টিকা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
টিকা : টিকা লওয়া বা ভ্যাকসিনিনাম 6x অনুবটিকা ( এক মাত্রা মাত্র) সেবন উৎকৃষ্ট প্রতিষেধক। শিশু ভুমিষ্ঠ হইবার পর ছয় মাস মধ্যে গো-বীজে টিকা দেওয়া এদেশে রাজ-বিধি। সেখানে ভাল গো-বীজ অভাবে টিকা দেওয়া অসম্ভব, সেখানে সপ্তাহকাল ভ্যাকসিনিনাম 6 – 3০ শক্তি প্রতিদিন এক মাত্রা হিসাবে সেবন ব্যবস্থা, গো-বীজে টিকা দিলে কখনও কখনও সুফল ফলে, কিন্ত ভ্যাকসিনিনাম সেবনে সে আশঙ্কা থাকে না। চারিদিকে বসন্ত হইতে থাকিলে ভেরিওলিয়াম 6 বা 2০০, (যতদিন বসন্তের প্রাদুর্ভাব থাকিবে ততদিন) প্রতি সপ্তাহে একমাত্রা করিয়া সেবন করান।
গো-বীজে টিকা দিবার তিনদিন পরে সাধারণত উক্ত অঙ্গ প্রদাহযুক্ত (অর্থাৎ লালবর্ণ ও স্ফীত) হয় এবং কখনও কখনও অল্পাধিক জ্বর হয় ও কায়েকদিন মধ্যে টিকা শুখাইয়া যায়। যদি উহা শুখাইতে দেরী হয় তবে উহাতে ক্যালেণ্ডুলা অয়েল লাগান। শিশু যেন টিকার ঘা চুলকাইতে না পারে তৎপ্রতি সাবধান থাকা কর্ত্তব্য, উহার রস চক্ষুতে লাগিলে চক্ষু নষ্ট পর্য্যন্ত হইতে পারে। গো-বীজে টিকা দেওয়া হেতু যদি কোন চর্মরোগ প্রকাশ পায় বা স্বাস্থ্যভঙ্গ ঘটে, তাহা হইলে – থুজা ৬-২০০ শক্তি সেবন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।