বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

দাঁতের পীড়া

আরোগ্য হোমিও হল / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

বিভিন্ন পীড়া-উপসর্গ সহ মানসিক লক্ষণ

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

বিভিন্ন পীড়া-উপসর্গ সহ মানসিক লক্ষণ

সকল পীড়ার সঙ্গেই কিছু-না-কিছু মানসিক লক্ষণ থাকে। দাঁতের, কানের চোখের, নাকের, গলার—সকল পীড়া-উপসর্গের সঙ্গেই ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা, উদ্বেগ প্রভৃতি থাকে। পীড়া-উপসর্গগুলিকে দূর করতে পারলে ঐসব মানসিক লক্ষণও আর থাকে না। সকল পীড়া সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। এখানে মাত্র কয়েকটি পীড়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে।

বায়ো কম্বিনেশন ২৫

দাঁতের পীড়া

(১) মাড়িতে শোষ ঘা।

ঔষধ : এসিডফ্লোর ৩০ বা হেক্লা লাভা ৩০ (৫ ঘন্টা অন্তর সেব্য)।

(২) মাড়িতে ক্ষত, মাড়ি ফোলে, মুখে পচা দুর্গন্ধ। নিঃশ্বাসে পচা দুর্গন্ধ।

ঔষধ :  সিস্টাস ৩০ (৫ ঘন্টা অন্তর সেব্য)।

(৩) দাঁতে বেদনা-যন্ত্রণা, সামান্য স্পর্শে বেদনার বৃদ্ধি, জোরে দাঁতে দাঁত চেপে ধরলে উপশম।

ঔষধ : চায়না(৩/৪ ঘন্টা অন্তর সেব্য)

আরও পড়ুন –  আর ৩৫ (দাঁত ব্যথা)

(৪) ধ্বংসপ্রাপ্ত দাঁতের পীড়া হেতু মুখে স্নায়ুশূল বেদনা।

ঔষধ : কফিয়া-টোস্টা ৩০ (৫ ঘন্টা অন্তর সেব্য)।

(৫) মাড়িতে ফোড়া, মাড়িতে ক্ষত, নালী ঘা, মাড়িতে ফোলা ও বেদনা, দাঁত তোলার পর কিছু অংশ থেকে যায়—সেজন্য যন্ত্রণা, পোকা লাগার জন্য দাঁতে ক্ষত।

ঔষধ :  হেক্লা লাভা ২০० (সকালে ও রাত্রে সেব্য)।

(৬) দাঁতে ও উপরের চোয়ালে বেদনা ।

ঔষধ : এপোসাইনাম-এন্ড্রোসি ৬ (৩ ঘন্টা অন্তর সেব্য)।

(৭) ঠাণ্ডা লেগে দাঁতের গোড়া ফোলে, বেদনা- যন্ত্রণা হয়।

ঔষধ : একোনাইট-নেপিলাস ৬x (৩ ঘন্টা অন্তর সেব্য)।

(৭) দাঁত নড়ে, দাঁতে কিছু লাগলেই যন্ত্রণা হয়।

ঔষধ : ক্যালকেরিয়া-ফ্লোর ৬ (৪ ঘন্টা অন্তর সেব্য)।

আও পড়ুন – বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া)

(৮) মাড়িতে ছিদ্র, দাঁতের গোড়া বেরিয়ে পড়ে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, পানসে দাঁত।

ঔষধ : কার্বো-ভেজ ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৯) রোগী রাত্রে দাঁত কড়মড় করে।

ঔষধ : মাগেলই ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১০) দাঁতে ছিদ্র, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, দাঁত নষ্ট হয়।

ঔষধ : ক্যালকেরিয়া ফস ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেবা)।

(১১) মাড়ি থেকে দাঁত তোলার পর রক্তস্রাব।

ঔষধ : ট্রিলিয়াম(৩ ঘন্টা অন্তর সেব্য)।

আরও পড়ুন – শিশুর দাঁতে পোকা

(১২) দাঁতে কালো দাগ, দাঁত ক্ষয়ে যায়, মাড়ি ফোলে, দাঁতে আঙুল বা অন্য কিছু ঠেকলে রক্ত পড়ে।

ঔষধ :  স্ট্যাফিসেগ্রিয়া ২০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৩) মাড়ি ফোলে, মাড়িতে ঘা হয়, রক্ত পড়ে, দাঁত সরে আসে, দাঁত কালো হয়, দাঁত আলগা হয়ে যায়, পানসে দাঁত, মুখে দুর্গন্ধ, লালা ঝরে, রাত্রে ও বিছানার গরমে কষ্ট-যন্ত্রণার বৃদ্ধি।

ঔষধ : মার্ক-সল ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৪) দাঁতে পোকা হয়।

ঔষধ : ক্রিয়োজোট ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য এবং ক্রিয়োজোট  Q বাহ্যিক প্রযোজ্য)।

(১৫) প্রচণ্ড দাঁতের বেদনা-যন্ত্রণা।

ঔষধ : র‍্যাটানহিয়া ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন – শিশুর দাঁত উঠা

দাঁতের পীড়ার অন্যান্য উপসর্গ

(১) ঠান্ডা জল মুখে রাখলে বেদনা-যন্ত্রলার বৃদ্ধি 

ঔষধ : স্ট্যাফিসেগ্রিয়া বা নাক্স-ভোম।

(২) হাত বা অন্য কিছু লাগলে বেদনা-যন্ত্রণার বৃদ্ধি।

ঔষধ : চায়না।

(৩) গরম পানীয় মুখে রাখলে বেদনা-যন্ত্রণার বৃদ্ধি।

ঔষধ : ন্যাট্রাম-সালফ।

(৪) খাদ্য না পানীয় দাঁতে ঠেকলে উপসর্গের বৃদ্ধি।

ঔষধ : স্ট্যাফিসেগ্রিয়া।

(৫) ঋতুস্রাবের সময় বেদনা-যন্ত্রণার বৃদ্ধি।

ঔষধ :  সিপিয়া বা স্ট্যাফিসেগ্রিয়া।

(৬) গর্ভাবস্থায় বেদনা-যন্ত্রণার বৃদ্ধি।

ঔষধ : ম্যাগ্নেসিয়া -কার্ব বা ক্যালকেরিয়া কার্ব।

(৭) ঠান্ডা বাতাসে বেদনা-যন্ত্রণার উপশম।

ঔষধ : ন্যাট্রাম-সালফ।

(৮) ঠান্ডা প্রয়োগে বেদনা-যন্ত্রণার উপশম।

ঔষধ : পালসেটিলা বা ক্যামেমিলা।

(৯) ঠন্ডা জল মুখে রাখলে উপসর্গের উপশম হয়।

ঔষধ : ন্যাট্রাম-সালফ।

(১০) গরম প্রয়োগে বেদনা-যন্ত্রনা উপশম।

ঔষধ : ম্যাগনেসিয়া-ফস বা নাক্স ভম।

বি:দ্র: দাঁতের বেদনা-যন্ত্রণায় বৃদ্ধি ও উপশম সহ আনুষিক উপসর্গ অনুযায়ী ঔষধের শক্তি নির্ধারিত হবে।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev