় ভূতের ভয়

সন্ধ্যাবেলায় ভূতের ভয়

বিভিন্ন রকমের ভয়—কষ্ট সহ্য করার, হঠাৎ চমকে ওঠার, উন্মত্ত হওয়ার প্রভৃতি

স্ট্যাফিসেগ্রিয়া

ফসফরাস

লাইকোপোডিয়াম

র‍্যানানকিউলাস

পালসেটিলা

ক্লোরিন্


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev