জওয়ারিশ শাহী –Jowarish Shahi বায়ুনাশক হিসেবে অত্যন্ত কার্যকর
ক্যাটাগরি : অম্লনাশক ও আলসার নিরাময়কারক, হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক।
জওয়ারিশ শাহী (Jowarish Shahi) হামদর্দ ঔষধ।
মেডিসিনের বিবরণ দেখুন
জওয়ারিশ শাহী (Jowarish Shahi )
ব্যবহার : বায়ুনাশক হিসেবে অত্যন্ত কাজওয়ারিশ শাহী –Jowarish Shahi বায়ুনাশক হিসেবে অত্যন্ত কার্যকর র্যকরী ঔষধ।
ঔষধটির নির্দেশনা : অম্লাধিক্য, পেট ফাঁপা, বদহজম, অবসাদ, হৃদকম্প ইত্যাদি।
ঔষধের বর্ণনা: জওয়ারিশ শাহী (Jowarish Shahi) ঔষধটি পেট ফাঁপা, উর্ধ্বমূখী বায়ু ও হৃদকম্প প্রতিরোধে অত্যান্ত কার্যকরী। জওয়ারিশ শাহী (Jowarish Shahi) হৃৎপিন্ডের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও শারীরিক ও মানসিক অবসাদ দূর করে। জওয়ারিশ শাহী (Jowarish Shahi) পাকস্থলী ও অন্ত্রের শক্তিবর্ধক। ইহা টক ঢেকুর, বমিভাব, বমি ও মুখের দুর্গন্ধ দূর করে। জওয়ারিশ শাহী (Jowarish Shahi) মস্তিষ্কের শক্তিবর্ধক হিসেবে অত্যন্ত কার্যকরী।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে :
(1) Coriandrum sativum (শুকনো ধনিয়া) ৮৩.৫০ মিগ্রা।
(2) Elettaria cardamomum (ছোট এলাচ) ২১.০০ মিগ্রা।
(3) Terminalia chebula (বড় হরীতকী) ৮৩৩.৫০ মিগ্রা।
(4) Phyllanthus emblica (আমলকী) ৬৬৬.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
ঔষধ সেবনবিধি : ১ বা ২ চা চামচ দৈনিক ২ থেকে ৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা: শিশুদের থেকে দুরে রাখুন।
ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।