শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

জিনসিড সিরাপ- ট্যাব (অম্লজনিত সমস্যায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ৩৭২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫:২১ অপরাহ্ন
জিনসিড সিরাপ (অম্লজনিত সমস্যায় কার্যকর)

 জিনসিড সিরাপ (Zancid Syrup amd Tab)

অম্লজনিত সমস্যায় কার্যকর।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক সিরাপ।

আল নূর হোমিও মেডিকা (প্রা:) লিমিটেড , লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা : অজীর্ণ, উদরাময়, পাকস্থলীর তরুণ প্রদাহ, পাকস্থলীর উপরিভাগে প্রদাহ, বায়ু নির্গমন, হৃদজ্বালা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, তরুণ ও পুরাতন পাকস্থলীর প্রদাহ, বদহজম, মুখে অরুচি, ঘন ঘন ঢেকুর, বুক জ্বালা, পেট ফাঁপা, পাকস্থলীর ক্ষত ইত্যাদিতে জিনসিড বেশ কার্যকর।

সেবন বিধি : ১ চা চামচ ঔষধ প্রতিদিন সকাল-দুপুর-বৈকাল-রাতে বা ৩ বার খাবরের ১৫ মিনিট আগে অথবা খাবরের ১৫ মিনিট পরে ঔষধ খাবেন। ট্যাবলেট হলে প্রতিদিন ৩বার সেবন করতে হবে।

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন-১০১ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।


আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev