জাষ্টিসিয়া Q
Jantisea Q
ক্যাটাগিরি : বাংলাদেশ
প্রস্তুতকারী : বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
ভুমিকা : জাষ্টিসিয়া একটি জেনেরিক নাম। এটি হোমিপ্যাথিক টিংচার সিরাপ। যা সর্দিকাশি, খুসখুসে কাশি, কাশিতে কাশিতে বুকে ব্যথা, ঘন ঘন হাঁচি ও চক্ষু দিয়ে পারি পড়া ইত্যাদি লক্ষণে জাষ্টিসিয়া কার্যকর।
Natural herbs of jasticia Adhatoda with other natural herbs
কার্যকারিতা : সর্দি, কাশি, হাঁপানি, ব্রংকাইটিস, কাশিতে কাশিতে বুক ব্যাথা হওয়া, চোখ ও নাক দিয়ে পানি বের হওয়া, ঘনঘন হাঁচি, শ্বাস প্রাশ্বাসে কষ্টবোধ, গলার ভিতর সাঁই সাঁই করা, শিশুদের ঠান্ডা লেগে থাকা কাশি প্রভৃতি সমস্যায় কাজ করে থাকে।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক খাওয়ার আধা ঘন্টা পর ২ চা-চামুচ ঔষধ। অপ্রাপ্ত বয়স্করা খাওয়ার আধা ঘন্টা পর ১ চা-চামুচ ঔষধ দিনে ৩ বার অথাব রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
ড্রপস এর ক্ষেত্রে পূর্ণ বয়স্করা ২০ ফোঁটা, বালক ১৫ ফোঁটা, শিশুরা ৫ ফোঁটা ঔষধ সামন্য পানিসহ সেব্য।
সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শুস্ক ও শীতল স্থানে, শিশুদের নাগালে বাহিরে রাখুন।
খাবার পুর্বে ঝাঁকিয়ে নিয়ে সেবন করুণ।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।