চক্ষুর ক্যানসার (Eye-cancer)
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডাঃ অরবিন্দ সরকার
এটি সাধারণতঃ চোখের কোনে দেখা যায় অথবা ঠিক চোখের নিচে ক্ষত আকারে দেখা যায়, যা আরোগ্য হতে চায়না সাধারণ কোন ঔষধে। রোগী বলে ঐ ঘা উৎপন্ন স্থলে ছুঁচ ফোটানো ব্যাথা অনুভব করে এবং ঐ স্থানটি প্রদাহান্বিত ও চটায় আবৃতি হয়। ঐ অবস্থা চলতে থাকে এবং ক্রমশ উপর নিচু
চোখের পাতা খুলতে থাকে ।
নিচের পাতায় – এপিস, কন্ডুরাঙ্গো, থুজা। ঐ ফাঙ্গাস-বেল, ক্যালক, ফস লাইকো, সিপি, সাইলি থুজা ।
ল্যাক্রিমাল গ্লান্ড-কার্বো-এ্যানি । (ডাঃ কেন্ট)।
এনানথেরাম (Anantherum) :- আঁচিল জাতীয় বৃদ্ধি চোখের ভ্রুর উপর । (বরিক)।
আর্সেনিক (Arsenic) :- ক্যানসার এর পীড়া চোখে আমরা দেখি ভাল ফল আর্সেনিকে অন্য যে কোন ঔষধ এর চেয়ে আমরা জানি ৩টি কেস ভাল হয়েছে Fowler’s soluion দ্বারা এবং অনেক গুলি কেস ভাল হয়েছে ৬ এবং ৩০ শক্তিতে । (টি. এস. হনি)
অরাম মেটালিকাম (Arum-Metalicum) :- টিউমার। লম্বা অস্থিসদৃশ্য বাম চোখে, ক্লান্তি সহ, বিরামহীন যন্ত্রণা, রাত্রে বৃদ্ধি অরামে আরোগ্য হয়। চোখের যন্ত্রণা পুনঃ পুনঃ উপশম বোধ নাক ঝারাতে । (টি, এস. হনি)।
বেঞ্জোইক-এসিডাম (Benzoicum Acidum) :- চোখের টিউমার। (ক্লার্ক)।
ক্যাল-ফুরিকাম (Calcarea – Fluoricum) :- এনসিস্ট টিউমার চোখের পাতায় । (ক্লার্ক)।
ল্যাকেসিস (Lachesis) :- চোখের ক্যানসার। দাবী করা হয় যে, এই ঔষধ প্রমাণ করেছে ইহা আরোগ্যকারী। তীক্ষ্ণ যন্ত্রণা, বিশেষত দুপুরের পূর্বে ছুরি ঢোকানো যন্ত্রণা, চোখের পাতা প্রচুর পরিমাণে প্রদাহান্বিত । নিলচে রং। চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল পরে । (টি, এস, হনি)।
প্লাটানাস (Platanus) :- টারসাল টিউমার । টিংচার প্রয়োগ । উভয় তরুণ ও পুরাতন অবহেলিত কেসে যেখানে টিসু ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতের সংকোচন ঘটেছে। চোখের পাতায় বিকলতার চিহ্ন । এটি বাস্তব পক্ষে ফিরাইয়া আনে সাধারণ অবস্থায় । শিশুদের ক্ষেত্রে খুবই ভাল । (বরিক)।
সাইলিশিয়া (Silicea) :- চোখের পাতার টিউমার অথবা চোখের রোগ এই ঔষধে সাধারণত আরোগ্য হয়। (টি.এস.হনি)।
টিউক্রিয়াম (Teucrium) :- চোখের পাতার টিউমার। ইহা ফাইব্রাস টিউমার, চোখের পাতার এবং ইউট্রাসের (Fibroid) টিউমার ও সরাইয়া দেয়। ফাইব্রাস টিউমার নিচের পাতায় যার ব্যাসার্ধ তিনের এক ইঞ্চি, চক্ষু বুজতে দেয়না অথবা নিবারণ করে, চোখে অস্পস্ট দেখে অথবা ক্ষীণ দেখে যন্ত্রণাহীন। উপরের পাতা লাল রং এবং থল থলে ভাব । (ক্লার্ক)।
থুজা (Thuja) :- টিউমার চর্বীযুক্ত, চক্ষুর, ম্যালিগন্যান্ট বিলিনোরিয়া ভাসকুলার টিউমার কর্নিয়াতে। স্টাফাইলোমা । ফাঙ্গাল টিউমার অরবিটে। টারসাল টিউমার ভেরুসি এবং কন্ডাইলোমেটার মত টিউমার । (ক্লার্ক)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।