হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা
ডা: জে. এন. পাত্র
ডি. এম. এস (কলকাতা ) ও
ডা: আর. এন. চন্দ্র
এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।
দুর্বলতার সঙ্গে নানারকম মানসিক লক্ষণ দেখা দেয়। চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ, মনমরা ভাব প্রভৃতি। দুর্বলতায় প্রযোজ্য ওষুধ প্রয়োগে উক্ত মানসিক লক্ষণগুলিও দূরীভূত হয়।
(১) সমস্যা : বেপরোয়াভাবে যৌন সম্ভোগের কারণে দুর্বলতা। মানসিক উদ্বেগ ৷
সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে চায়না ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২) সমস্যা : বার্ধক্যজনিত দুর্বলতা। রোগী হতাশায় ভোগে।
সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে ব্যারাইটা কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩) সমস্যা : বহুদিনের পুরনো দুর্বলতা। হতাশা থাকে।
সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে এসিড ফস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।
(৪) সমস্যা : রাত জাগার কারণে দুর্বলতা। মানসিক অশান্তি।
সমাধান : এমন সমস্যায় সেবন করতে দিন কার্বো-ভেজ ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(৫) সমস্যা : মানসিক পরিশ্রমের কারণে দুর্বলতা। রোগী ঘেমে ওঠে।
সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে বোরাক্স ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(৬) সমস্যা : রক্তস্রাবের কারণে বা মাসিক ঋতুস্রাবের কারণে দুর্বলতা, মনমরা হয়ে পড়ে।
সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে নাক্স-ভম ৬ বা এসিড-ফস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৭) সমস্যা : অত্যধিক কায়িক পরিশ্রমের কারণে দুর্বলতা। শরীর অবশ হয়ে পড়ে।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্নিকা ৬ বা একোনাইট ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৮) সমস্যা : সারাক্ষণ বসে কাজ করার ফলে দুর্বলতা। একঘেয়েমি ভাব।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে নাক্স-ভম ৬ বা সালফার ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৯) সমস্যা : স্নায়ুর উত্তেজনা বশতঃ দুর্বলতা।
সমাধান : এমন সমস্যার সেবন করাতে হবে একোনাইট ৬ বা ক্যামোমিলা ৬ বা চায়না ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১০) সমস্যা : লেখাপড়ার কাজে অধিক ব্যাপৃত থাকার ফলে দুর্বলতা।
সমাধান : এই উপসর্গে সেবন করানো দরকার নাক্স ভম ৩০ বা কার্বো-ভেজ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১১) সমস্যা : অত্যধিক ওষুধ সেবনের ফলে দুর্বলতা। মানসিক জড়তা।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে কার্বো-ভেজ ৩০ বা ক্যামোমিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১২) সমস্যা : কোনো নতুন রোগের আক্রমণে দুর্বলতা।
সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন চায়না ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৩) সমস্যা : মদ্যপায়ীদের দুর্বলতা।
সমাধান : এই সমস্যায় সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(১৪) সমস্যা : দুর্বলতা-সহ গোঙানি, অসহিষ্ণু ভাব।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ক্যামোমিলা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(১৫) সমস্যা : রক্তচাপ বৃদ্ধির কারণে দুর্বলতা।
সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে একোনাইট ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(১৬) সমস্যা : স্ত্রী সঙ্গমের পর দুর্বলতা, হাত-পা কাঁপে, ঘাড়ে ও মাথায় যন্ত্রণা হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৭) সমস্যা : দুর্বলতার জন্য মনে হয় যে কোনো রোগে আক্রান্ত হয়েছে। মানসিক জটিলতা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। দিনে ২ বার সেব্য।
(১৮) সমস্যা : যা খায় তা হজম না হয়ে দুর্বলতা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এসিড-পিক্রিক ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৯) সমস্যা : দুর্বলতার কারণে খিটখিটে হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২০) সমস্যা : অনিয়মিত ঋতুর জন্য দুর্বলতা। মেজাজ খিটখিটে হয়।
সমাধান : এই সমস্যায় সেবন করাতে হবে পালসেটিলা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।
(২১) সমস্যা : বার বার বমি হওয়ার জন্য দুর্বলতা। শরীর ঝিমিয়ে পড়ে।
সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন ক্যাডমিয়ম-সল্ফ ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।
(২২) সমস্যা : রোগী একা-একা থাকতে পারে না।
সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ক্যালি-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(২৩) সমস্যা : রোগী আত্মহত্যা করবার কথা ভাবে।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে রাসটক্স ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।
(২৪) সমস্যা : রোগী মৃত্যুর তারিখ প্রকাশ করে বলে।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে টাইফোফেব্রিনাম ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।
(২৫) সমস্যা : সব সময় বিষাদগ্রস্ত ও উদাসীন থাকে।
সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করাতে হবে রাস-টক্স ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।
(২৬) সমস্যা : অলস প্রকৃতির রোগী, কোনো কাজকর্ম করতে চায় না।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে কোনিয়াম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(২৭) সমস্যা : রোগী পাগল হয়ে যাবে এমন ভয় করে।
সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ম্যানসিনেশা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৮) সমস্যা : রোগীর মনোভাব পরিবর্তনশীল। এই একরকম আবার পরক্ষণেই অন্য রকম মনোভাব।
সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে পালসেটিলা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।
(২৯) সমস্যা : রোগী কারো সঙ্গে কথা বলতে ভালবাসে না।
সমাধান : এক্ষেত্রে সেবন করাতে হবে সালফার ৬ বা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩০) সমস্যা : রোগী সকলেরই দোষ দেখে।
সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সালফার ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।