বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

ডারমেইড–DERMAID চর্মরোগের হারবাল অয়েন্টমেন্ট

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন
ডারমেইড–DERMAID
ডারমেইড–DERMAID

ডারমেইড–DERMAID চর্মরোগের জন্য ইউনানী হারবাল অয়েন্টমেন্ট

ঔষধের র বিবরণ দেখুন

ডারমেইড (DERMAID)

মরহম খারিশ

কার্যকারিত : চর্মরোগের জন্য উত্তম ইউনানী হারবাল অয়েন্টমেন্ট।

প্রস্তুত প্রণালী : ডারমেইড (DERMAID) অয়েন্টমেন্টটি মেহেদী, কর্পূর, পাপড়ি খয়ের, কমলাগুড়ি, সাদা ভেসলিন ইত্যাদির সমন্বয়ে প্রস্তুত প্রাকৃতিক অয়েন্টমেন্ট।

2454

অয়েন্টমেন্টের বর্ণনা : ডারমেইড (DERMAID) অয়েন্টমেন্টেটি বাহ্যিক সংক্রমণ বিশেষ করে খোস পাঁচড়া, চুলকানি, দাঁদ ও পুঁজযুক্ত গুটিকা নিরাময়ে কার্যকরী। ইহা শক্তিশালী অনুজীবনাশক হিসেবে Sarcoptes scabiei, Microsporum sp., Trichophyton sp., Epidermatopyton sp., Candida albicans, Mycobacterium leprae, Staphylococcus aureus, Streptococcus sp. ইত্যাদি চর্ম রোগের জন্য দায়ী জীবাণুর বৃদ্ধি প্রতিরোধ সহায়তা করে।

আরও পড়ুন – হেলিয়ান্থাস আননুস মলম

উপাদান: প্রতি ৫ গ্রাম অয়েন্টমেন্টে আছে-

(1) Lawsonia inermis (মেহেদী পাতা) ৩৫৭.১৫ মিগ্রা।

(2) Acacia catechu (পাপড়ি খয়ের) ৩৫৭.১৫ মিগ্রা।

(3) Mallotus philippinsis (কমীলা) ৩৫৭.১৫ মিগ্রা।

(4) Talcum powder (সঙ্গজরাহাত) ৩৫৭.১৫ মিগ্রা।

(5) Lead Monoxide (মুর্দারসঙ্গ) ৩৫৭.১৫ মিগ্রা।

(6) Sulpher Sublimate (আমলাসার গন্ধক) ৭১৪.০০ মিগ্রা।

(7) Cinnamomum camphora (কর্পূর) ৩৫৭.১৫ মিগ্রা।

(8) Zinc Oxide (জিংক অক্সাইড) ৩৫৭.১৫ মিগ্রা ।

আরও পড়ুন – ওমেও পাইলস মলম

অয়েন্টমন্টের নিদের্শনা :   খোস পাঁচড়া ও চুলকানিসহ অন্যান্য চর্মরোগ ইত্যাদি।

অয়েন্টমন্টে ব্যবহারবিধি : আক্রান্ত স্থান পরিষ্কার করে দৈনিক ২-৪ বার আপনার পরিমাণমত অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।

সতর্কতা : শিশুদের থেকে দুরে নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে রয়েছে ২০ গ্রাম অয়েন্টমেন্ট।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev