মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

দোলাবী–DOLABI ডায়াবেটিস এর চিকিৎসায় কার্যকরী প্রাকৃতিক মহৌষধ

আরোগ্য হোমিও হল / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
দোলাবী–DOLABI
দোলাবী–DOLABI

দোলাবী–DOLABI ডায়াবেটিস এর চিকিৎসায় কার্যকরী প্রাকৃতিক মহৌষধ

ক্যাটাগরি : ডায়াবেটিসের ওষুধ, হামদর্দ ঔষধ।

ঔষধের বিবরণ দেখুন

দোলাবী (DOLABI)

নির্দেশনা : ডায়াবেটিস মেলাইটাস (টাইপ-২)

কার্যকারিতা : ডায়াবেটিস এর চিকিৎসায় কার্যকরী প্রাকৃতিক মহৌষধ।

ঔষদের বর্ণনা : দোলাবী (DOLABI) ঔষধটি শর্করা যুক্ত ডায়াবেটিসে অত্যান্ত উপকারী। অগ্ন্যাশয়ের যে অংশের ত্রুটির কারণে ইনসুলিন তৈরি কমে যায় অথবা বন্ধ হয়ে যায়, দোলাবী (DOLABI) সে ত্রুটি দূর করে ইনসুলিন নিঃসরণ স্বাভাবিক রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দোলাবী (DOLABI) অগ্ন্যাশয়ের বিটা কোষকে ধ্বংসের হাত থেকে সুরক্ষা করে ও বিটা কোষ পুনঃউৎপাদনের মাধ্যমে ইনসুলিন তৈরীতে সহায়তা করে। এছাড়াও দোলাবী (DOLABI) অন্ত্রে গ্লুকোজ শোষণ হ্রাস করে রক্তে গ্লুকোজ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

উপাদান : প্রতি ট্যাবলেটে আছে-

(1) Gymnema sylvestre (গুড়মার বুটি) ৫৫.০০ মিগ্রা।

(2) Bambusa bambos (বংশলোচন) ১১৮.০০ মিগ্রা।

(3) Rumex vesicarius (চুকা পালং বীজ) ৭৯.০০ মিগ্রা।

(4) Asphalt (সালাজীত) ৩৫.০০ মিগ্রা।

আরও পড়ুন –  সিজিয়াম জ্যাম্বো Q (ডায়াবেটিসিসের জন্য)

(5) Acacia arabica (আরবী গাম) ১৭১.০০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

ঔষধ সেবনবিধি : ১ বা ২ ট্যাবলেট দৈনিক ২ বার আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করুণ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন  – র‌্যাক্স নং- ১০ (ডায়াবেটিস)

বিশেষ সতর্কতা : মিষ্টি ও অতিরিক্ত শর্করা যুক্ত খাদ্য গ্রহণ নিষিদ্ধ।

ঔষধ সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ X  ১০ = ৫০টি ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev