পামেট– PALMET প্রোস্টেট গ্রন্থির অতিবৃদ্ধির (বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া) চিকিৎসায় নিরাপদ এবং কার্যকরী হারবাল ওষুধ
ক্যাটাগরি : প্রস্টেট গ্রন্থির অতিবৃদ্ধি, মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী ওষুধ (হারবাল ঔষধ)।
ঔষধের বিবরণ দেখুন
পামেট (PALMET) স’ পামেটো।
ব্যবহার : প্রোস্টেট গ্রন্থির অতিবৃদ্ধি (BPH), প্রোস্টেট গ্রন্থির প্রদাহ মূত্রনালীর সংক্রমণ, মূত্রস্বল্পতা, মূত্রবদ্ধতা, প্রস্রাবকালীন ব্যথা, মূত্রাশয়ের দীর্ঘস্থায়ী প্রদাহ ইত্যাদিতে ব্যবহার করা হয়।
কার্যকারিতা : প্রোস্টেট গ্রন্থির অতিবৃদ্ধির (বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া) চিকিৎসায় নিরাপদ ও কার্যকরী হারবাল ওষুধ।
ঔষধের বর্ণনা : পামেট (PALMET) ঔষধটি বিশ্বনন্দিত জনপ্রিয় হারবাল ওষুধ। পামেট (PALMET) ঔষধটি টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে পরিবর্তনকারী টেস্টোস্টেরন ৫-α রিডাকটেজ এনজাইমের উৎপাদন ও কার্যকারিতা অবদমনের মাধ্যমে প্রোস্টেট গ্রন্থির স্বাভাবিক আকার ও কার্যকারিতা সুসংহত রাখতে সহায়তা করে । পামেট (PALMET) ঔষধটি আদর্শ শক্তিবর্ধক, প্রদাহ নিবারক ও মূত্রকারক হিসেবে অত্যন্ত কার্যকরী।
উপাদান: প্রতি ক্যাপসুলে আছে-
Serenoa repens (স’ পামেটো) ফলের স্ট্যান্ডার্ডাইজড নির্যাস ১৬০ মিগ্রা।
ঔষধ সেবনবিধি : ১ ক্যাপসুল দৈনিক ১ বা ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
ঔষধের প্রতিনির্দেশ : পামেট (PALMET) -এর উপাদান স’ পামেটো উদ্ভিদের প্রতি যাদের অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশনা রয়েছে।
পার্শ্ব প্রতিক্রিয়া : পামেট (PALMET) ঔষধে সেবনে সাধারণত সুসহনীয়, তবে কদাচিৎ বমি-বমিভাব, ডায়রিয়াসহ পরিপাকতন্ত্রের অন্যান্য মৃদু সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ সতর্কতা : চিকিৎসকের পরামর্শ সেব্য তবে গর্ভকালীন, দুগ্ধদানকালীন ও শিশুদের ক্ষেত্রে সেবন অনুচিত। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাকে ৫ X ৬ = ৩০টি ক্যাপসুল।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।