বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

জোশিনা–JOSHINA ঠান্ডা-সর্দি, কাশি ও গলাব্যথা নিরাময়ে কার্যকর

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:১২ অপরাহ্ন
জোশিনা–JOSHINA
জোশিনা–JOSHINA

জোশিনা–JOSHINA ঠান্ডা-সর্দি, কাশি ও গলাব্যথা নিরাময়ে কার্যকর

ক্যাটাগরি : শ্বসনতন্রের ওষুধ (সর্দি ও কাশি নিরাময়ে), হামদর্দ ঔষধ।

ঔষধের বিবরণ দেখুন

জোশিনা (JOSHINA )।

কার্যকারিতা : ঠান্ডা, সর্দি ও কাশি, সর্দি জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, স্বরভঙ্গ, ব্রংকাইটিস ইত্যাদি।

ব্যবহার : ঠান্ডা-সর্দি, কাশি ও গলাব্যথা নিরাময়ে কার্যকর।

প্রস্তত প্রণালী :  জোশিনা (JOSHINA ) ঔষধটি সর্দি, কাশি, সর্দি জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী হারবাল চা। ইহা যষ্টিমধু, সাপেস্তান, বনফশা, খোব্বাজি, খেতমী, গাওজবান, ওন্নাব ইত্যাদির সমন্বয়ে প্রস্তুত এক অনুপম হারবাল ওষুধ।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : যষ্টিমধুতে বিদ্যমান গ্লিসারজিন গলাব্যথা, টনসিলের প্রদাহ, কাশি, জ্বর, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও পেপটিক আলসারের চিকিৎসায় কার্যকরী। সাপেস্তানে বিদ্যমান মিউসিলেজ বুকে জমাট বাধা কফ তরল আকারে বের করে দেয়, শ্বাসকষ্ট দূর করে এবং রোগ সংক্রমণ দূর করে। এছাড়াও জোশিনাতে বিদ্যমান অন্যান্য উপাদান শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসায় অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখে।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ৬ (সর্দি ও কাশি)

উপাদান: প্রতি স্যাচেটে আছে-

(1) Glycyrrhi“a glabra (যষ্টিমধু) ১.৩৪ গ্রাম।

(2) Cordia dichotoma (সাপেস্তান) ১.৩৪ গ্রাম।

(3) Malva sylvestris (খোব্বাযী বীজ) ০.৭১ গ্রাম।

(4) Althaea officinalis seed (খেতমী বীজ) ০.৫৪ গ্রাম।

(5) Viola odorata (বনফশা) ০.৪৫ গ্রাম।

(6) Zi“iphus jujuba (ওন্নাব) ০.২৭ গ্রাম।

(7) Borago officinalis (গাওজবান) ০.৩৬ গ্রাম।

আরও পড়ুন – এন – ১৬ (মাথা ব্যথা)

ঔষধ সেবন বিধি : প্রতি স্যাচেট ১ কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক ২বা ৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে রয়েছে ২৫টি স্যাচেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev