বায়ো কম্বিনেশন ১ (অ্যানিমিয়া)
Bio combination 1 (Anemia)।
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো বায়ো কম্বিনেশন ১ (রক্তশূন্যতা) বায়োকেমিক হোমিওপ্যাথিক ট্যাবলেট নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
ক্যাটাগরি : বায়ো কম্বিনেশন, হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট ।
বায়ো কম্বিনেশন ০১ পরিচিতি : Bc 01, Bio Comb 01, Bio Comb 01 এই নামেও পরিচিত।
ব্যবহার : অ্যানিমিয়া, অথবা আয়রনের ঘাটতি, রক্তশূন্যতা, দুর্বল হজম, শরীরের স্বাস্থ্য নষ্ট হওয়া, অপাচ্য খাবার এবং অস্বাস্থ্যকর কোয়ার্টারে থাকার কারণে রক্তের অভাব। কম অনুভূতি শরীরের যেকোনো অংশ থেকে ক্রমাগত রক্ত ক্ষরণ। সেরিব্রাল এবং স্পাইনাল অ্যানিমিয়া, মানসিক বিষণ্নতা, শারীরিক ক্লান্তি এবং দুর্বলতায় ব্যবহার করা হয়।
বায়ো কম্বিনেশন ১ হোমিওপ্যাথি ট্যাবলেটের ক্রিয়া : রক্তস্বল্পতা বিভিন্ন কারণে হতে পারে যেমন খাদ্যের ঘাটতি, আয়রনের দুর্বল শোষণ, একাধিক গর্ভধারণ, পাইলসের কারণে রক্তের ক্ষয় বৃদ্ধি বা মাসিকের ভারী রক্তপাত; যার ফলে ক্লান্তি, ফ্যাকাশে ভাব, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং কাজের ক্ষমতা কমে যায়। বায়োকম্বিনেশন ১ সেবনে হিমোগ্লোবিনের মাত্রা বাড়া যার ফলে রক্তাল্পতার উপসর্গগুলি উপশম হয়।
আরও পড়ুন – নারীদের অতি:রজ – এপিমেনোরিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার ও হোমিওপ্যাথি ঔষধ
বায়ো কম্বিনেশন ১ হোমিওপ্যাথি ট্যাবলেটের লক্ষণ :
(ক) রক্তের অভাব বা শরীরের কোন অংশ থেকে রক্ত ক্ষরণে কার্যকর।
(খ) টিস্যু সাধারণ অপচয়।
(গ) ত্বকের মোমযুক্ত চেহারা।
(ঘ) মানসিক অবসাদ, দুশ্চিন্তা, শারীরিক ক্লান্তি ও দুর্বলতা।
(ঙ) শিশুদের মধ্যে খারাপ হজম।
(চ) খাবারে আয়রনের শোষণকে উন্নত করে।
(ছ) হিমোগ্লোবিন বৃদ্ধি করে।
আরও পড়ুন – এইচ আর – ৩৩ (রক্তশূন্যতা ও ক্ষুধামন্দায় কার্যকর)
বায়ো কম্বিনেশন ২ হোমিওপ্যাথি ট্যাবলেটের উপকারিতা :
(১) শরীরের যেকোনো অংশ থেকে ক্রমাগত রক্ত ক্ষরণের কারণে রক্তশূন্যতা দুর করে।
(২) পুষ্টির সাথে যুক্ত একটি টিস্যু লবণ থাকায় একটি শক্তিশালী শরীর গঠনে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে।
(গ) শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের অসাড়তা সহ ব্যথা, চুলকানি, দুর্বলতা দুর করে।
(ঘ) এটি রক্তনালীগুলির বৃত্তাকার দেয়াল, বিশেষ করে ধমনীতে শক্তি যোগাগায় এবং দৃঢ়তা বাড়িয়ে দেয় এবং রক্তক্ষরণের প্রাথমিক চিকিৎসা হিসাবে রক্তের কণার অভাব দুর করে।
(ঙ) এটি অক্সিজেনেশনে সাহায্য করার জন্য সরাসরি কোষে প্রবেশ করে।
(চ) লোহিত রক্তকণিকা ও অ্যালবুমিনের উৎপাদন বাড়ায়, যা প্রাণী ও উদ্ভিজ্জ টিস্যুতে পাওয়া প্রোটিন।
(ছ) অঙ্গের অসাড়তা, উপরের এবং নীচে, হাত এবং আঙুলের ডগা, পা এবং পা থেকে মুক্তি দেয়।
আরও পড়ুন – কেন্ট ০১ (হাঁপানি বা এজমা রোগে কার্যকর)
বায়ো কম্বিনেশন কম্পোজিশন ১ হোমিওপ্যাথি ট্যাবলেটের মুল উপদান :
(১) ক্যালকেরিয়া ফসফোরিকা 3x (Calcarea phosphorica 3x)।
(২) ক্যালিয়াম ফসফরিকাম 3x (Kalium phosphoricum 3x)।
(৩) ফেরাম ফসফোরিকাম 3x (Ferrum phosphoricum 3x)।
(৪) নেট্রাম মিউরিয়েটিকাম 6x (Natrum muriaticum 6x)।
আরও পড়ুন – এন – ৭৬ হাঁপানীর (এ্যাজমা) রোগে কার্যকর
বায়ো কম্বিনেশন কম্পোজিশন ১ হোমিওপ্যাথি ট্যাবলেটের কার্যকারিতা :
(ক) ক্যালকেরিয়া ফসফোরিকা 3x (Calcarea phosphorica 3x) : ক্যালকেরিয়া ফস হজমে সহায়তা করে একটি শক্তিশালী শরীর গঠনেও সহায়তা করে। এটি পুষ্টির সাথে যুক্ত একটি টিস্যু লবণ। চেপে ব্যথা, চুলকানি, শরীরের অঙ্গে অসাড়তা সহ দুর্বলতায় কার্যকর।
(খ) ক্যালিয়াম ফসফরিকাম 3x (Kalium phosphoricum 3x) : অঙ্গ-প্রত্যঙ্গের অসাড়তা, উপরের এবং নীচে, হাত এবং আঙুলের ডগা, পা এবং পায়ের অসাড়তা উপশম হয়।
(গ) ফেরাম ফসফোরিকাম 3x (Ferrum phosphoricum 3x) : রক্তনালীর, বিশেষ করে ধমনীগুলির বৃত্তাকার দেয়ালকে শক্তি করে এবং কম হিমোগ্লোবিনের মতো রক্তের কণিকাগুলির ঘাটতি পূরণ করে এবং রক্তক্ষরণের প্রাথমিক এটি সরাসরি কোষে প্রবেশ করে। অক্সিজেনেশন সাহায্য করে।
(গ) নেট্রাম মিউরিয়েটিকাম 6x (Natrum muriaticum 6x) : এটি লোহিত রক্তকণিকা এবং অ্যালবুমিনের উৎপাদন বৃদ্ধি করে, যা প্রাণী ও উদ্ভিজ্জ টিস্যুতে এ প্রোটিন পাওয়া যায়।
আরও পড়ুন – র্যাক্স নং- ১৪ (স্নায়ু দুর্বলতা)
বায়ো কম্বিনেশন ১ ট্যাবলেট সেবন বিধি : প্রাপ্তবয়স্করা : প্রতি তিন ঘন্টা অথবা দিনে চারবার ৪ টি ট্যাবলেট, শিশুরা ১ থেকে ২ ট্যাবলেট দিনে ৪ বার কুসুম কুসুম গরম পানির সঙ্গে সেবন করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
শর্তাবলী : বায়ো কম্বেনেশন হোমিওপ্যাথি বায়োকেমিক ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন।এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।