শিশুর গায়ে মাসী-পিসি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
এম ভট্রাচার্য্য
শিশুর গায়ে মাসী-পিসি : নবজাতকের জন্মের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় অথবা তৃতীয় দিনে সারা শরীরে এক ধরনের লাল লাল উদ্ভেদ দেখা যায়, তাকে মাসি-পিসি বলা হয়। মুখ, হাত, এমনকি সারা শরীরে হতে পারে এটি।
আঁতুর ঘরের উষ্ণতা প্রভৃতি কারণে শিশুর গাত্রে ঘামাচির মত ছোট ছোট সৃক্ষ্ণগ্র উদ্ভেদ বাহির হইলে উহাকে মাসী-পিসী বলা হয়। ব্রাইয়োনিয়া 3 বা 6 শক্তি অথবা – সালফার ৩০ সেবন এবং আবশ্যক মত স্নান করান উপকারী।
সাধারণত সিনথেটিক কাপড়চোপড়, ময়লা কাপড়, ন্যাকড়া অথবা শিশুর ব্যবহৃত কোনো জিনিসের সংস্পর্শে এটি হতে পারে। শিশুর কাপড়চোপড় পরিষ্কার রাখতে হবে। কাপড় ধোয়ার পানিতে কোনো অ্যান্টিসেপটিক সলিউশন, যেমন —ডেটল ইত্যাদি দেয়া যাবে না।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।