শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

জলপথে ও ভ্রমনকালে শিশুর বমন

আরোগ্য হোমিও হল / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:১৭ পূর্বাহ্ন

জলপথে ও ভ্রমনকালে শিশুর বমন
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

জলপথে ও ভ্রমনকালে শিশুর বমন:  নৌকা, জাহাজ, রেলগাড়ী বা বিমানাদিতে ভ্রমণকালে কোনও কোনও শিশুর বম হয় বা গা-বমি-বমি করে। ককিউলাস ইণ্ডিকা 6 শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev