শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

স্যাবাডিলা (Sabadilla)

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২২ অপরাহ্ন
লোবেলিয়া ইনফ্লেটা-Lobelia Infiata
হোমিও বই

স্যাবাডিলা (Sabadilla)

চলতি নাম – সেভাডিলা সীড- এসাগ্রেয়া অফিসিনেলিস (Cevadilla Seed-Asagrea Offcinalis)

ডা: ইউলিয়াম বরিক।

নাসিকার শ্লৈম্মিক ঝিল্লী এবং অশ্রুস্রাবী গ্রন্থিসমুহে ক্রিয়া করিয়া সর্দি এবং প্রতিশ্যায় লক্ষণ জ্বর উৎপন্ন করে। ঐ লক্ষণে ইহা হোমিওপ্যাথি মতে ব্যবহৃত হইয়া থাকে। শীত শীতভাব, ঠাণ্ডায় স্পর্শকাতরতা। প্রত্যাবৃত্ত লক্ষণসহ কেঁচো ক্রিমি (কামোম্মাদ, আক্ষেপ-লক্ষণ)। অবিরত দারুণ যন্ত্রণাসহ শিশুদিগের উদরাময়।

বায়ো কম্বিনেশন ২৫

মন : স্নায়ুবিক প্রকৃতি, ভীতু, অল্পেই চকিত হয়। নিজের সম্বন্ধে ভ্রান্ত ধারণা। মনে করে যেন, তাহার রোগটি খুবই কঠিন, যেন অঙ্গ-প্রত্যাঙ্গ কুঞ্চিত হইয়া গিয়াছে, যেন সে গর্ভবতী হইয়াছে, যেন তাহার ক্যান্সার রোগ হইয়াছে। সবিরাম জ্বরের মধ্যে প্রলাপ।

মস্তক : শিরঃঘূর্ণন, তৎসহ মনে হয় নে, সমস্ত জিনিস চতুদিকে ঘুরিতেছে। চক্ষুর সম্মুখে অন্ধকার দেখে, অজ্ঞান হইয়া পড়িবার মত বোধ হয়। বুদ্ধিহীনতা এবং চাপ বোধ। ঘ্রাণশক্তির প্রখরতা। চিন্তা করিলে শিরঃপীড়া এবং নিদ্রাহীনতা জন্মে। চক্ষুর পাতা লালবর্ণ ও জ্বলাকর। অশ্রুস্রাব কনে কম শুনে।

নাসিকা : আক্ষেপজনক হাঁচি তৎসহ জলবৎ সর্দি। সর্দির সহিত কপালে প্রবল বেদনা এবং চক্ষু লাল হওয়া ও চক্ষু হইতে জল পড়া। নাসিকা স্রাব প্রচুর ও জলবৎ।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১৪ (জ্বর-সর্দি)

গলগহ্বর : বেদনা বামদিকে আরম্ভ হয়  (ল্যাক) গাঢ় ও কঠিন কফ। মনে হয় যেন, এক টুকরা চর্ম গলগহ্বর ঝুলিতেছে, উহা গিলিয়া ফেলা দরকার। গরম খাদ্য ও গরম পানীয় উপশম। শুধু  শুধু ঢোক গেলা অত্যান্ত যন্ত্রণাদায়ক। গলমধ্য ও গলগহ্বর শুস্ক। গলার মধ্যে একটি পিত্ত রহিয়াছে এরুপ অনুভুতি, উহা গিলিয়া ফেলিবার জন্য অবিরত চেষ্টা করে। পুরতান গলক্ষত ঠাণ্ডা বায়ু সেবনে বৃদ্ধি। জিহ্বায় পুড়িয়া যাওয়ার ন্যায় অনুভুতি।

পাকস্থলী : পাকস্থলীতে আক্ষেপিক বেদনা, তৎসহ শুস্ক কামি  ও নিঃশ্বাস ফেলিতে কষ্ট। তৃষ্ণাহীনতা। কড়া মশলাদার খাধ্যে স্পৃহা মিষ্টান্ন ও আটা ময়দার প্রস্তুত খাদ্য খাইবার অতৃপ্ত আকাঙ্কা। মুখ দিয়া জল উঠা, প্রচুর লালাস্রাব। পাকস্থলীতে শূন্যতা ও শীতলতা বোধ। গরম জিনিষ খাইত চায়। মুখে মিষ্ট আস্বাদ।

স্ত্র-জননেন্দ্রিয় : নিয়মিত সময়ের পরে ঋতুপ্রকাশ, থাকিয়া থাকিয়া তীব্র স্রাব উপস্থি হয় (ক্রিয়া, পালস)। (জরায়ুতে দীর্ঘস্থায়ী রক্তহীনতার সহিত মধ্যে মধ্যে ক্ষণিক রক্ত সঞ্চয়ের জন্য এরুপ ঘটে।

জ্বর : শীতের প্রাধান্য। শীত নিন্মাঙ্গ হইতে উপর দিকে উঠে। মস্তকে এবং মুখে উত্তাপ, হস্ত-পদে বরফের ন্যায় ঠাণ্ডা ও শীতলতা বোধ। ত্বরাবেশের সমসয় অশ্রুস্রাব। তৃষ্ণাহীনতা।

আরও পড়ুন – এন – ০৫ (গ্যাসট্রিক ও পাকস্থলীর ড্রপস)

হস্ত-পাদাদি : পদাঙ্গুলির নিন্মে চর্ম ফাটিয়া যায়। পায়ে  নখের নীচের প্রদাহ।

চর্ম : শুস্ক, পার্চমেন্ট কাগজের ন্যায়। শুঙ্গের ন্যায়, কদাকার পুরু নখ। চর্মে গরম জ্বালা, সুড়সুড়িযুক্ত, পোকা চলার ন্যায় অনুভুতি। গুহ্যদ্বারে জ্বালা।

উপচায়: উপশম -বৃদ্ধি : ঠাণ্ডায়, শীতল পানীয় এবং পণিমায় ।

উপশম : উষ্ণ খাদ্য এবং পানীয়ে দেহ ঢাকিয়া রাখিলে।

সম্বন্ধ :  অনুপুরক – সিপিয়া।

তুলনীয় : ভেরাট্রিনা, (হা স্যাবাডিলার উপক্ষার, ভিরেট্রামের নহে। বাহ্যিকভাবে স্নায়ুশূল ও শোথ রোগে ব্যবহার্য।৫ গ্রেন ঔষধ ২ ড্রাম লেনোনিনের সহিত উরুদেশের পশ্চাদ্দিকে মালিশ করিলে মুত্রাদিক্য ঘটে), কলচিকাম নাক্স, এরাণ্ডো এবং পোলাটিন। ফ্লিউম প্র্যাটেন্স-টিমুখী – প্রতিশ্যায় লক্ষণ জ্বর। ১২শ শক্তির ঔষধ বহু রোগে উপযোগী এবং সংক্রোমনানাশকরুপে সুন্দ ক্রিয়া করে (ডাঃ রেব)। কিউম্যারিনাম প্রতিশ্যায় অক্ষণ জ্বর)।

দোষঘ্ন : পালস, লাইকো, কোনিয়াম, ল্যাকেসিস।

মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev