মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

নিউজাইম

আরোগ্য হোমিও হল / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০৬ অপরাহ্ন

নিউজাইম
Newxyme
(নাক্সভমিকা)
মুখে সেব্য তরল ঔষধ।
Botanical name : Strychnos nux-vomica

পরিচিতি : এটি কুচিলা বীজ হতে বিশেষ পদ্বতিতে প্রস্তুত করা হয়।

কার্যকারিতা : কৃশতা, গ্যাস্ট্রিক, অম্ল -অজীর্ণ, বদহজম, কোষ্ঠবদ্ধতা, দৈহিক, স্নায়বিক অবসন্নতা, পিত্ত বা রক্তপ্রধান ধাতুর অমিতচারী ব্যক্তি যাদের পাকাশয় ও উদর সংক্রান্ত পীড়া এবং কোষ্ঠকাঠিন্য রয়েছে তাহাদের জন্য অন্যান্য সংশ্লিষ্ট লক্ষণে কার্যকর।

পরিচায়ক লক্ষণ : অম্ল  ও অজীর্ণ, মুখে অম্ল বা তিক্ত স্বাদ। গ্যাস, টক ঢেকুর , বমি ও বার বার মলত্যাগের ইচ্ছা কিন্ত মলের পরিমান অল্প সে কারণে কোষ্ঠকাঠিন্যতায় ভুগতে থাকে। আহারের ১ বা ২ ঘন্টা পর পেটে তীব্র ব্যথা হয় কিন্ত মলত্যাগের পর পেটের ব্যথা কমে যায়।

পার্শ্ব প্রতিক্রিয়া : এপর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধা : এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবন বিধি : শিশুদের ২০ ফোটা থেকে আধা চা-চামুচ এবং প্রাপ্ত বয়স্কদের ১ থেকে ২ চা-চামুচ করে দিনে ২ বা ৩ বার সামান্য পানি সহ অথবা রেজিষ্টা হোমিপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

শতর্কতা : আলো থেকে দুরে , শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুস্কস্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev