বায়োকেমি রেপার্টরী
ডাঃ আবু হোসেন সরকার।
পুং জননেন্দ্রিয়ের পীড়া (Male Sexual Organ)
পুং জননেন্দ্রিয়ের শ্লৈষ্মিক ঝিল্লীর প্রদাহ—কেলিসালফ, কেলিফস ।
পুং জননেন্দ্রিয়ের বাগী—ক্যালকেরিয়া সালফ, কেলি মিউর, ফেরাম ফস, সাইলিসিয়া ।
উপদংশ জাতীয় ক্ষত—সাইলিসিয়া ।
উপদংশ জাতীয় ক্ষত শক্ত—ক্যালকেরিয়া ফ্লোর।
উপদংশ জাতীয় ক্ষত গলিত—কেলিফস ।
উপদংশ জাতীয় ক্ষত কোমল—কেলিমিউর ।
লিংগোচ্ছাস—ম্যাগনেসিয়া ফস, নেট্রাম ফস ।
লিংগোত্থান—কেলিফস ।
পুরাতণ উপদংশ—সাইলিসিয়া, নেট্রাম মিউর, কেলি মিউর।
স্ত্রী সংগমের পর ক্লান্তি বোধ—কেলিফস ।
উপদংশ জাতীয় আঁচিল — নেট্রাম সালফ ।
অত্যন্ত কামোন্মত্ততা—নেট্রাম ফস ।
শুক্রপাত রাত্রে—নেট্রাম ফস, কেলিফস, সাইলিসিয়।
শুক্রপাত সহ শীত শীত ভাব—নেট্রাম মিউর ।
শুক্রপাত স্বপ্ন না দেখিয়াই—নেট্রাম ফস ।
শুক্রপাত মলত্যাগের সময়—নেট্রাম মিউর।
উপকোষ প্রদাহ—ফেরাম ফস।
জননেন্দ্রিয়ের কণ্ডুয়ণ—নেট্রাম সালফ ।
পুরাতণ প্রমেহ বা গ্লীট—নেট্রাম মিউর, কেলিসালফ, ক্যালকেরিয়া ফস ।
পুরাতণ প্রমেহ সহ একজিমা—কেলিমিউর ।
প্রমেহ সিলভার নাইট্রেট ব্যবহারের পর―নেট্রাম ফস।
প্রমেহ সিলভার নাইট্রেট ব্যবহারের প্রথম অবস্থায়—নেট্রাম ফস ।
প্রমেহ সিলভার নাইট্রেট ব্যবহারের পুরাতণ অবস্থায়—নেট্রাম মিউর, নেট্রাম সালফ, কেলি ফস, সাইলিসিয়া।
প্রমেহ তৎসহ রক্তস্রাব — কেলিফস, ফেরামফস।
প্রমেহ তৎসহ সবুজ রক্তস্রাব—কেলিসালফ, নেট্রাম সালফ ।
প্রমেহ তৎসহ পূজস্রাব ও রসস্রাব—ক্যালকেরিয়া সালফ ।
প্রমেহ তৎসহ প্রদাহান্বিত অবস্থা—ফেরাম ফস।
প্রমেহ, স্রাব অবরুদ্ধ হইয়া—নেট্রাম সালফ ।
জননেন্দ্রিয়ের ভিতর স্ফীত হইলে—কেলিমিউর ।
প্রমেহ তৎসহ রক্তশূণ্যতা—ক্যালকেরিয়া ফস ।
প্রমেহ তৎসহ চুলকানি—ক্যালকেরিয়া ফস ।
সাইকোসিস—নেট্রাম সালফ ।
অর্কাইটিস—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলি মিউর।
হস্তমৈথুনের অভ্যাস—ক্যালকেরিয়া ফস ।
সহবাস শক্তির অভাব—কেলিফস, নেট্রাম মিউর ।
ধ্বজভঙ্গ — কেলিফস, নেট্রাম মিউর।
জননেন্দ্রিয়ের চারিদিকে চুল উঠিয়া যাওয়া—নেট্রাম মিউর।
জননেন্দ্রিয়ের চুলকানি—নেট্রাম সালফ ।
পায়খানার সময় কোথের সংগে শুক্রপাত—নেট্রাম মিউর ।
সিফিলিস যুক্ত হাড়ের রোগ—সাইলিসিয়া ।
অনবরত কামচিন্তা—সাইলেসিয়া ।
একশিরা—ক্যালকেরিয়া ফস ।
অণ্ডকোষের কাঠিন্য—ক্যালকেরিয়া ফ্লোর।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।