মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
banner

বায়োন্সী

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

বায়োন্সী (Biopsy)

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

বায়োন্সী : বায়োন্সী হলো মানুষের দেহ থেকে রোগাক্রান্ত টিস্যু সংগ্রহ করে উহা Histopathological পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা। এটি বিশেষ করে করা হয় টিস্যুতে ম্যালিগন্যান্ট অথবা অন্য কোন প্রকারের কোন পরিবর্তন ঘটেছে কিনা তা অনুসন্ধানের জন্য। এই পরীক্ষা দ্বারা চিকিৎসা ব্যবস্থা কি প্রকার হবে সেটা ঠিক করার জন্যই অবস্থাকে জানা প্রয়োজন।

এটা করা হয় যাতে অহেতুক সময় নষ্ট হয়ে টিস্যু প্যারাফিন অধ্যায়ে বা মোমের আকার এ পরিবর্তন বা জমাট অবস্থায় না আসতে পারে তা প্রতিরোধ করার জন্য। এই পরীক্ষাটা খুবই জটিল পদ্ধিতির যা প্যাথেলজিষ্টদের জানতে হয়। সেটা আমাদের জনাবার বিষয় নয়, আমাদের প্রয়োজন প্যাথোলজিক্যাল রিপোর্ট।

আরও পড়ুন – জেনিটাল হার্পিস মারাত্মক, মায়ের থেকে সন্তানেরও হতে পারে

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev