ডেঙ্গু প্রতিরোধ এগিয়ে আসুন, ডেঙ্গুতে আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন হন
ডেঙ্গু কি : ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস। এডিস ইজিপটি নামক স্ত্রী মশা দ্বারা মানব শরীরে ডেঙ্গু ভাইরাস ছড়ায়। এই মশা ডেঙ্গু ভাইরাসের জীবাণু বহন করে। এরা সাধারণত স্বচ্ছ বা বদ্ধ পানিতে ডিম পেড়ে বংশ বিস্তার করে থাকে। এটি ভাইরাস জনিত রোগ হ’লেও কোন ছোয়াচে রোগ নয়। তবে রোগাক্রান্ত ব্যক্তির শরীরে কামড়ানো মশা কোনো সুস্থ ব্যাক্তির শরীরে কামড় দিলে এ ভাইরাস সংক্রমিত হয়।
ক/ ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।
খ/ ডেঙ্গু জ্বর শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় :
১/ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, টিনের কোঁটা, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেবেন না।
২/ যেসব স্থানে মশা জন্মাতে পারে সেসব স্থানে পানি জমতে দেবেন না। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা পরিষ্কার করুন।
৩/ দিনে ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করুন।
৪/ ডাব-নারিকেলের খোসা, ভাঙ্গা কলস, টিনের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখুন।
৫/ প্রতিরোধ ও প্রচেষ্টায় অবহেলা ও সচেতনতার অভাবে ডেঙ্গু জ্বরের বিস্তার যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গৃহিত হতে পারে।
৬/ নিজে সচেতন থাকবো, নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। অকারণ পানি জমতে না দিয়ে ডেঙ্গু মশার বিস্তার রোধ করুন।
ডেঙ্গু জ্বরের লক্ষণ :
ক/ শরীরের তাপমাত্রা হঠাৎ করে ১০৪-১০৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়।
খ/ মাথা ব্যথা, মাংসপেশী, চোখের পেছনে এবং হাড়ে বিশেষ করে মেরুদণ্ডে ব্যথা, অরুচি, বমি বমি ভাব।
ঘ/ চামড়ার নিচে রক্তক্ষরণ, কালো রঙের পায়খানা।
ঙ/ দাঁতের মাড়ি, নাক, মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত।
প্রাথমিক চিকিৎসা
১/ দ্রুত জ্বর কমানো একান্ত জরুরী। এজন্য মাথায় পানি দিন এবং ভেজা কাপড় দিয়ে গা মুছে দিন।
২// ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে রক্ত পরীক্ষার জন্য অপেক্ষা না করে চিকিৎসা করা প্রয়োজন।
৩/ রোগীকে প্রচুর পরিমানে তরল ও স্বাভাবিক খাবার খেতে দিন।
৪/ ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন ।
৫/ রোগীকে সার্বক্ষণিক মশারিত ভিতর বিশ্রামে রাখুন
৬/ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ দেখা মাত্র নিকটস্থ স্বাস্থ্যে কেন্দ্রে যোগাযোগ করুন। পরিস্থিতির অবনতি হলে দ্রুত উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হোন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।