বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

 পেচীস ট্যাবলেট -TABLET PAICHISH আমাশয়, রক্ত আমাশয় ডায়রিয়া ও পেট ব্যথায় কার্যকরী

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
পেচীস ট্যাবলেট -TABLET PAICHISH
পেচীস ট্যাবলেট -TABLET PAICHISH

 পেচীস ট্যাবলেট –TABLET PAICHISH আমাশয়, রক্ত আমাশয় ডায়রিয়া ও পেট ব্যথায় কার্যকরী।

ক্যাটাগরি :  আমাশায়, রক্ত আমাশয় (হামর্দদ ঔষধ)।

ট্যাবলেট পেচীস (TABLET PAICHISH)

ব্যবহার : আমাশয়, রক্ত আমাশয়, ডায়রিয়া ও পেট ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে ব্যবহার করা হয়।

ঔষধের বর্ণনা : ডায়রিয়া ও আমশয় নিরাময়ে অত্যান্ত কার্যকরী ঔষধ। ইহা বৃহদান্ত্র ও অম্লনালীর শেষ অংশের প্রদাহ নিরাময় করে এবং এর অভ্যান্তরীণ স্তরে সৃষ্টি ক্ষত  সারিয়ে তোলে। আমশয় ও ডায়রিয়া রোগের ফলে অন্ত্রনালীর গতি অত্যাধিক বৃদ্ধি পায়। পেচীস ট্যাবলেট ও এগতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এভাবে আমশয়ের ক্লেশ দুর হয় এবং ডায়রিয়া বন্ধ হয়। শিগেলা নামক বিশেষ ধরনের জীবনাণুন আক্রমনের ফলে রক্ত আমাশয় রোগ দেখা দেয়। পেচীসে বিদ্যমান উপদানসমহুহ জীবাণুকে ধ্বংস করে। শ্লেম্মা ও পিত্তজনিত ডায়রিয়ায় এ ঔষধটি বিশেষ উপকারী।

বায়ো কম্বিনেশন ২৫

 

উপাদান প্রতি ট্যাবলেটে আছে-

(1) Quercus infectoria (মাজুফল) ৬২.৫০ মিগ্রা।

(2) Terminalia chebula (হরিতকী) ৬২.৫০ মিগ্রা।

(3) Phyllanthus emblica (আমলকি) ৬২.৫০ মিগ্রা।

(4) Cinnamomum camphor (কর্পু)র ৩১.২৫ মিগ্রা।

(5) Crocus sativus (জাফরান) ৩১.২৫ মিগ্রা।

আরও পড়ুন –  বায়ো-কম্বিনেশন ৯ (আমাশয়)

ঔষধ সেবন বিধি : ১-২ ট্যাবলেট দিনে সকালে-দুপুরে ও রাত্রে (৩ বার) অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা।

রক্ত আমাশয়ের ক্ষেত্রে ৭ দিন থেকে ১৫ দিন সেবন করুণ।

পুরাতন আমাশয়ের ক্ষেত্রে ৭ দিন থেকে ১ মাস সেবন  যেতে পারে।

আরও পড়ুন – মার্ক সল ৩x (আমাশয় কার্যকরী)

পার্শ্বপ্রতিক্রিয়া : ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সংরক্ষণ : আলোবাতাস থেকে দুরে রাখন।

সর্তকতা : শিশুদের নাগালের বাহিরে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে স্ত্রীপবদ্ধ ১০ x ১০ ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev