শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন

পডোফাইলাম Q

আরোগ্য হোমিও হল / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৫:১৮ পূর্বাহ্ন

পডোফাইলাম Q
Podophyllum Q

ক্যাটাগরি : বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

সক্রিয় উপদান : পডোফাইলাম ও অন্যান্য সহযোগী উপাদনে বাংলাদেশ ফার্মোকোপিয়া অনুযায়ী  প্রস্তুত।

কার্যকারিতা : নতুন এবং পুরাতান পেটের পীড়া, ডায়ারিয়া এবং আমাশয়ে কার্যকরী। শিশুদের পেটের পীড়া বিশেষ করে গ্রীস্মকালীন ও দাঁত উঠার সময় এবং বড়দের ক্ষেত্রে গ্রীস্মকারীন প্রচুর অম্লস্বাদযুক্ত সতেজ ফল ভক্ষণ ও খাদ্যে বিষক্রিয়ার ফলে সৃষ্ট উদরাময়, সবুজভ দুর্গন্ধ বিশিষ্ট পানির মত তরল পায়খানা যা তীব্র বেগে প্রচুর বায়ুসহ নির্গমন হয়, পেটে মোঁচড়ানো ব্যথা ও গুড়-গুড় শব্দ করে পেট ডাকে, প্রচুর অবসাদগ্রস্ততা ও বমি এবং উগাভাব, তর সঙ্গে প্রচুর পানি পিপাসা থাকে ইত্যাদি লক্ষণে পডোফাইলাম অত্যান্ত কার্যকর। এছাড়াও পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্যসহ পুরাতন উদরাময়ে বা পায়খানাতে ও ইহা ব্যবহৃত হয়।

ক্রিয়া স্থাল : পাকস্থলী ও ক্ষুদ্রান্ত।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক এক চা-চামচ ও অপ্রাপ্ত বয়স্কাদের ক্ষেত্রে ঙ্গ চা-চামচ মাপিতে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

পার্শ্ব প্রতিক্রিয়া : এ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সর্তকতা : সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শীতল ও শুস্ক স্তানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev