বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

জনর্ট –JONORT হারবাল বিষণ্ণতা দূরকারক

আরোগ্য হোমিও হল / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
জনর্ট –JONORT
জনর্ট –JONORT

জনর্ট –JONORT হারবাল বিষণ্ণতা দূরকারক।

জনর্ট (JONORT) মস্তিষ্কের শক্তিবর্ধক, হামদর্দ মেডিসিন।

ঔষধের বিবরণ দেখুন।

জনর্ট (JONORT)।

সেইন্ট জন’স ওয়াট।

কার্যকারিতা : বিষণ্ণতা, দুশ্চিন্তা, অবসাদ, অনিদ্রা, ঋতু পরিবর্তনকালীন বিভিণ্ন সমস্যা (SAD), অবসেসিভ কমপালসিভ ডিসওর্ডার (OCD), ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

হারবাল বিষণ্ণতা দূরকারক ঔষধ।

ঔষধের বর্ণনা : জনর্ট (JONORT) ঔষধটি  বিষণ্নতার চিকিৎসায় নিরাপদ ও কার্যকরী হারবাল ওষুধ হিসেবে বিশ্বব্যাপী সাফল্য জনকভাবে ব্যবহৃত হয়ে আসছে। জনর্ট (JONORT) ঔষধটি মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার সমূহের পুনঃশোষন অবদমন করার মাধ্যমে বিষণ্নতা দূর করতে সহায়তা করে। জনর্ট (JONORT) মনকে প্রফুল্ল রাখে এবং স্বাভাবিক আবেগ ও অনুভূতি নিশ্চিত করে। এছাড়াও জনর্ট (JONORT) ঔষধটি শক্তিশালী ভাইরাস প্রতিরোধক হিসেবে অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন –  এইচ আর – ১৬ (বিষণ্নতা, উদ্বেগ এবং টেনশনের চিকিৎসায় কার্যকর)

উপাদান : প্রতি ক্যাপসুলে আছে-

Hypericum perforatum (সেইন্ট জন’স ওয়ার্ট)-এর স্ট্যান্ডার্ডাইজড নির্যাস ৩০০ মিগ্রা।

ঔষধ সেবনবিধি : ১ ক্যাপসুল প্রতিদিন সকালে দুপুরে ও রাত্রে  (৩ বার) অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কোন কোন ক্ষেত্রে ঘুম-ঘুম ভাব, বমি-বমিভাব ও মুখে শুষ্কতা দেখা দিতে পারে।

বিশেষ সতর্কতা : চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভকালীন, দুগ্ধদানকালীন ও শিশুদের ক্ষেত্রে ব্যবহারে চিকিৎসকের পরামর্শ করে ঔষধ সেবন করুণ। শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন – জরায়ুর মুখে ঘা বা সারভিক্সে সংক্রমনের লক্ষন

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু অ্যালু ব্লিস্টার প্যাকে ৫ X ৬ = ৩০টি ক্যাপসুল।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev