জরায়ুর মুখে ঘা বা সারভিক্সে সংক্রমনের লক্ষন
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো নারীর জরায়ুর মুখে ঘা বা সারভিক্সে সংক্রমনের লক্ষন কি তা নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
একজন প্রাপ্ত বয়স্ক মহিলার জীবনের অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা হলো জরায়ুর মুখে ঘা বা সারভিক্সের সংক্রমন। যা জরায়ু মুখের ঘা বা সারভসাইটিস নামে পরিচিত। জরায়ু মুখ বা সারভিক্সে প্রদাহের কারণে জরায়ুর মুখ লাল হয়ে গিয়ে জরায়ুর মুখের ঘা দেখা দেয়।
জরায়ু মুখের ঘা বা সারভিক্সে লক্ষন :
(ক) জরায়ু, যোনি, কোমর বা তলপেটে ব্যাথা করে।
(খ) ঋতু স্রাবের সময় জ্বালা ও ব্যাথা করে।
(গ) মাসিকের রাস্তায় রক্তপাত হয়।
(ঘ) জরায়ু থেকে দুর্গন্ধ বের হওয়া।
(ঙ) জরায়ুর নিচের অংশ ও যৌনিতে চুলকানি দেখা দেয়।
(চ) জরায়ুর মুখ ছোট বড় হয়ে যায়।
(৮) সাদা বা বাদামী স্রাব বের হয় ।
এসব লক্ষন দেখা দিলে দেরি না করে অতি দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।
আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
আরোগ্য হোমিও হল এডমিন : এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।