মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

প্রোষ্টিন (প্রস্রাবের জ্বালাপোড়া ও প্রস্টেটের প্রদাহ)

আরোগ্য হোমিও হল / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রোষ্টিন
Protiston

প্রস্রাবের জ্বালাপোড়া ও প্রস্টেটের প্রদাহের জন্য কার্যকর।

ভুমিকা :  প্রোষ্টিন একটি বাণিজ্যিক নাম। এটি হোমিওপ্যাথিক টিংচার কম্বিনেশন ড্রপস। যা প্রস্রাবের সময় জ্বালা পোড়া বোধ ও প্রেস্টেটের প্রদাহের জন্য কার্যকরী। এটি বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : Sabal Ser Q, Echinacea Q, Passifiora 1X, Cantharis 4X, Merc Bin Iod 8X.

কার্যকারিতা : প্রস্টেটের প্রদাহ, কষ্টকর প্রস্রাব হয়, অল্প পরিমানে প্রস্রাব হয়, বালুকণাযুক্ত প্রস্রাব, রক্তাক্ত প্রস্রাব, প্রস্রাবের পরে খুব বেদনা, প্রস্রাবের সময় জ্বালা পোড়া বোধ ইত্যাদি সমস্যায় কার্যকরী।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ১৫ ফোঁটা ঔষধ, অপ্রাপ্ত বয়স্করা ৫ থেকে ১০ ফোঁটা ঔষধ দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রিতিক্রিয়া নেই। তারপরেও রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করা ভাল।

সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev