শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক

আরোগ্য হোমিও হল / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa
জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa

জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক

ক্যাটাগরি : বমি এবং বমিভাব রোধক, ইউনানীিঔষধ ।

ঔষধের বিবরণ দেখুন

জওয়ারিশ বিসবাসা (Jowarish bisbasa)

ক্যার্যকারিতা : পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক।

ঔষধের বর্ণনা: জওয়ারিশ বিসবাসা (Jowarish bisbasa) ঔষধটি গর্ভবতী মহিলাদের বমি ও বমিভাব প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ইউনানী ওষুধ। ইহা পাকস্থলীর দুর্বলতা, পেটব্যথা, পেটফাঁপা, অম্লাধিক্য, অজীর্ণ এবং বমিভাব ইত্যাদি দূর করে। জওয়ারিশ বিসবাসা (Jowarish bisbasa) ঔষধটি হজম শক্তি বৃদ্ধি করে। ইহা বায়ু অর্শেও অত্যান্ত কার্যকর।

বায়ো কম্বিনেশন ২৫

নির্দেশনা: বদহজম, পেট ফাঁপা, বমি, অর্শ ইত্যাদি।

আরও পড়ুন –  এইচ আর -৩৫ (বদহজম ও গ্যাসের চিকিৎসায়)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Amomum subulatum (বড় এলাচ) ২২৭.২৫ মিগ্রা।

(2) Myristica fragrans arillus (যত্রিক) ১৩৬.৩৫ মিগ্রা।

(3) Zingiber officinale (শুঁঠ) ১৩৬.৩৫ মিগ্রা।

(4) Valeriana wallichi (তগর/সুগন্ধবালা) ১৩৬.৩৫ মিগ্রা।

(5) Syzygium aromaticum (লবঙ্গ) ১৩৬.৩৫ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

ঔষধ সেবনবিধি: ১ থেকে ২ চা চামচ দৈনিক ২ বার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশষে সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন –  এইচ আর – ২৩ (অর্শ্ব রোগে কার্যকর)

ঔষধ সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev