বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

জ্বর লক্ষণ (Febrile Symptoms)

আরোগ্য হোমিও হল / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

জ্বর লক্ষণ (Febrile Symptoms)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

জ্বর লক্ষণ (Febrile Symptoms)

পর্যায়ক্রমে কম্পজ্বর—নেট্রাম মিউর ।

পিত্ত প্রধান জ্বর—নেট্রামফস, ম্যাগনেসিয়া ফস, নেট্রাম সালফ ।

জ্বর তৎসহ ঠোটের উপর ফোস্কা—নেট্রাম মিউর ।

মস্তিষ্কের পীড়াহেতু জ্বর—কেলি ফস ।

সান্নিপাতিক জ্বর—কেলি ফস ।

জ্বর তৎসহ সর্দি কাশি—ফেরাম ফস, কেলি মিউর ।

ঠাণ্ডা লাগিয়া জ্বর—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস, কেলি মিউর ।

শীতল ঘাম সহ জ্বর—কেলি সালফ, ক্যালকেরিয়া ফস।

আন্ত্রিক জ্বর—কেলি সালফ, কেলি মিউর, ফেরাম ফস, কেলি ফস।

বায়ো কম্বিনেশন ২৫

জ্বর তৎসহ অজীর্ণ রোগ—কেলি সালফ, ফেরাম ফস, কেলিফস ।

রক্ত দূষিত হেতু জ্বর—কেলিসালফ

সবিরাম জ্বর—ম্যাগনেসিয়া ফস, কেলি মিউর, নেট্রাম মিউর, নেট্রাম ফস, ফেরাম ফস, নেট্রাম সালফ।

ভয়ংকররূপ জ্বর— কেলি ফস ।

স্নায়বিক কারণে জ্বর—কেলি ফস।

বাত হেতু জ্বর—কেলি মিউর, নেট্রাম মিউর, ফেরাম ফস।

টাইফয়েড জ্বর—কেলিসালফ, কেলি মিউর, ফেরাম ফস, কেলি ফস ।

অতিরিক্ত কুইনাইন সেবনহেতু ম্যালেরিয়া জ্বর—নেট্রাম মিউর ।

অরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১১ (জ্বর)

পুরাতন ম্যালেরিয়া—ক্যালকেরিয়া ফস ।

ম্যালেরিয়া তৎসহ অম্ল বমন—নেট্রাম ফস ।

ম্যালেরিয়া তৎসহ অম্ল ঘর্ম—কেলি ফস ।

ম্যালেরিয়া তৎসহ শীত কম্পযুক্ত—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস, কেলি মিউর ।

ম্যালেরিয়া মধ্যাহ্ন ভোজনের পর—ম্যাগনেসিয়া ফস ।

ম্যালেরিয়া সকাল হইতে দুপুর পর্যন্ত—নেট্রাম মিউর ।

ম্যালেরিয়া  প্রত্যহ দুপুর একটার সময়—ফেরাম ফস ।

ম্যালেরিয়া তৎসহ মাথায় ঘাম—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস ।

ম্যালেরিয়া তৎসহ ঠাণ্ডাভাব—কেলি সালফ, নেট্রাম সালফ, ফেরাম ফস।

ম্যালেরিয়া তৎসহ অত্যন্ত দুর্বলতা—কেলি ফস ।

ম্যালেরিয়া খাবার সময়—কেলি ফস ।

আরও পড়ুন – ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র

ম্যালেরিয়া অম্লগন্ধ—নেট্রাম ফস ।

তরুণ জ্বর—নেট্রাম মিউর ।

পিত্তযুক্ত জ্বর—নেট্রাম ফস, ম্যাগনেসিয়া ফস, নেট্রাম সালফ ।

জ্বর তৎসহ ঠোঁটে জ্বর ঠুটো—নেট্রাম মিউর ।

রাত্রে প্রচণ্ড জ্বর আসে—নেট্রাম মিউর ।

জ্বর তৎসহ টক্ গন্ধযুক্ত—নেট্রাম ফস, ক্যালকেরিয়া ফস, নেট্রামমিউর ।

মস্তিষ্কের জ্বর (Brain Fever) — কেলিফস ।

কম্প জ্বর—কেলি ফস।

সর্দি জ্বর—ফেরাম ফস,কেলি মিউর ।

শীত শীত ভাব সহ জ্বর-সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস, কেলি মিউর ।

প্রত্যহ ১টার সময় জ্বর আসে—ফেরাম ফস।

জ্বরের শীত শীত ভাব পিঠের উপর নীচে ওঠানামা করে— ম্যাগনেসিয়া ফস ।

আরও পড়ুন – কেন্ট ৭০ (উচ্চ মাত্রা জ্বরে কার্যকর)

শীতল ঘর্ম সহ জ্বর—কেলি সালফ, ক্যালকেরিয়া ফস ।

জ্বরের সময় পা দুইটি বরফের মত ঠাণ্ডা—নেট্রামফস ।

জ্বরের সময় রাত্রে পা জ্বালা করে—নেট্রাম ফস, সাইলিসিয়া ।

স্নায়বিক জ্বর—কেলি ফস ।

প্রসবাম্ভিক জ্বর—কেলি মিউর।

আরক্ত জ্বর—কেলিসালফ, কেলি মিউর, নেট্রাম মিউর, ফেরাম ফস ।

সন্ধ্যার সময় জ্বর আসে—কেলিসালফ ।

পীত জ্বর—নেট্রাম সালফ, ফেরাম ফস, কেলি ফস ।

বসন্ত জ্বর—কেলি ফস, ফেরাম ফস, কেলি মিউর, সাইলেসিয়া ।

বিষম জ্বর—কেলি ফস ।

দূষিত জ্বর—কেলিফস ।

ছাড়িয়া ছাড়িয়া যে জ্বর আসে—ম্যাগ ফস, কেলি মিউর, নেট্রাম মিউর।

প্রদাহ যুক্তজ্বর—ফেরাম ফস।

পূঁজ জ্বর—সাইলিসিয়া, ক্যালকেরিয়া সালফ ।

আরও পড়ুন – কেন্ট ০৮ (ইনফ্লুয়েঞ্জা জ্বরে কার্যকর)

সান্নিপাতিক জ্বর তৎসহ বেগুনী রঙ্গের ক্ষুদ্র ক্ষুদ্র কীটের দৃষ্টি— কেলি ফস ।

শীতানুভব ও কম্প সহ জ্বর—ফেরাম ফস ।

স্কার্লেট ফিভার—কেলি সালফ, কেলি মিউর, ফেরাম ফস, নেট্রামমিউর ।

স্কার্লেট ফিভারের প্রতিষেধক—কেলি মিউর ।

শীতের বাতাস আদৌ সহ্য করিতে পারে না—সাইলিসিয়া ।

জ্বর সহ মাথায় প্রচণ্ড ঘাম—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস ।

জ্বর সহ  দুর্গন্ধযুক্ত মাথায় ঘাম— কেলি ফস ।

জ্বর সহ  মাথায় ঘাম এবং দুর্বলতা—কেলি ফস ।

জ্বর সহ রাত্রে প্রচুর ঘাম—নেট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া ।

জ্বর সহ ঘাম কিন্তু পিপাসা নাই—নেট্রাম সালফ ।

জ্বর সহ সন্ধ্যার দিকে তাপমাত্রা বাড়িয়া যায়—কেলিসালফ ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev